নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রথম ও পুর্নাঙ্গ “Sports channel” B-)B-):D:)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭



পুরো চব্বিশ ঘন্টাই খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানে ভরপুর।

বিভিন্ন দর্শক প্রিয় টুর্নামেন্টের লাইভ টেলিকাস্ট

বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের আলাপচারিতা

ক্রীড়া বিষয়ক জ্ঞান চর্চা অনুষ্ঠান

শরীর চর্চা বিষয়ক অনুষ্ঠান

কিভাবে ফিট থাকবেন

আপনার ডাক্তার (লাইভ)

বিপিএল-বিসিএল-ঢাকা লীগ ক্রিকেট লাইভ

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ লাইভ

বিখ্যাত সব ক্রীড়াবিদদের জীবনের উপর প্রামান্যচিত্র

অলিম্পিক/কমনওয়েলথ/বিশ্বকাপ লাইভ

ক্রীড়া বিষয়ক কুইজ অনুষ্ঠান

ক্রীড়া বিষয়ক বিতর্ক অনুষ্ঠান

আপনার মতামত

দর্শকের মুখোমুখি প্রিয় খেলোয়াড়

রেসলিং/দাবা/ব্যাডমিন্টন/টেনিস

ইতিহাস সেরা ম্যাচগুলো প্রচার

এসো ক্রিকেট শিখি



এরকম সব খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান নিয়ে ভরপুর ২৪ ঘন্টার চ্যানেল করার খুবই ইচ্ছে হয়। কিন্তু হায় টাকা নাই করতে পারছি না।:((:((:((:((:(( আর টাকা ছাড়া তো আর স্বপ্ন পূরন হয় না।

১৬ কোটি মানুষের দেশে একটি পুর্নাঙ্গ ক্রীড়া চ্যানেল নাই,কি দুর্ভাগ্য আমাদের। কিন্তু পাঁচ মিশালী একই ধারার কত কত চ্যানেল আমাদের দেশে। একটি ক্রীড়া চ্যানেল থাকলে ব্যাবসায়িক ভাবেও লাভবান হত বলে আমার মনে হয়। কারন ক্রীড়ার প্রতি বাংলাদেশের মানূষের আকর্ষন অনেক আগে থেকেই। কিন্তু আমার দেশের পুঁজিপতিরা কেন এগিয়ে আসছে না,ঠিক বুঝতে পারছি না।



আমার কাছে টাকা থাকলে আমি করে দেখাতাম।:|:|:|:|

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

বাদল১৩১০ বলেছেন: চলেন আপনি আর আমি শুরু করি ..

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

পত্রদূত বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। আমরা পারলে ভালোই হত। আমাদের দেশে বিড়ি কারখানা করার লোক আছে কিন্তু এইটার জন্য নাই।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: আমিতো ভেবেছিলাম সত্যি। এটা আপনার স্বপ্ন দেখে মন খারাপ হয়ে গেল।

যাই হোক চিন্তা করবেন না। আমাদের আলাদা গানের চ্যানেল, খবরের চ্যানেল হয়েছে।
এবার খেলার চ্যানেলও হবে ইনশাল্লাহ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

মন্তব্যকারী বলেছেন: খেলার চ্যানেল চাই। টক শো থেকে খেলা দেখা উত্তম। B:-)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

বোকা ছেল বলেছেন: টকশো তে প্যাঁচাল পারলে তো টাকা দেয়
খেলা দেখলে কে তাদের টাকা দিবে?
ভাই খেলার চ্যানেল হলেই যে পাবলিক খেলা দেখবে আমার তা মনে হয় না।
কারণ বাংলাদেশী খেলা আমরা কেউই দেখতে চাই না
বঙ্গবন্ধু মাঠে ফুটবল হচ্ছে যাদের বাসার কাছে তারা আমরা কিন্তু কেউ ১বারও খেলা দেখার ইচ্ছা পোষন করি না। টাকার কথা যদি বলি তাহলে সেই টিকেটের দাম মাত্র ২০ টাকা
অন্য খেলার কথাই বাদই দিলাম।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

শিপু ভাই বলেছেন:
আমারো বহু দিনের স্বপ্ন এমন কিছু চ্যানেলের।

*শুধুই খেলাধুলা
*শুধুই চলচিত্র ও এ সংশ্লিষ্ট বিষয়
*শুধুই বিনোদন

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: শিপু ভাই আমার মনে হয় চ্যানেল নাইন শুধুই বিনোদনের চ্যানেল।
আর অন্যগুলোও হবে ইনশাল্লাহ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

বদিউজ্জামান মিলন বলেছেন: ভাই আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন প্লিজ...আমার প্রোফাইলে গেলেই পরিচয় পাবেন.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.