নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

আশরাফুলের আশার ফুল বোধহয় এবার ফুটবেই:|:|

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯



খুব ভালো লাগছে আশরাফুল শ্রীলংকাতে আবারো সফল হবার পথে।

সবাই জানি আশরাফুল শ্রীলংকাতে বরাবরই ভালো খেলে,এমনকি সবচেয়ে কম বয়সে অভিষেকে সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলো। আর ওর পাঁচটা সেঞ্চুরির চারটাই হচ্ছে শ্রীলংকার বিপক্ষে।

এখন পর্যন্ত ৮৩ বল খেলে ৫৮ রানে নট আউট সাথে আছে সাতটা চারের মার।



ওপেনিং এ নেমে আনামুল ও জহুরুল যখন তড়িঘড়ি ড্রেসিং রুমের পথ ধরলো ১ম ইনিংসটা নিয়ে একটু ভয় জেগে গিয়েছিল। কিন্তু আশরাফুল এসে সেই চাপটা মোটামুটি সামাল দিয়েছে মমিনুলকে সাথে নিয়ে।



আরেকটা সেঞ্চুরি চাই আশরাফুলের কাছ থেকে।



এমন একজন মেধাবী ক্রিকেটার যার প্রশংসা করতে কোন ক্রিকেট বোদ্ধাই কার্পন্য করে না তার প্রস্থান যেন সম্মানের সাথেই হয়।

এগিয়ে যাও আশরাফুল

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

িসয়াদ বস বলেছেন: আগায়া যাও বস।

২| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

মোহাম্মদ আনোয়ার বলেছেন: আশরাফুল এমন একজন ক্রিকেটার, যাকে প্রতিটি খেলায়ই রাখা উচিত।

৩| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

গারো হিল বলেছেন: ভালো খেলতেছে........।

৪| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

বিডি আমিনুর বলেছেন: এগিয়ে যাও আশরাফুল

৫| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

পথহারা সৈকত বলেছেন: Carry on Asraful

৬| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

নেয়ামূল হক বলেছেন: আফ্রাফুল রকস

৭| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

বটতলার টারজান বলেছেন: বেশি আশা করতে পারলাম না ! পরে যদি বিগ স্কোর মিস হইয়া যায় ? :(

৮| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মধুর বাণী বলেছেন: ‡ev‡W©i wm×všÍ Abyhvqx cÖ_g cuwPk R‡bi g‡a¨ †bB Avkivdyj| nvq‡i wbe©vPK gÛjxMY! K‡e †h †Zviv `‡ji Rb¨ mwVK wm×všÍ wb‡Z cviwe! †Zv‡`i K‡e my‡evaq n‡e! wewcGj G XvKvi c‡ÿ Ab¨Zg †miv e¨vwUs mv‡_ †mÂzwi| evsjv‡`wk †L‡jvqvo‡`i g‡a¨ wewcGj G m‡ev©”P †¯‹vivi Zvici I Ae‡nwjZ|

৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

কালীদাস বলেছেন: এই পুলাটার ক্যারিয়ার মাইনষের অতিরিক্ত এক্সপেক্টেশনের জন্যই নষ্ট হইছে। ওরে চাপহীনভাবে নিজের মত খেলতে দেয়া হোক; ইসপিশালি উটফল শুভরো ছাগলটারে ওর পিছন থিকা সরানো উচিত, ঐ হারামিটা সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করত X(

১০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯

দি সুফি বলেছেন: আশা করি আশরাফুলসহ সকল বাংলাদেশী ব্যাটস্‌ম্যানদের ব্যাটে রান ফুটুক !:#P

১১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২

মেকগাইভার বলেছেন: কালকে ঈদের চান উঠবে মনে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.