| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ালিফাইং রাউন্ডে নরদার্ন মেরিয়ানা আইল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের ২ মিনিটের মাথায়ই গোল করল বাংলাদেশ। দুর্দান্ত গোলটি করেন তকলিস আহমেদ।অন্যদিকে খেলার ৩৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন হোসেন এছাড়া ১২ মিনিটের মাথায় একটি পেনাল্টি কিক মিস করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের ৮৩,৯০ মিনিটে তকলিস ও লিঙ্কন, তৃতীয় ও চতুর্থ গোলটি হয়।
নেপাল ফিলিস্তিনকে হারিয়ে অঘটন না ঘটালেই কোয়ালিফাই করতে কমপক্ষে ৫-১ বা ৪-০ জয় চাই বাংলাদেশের অথবা তাকিয়ে থাকতে হবে ফিলিস্তিন বনাম নেপাল এর খেলার ফলাফলের দিকে।
সবাই দোয়া করেন ।
রিপোস্ট"
২|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ইমরান ইউ এ ই বলেছেন: পরবর্তি রাউন্ডে কি যাচ্ছি আমরা ?
৩|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
স্পাইসিস্পাই001 বলেছেন: একটু শান্তি পাইলাম .....
৪|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১
কোলাহল নির্জনে বলেছেন: নেপাল ফিলিস্তিনকে হারিয়ে অঘটন না ঘটালেই কোয়ালিফাই করতে কমপক্ষে ৫-১ বা ৪-০ জয় চাই বাংলাদেশের
বুঝলাম না। ৪-০ তে তো জিতছেই। তাহলে আবার এভাবে বলতেছেন কেনো?
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
পত্রদূত বলেছেন: কারন নেপাল অলরেডি একটা ম্যাচে জিতছে ৬-০ গোলে এখন যদি বাই চান্স ফিলিস্তিন ওদের কাছে হেরে যায় তাইলে বাংলাদেশ আউট। তবে অইটা হবে অঘটন কারন ফিলিস্তিন নেপালের চাইতে অনেক বেশী শক্তিশালী দল। তবুও দোয়া করেন যাতে অঘটন না ঘটে।
৫|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
ভরযুক্ত অপদার্থ বলেছেন: 
৬|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
great!
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
অণুষ বলেছেন: খুশি পাইলাম।