নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

আশরাফুলের সেঞ্চুরি B-):D:);)

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯







খুব ভালো লাগছে আশরাফুল আবার অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে শতকের দেখা পেল সাথে সাথে তার সম্মানের স্থানটিও পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।



আশরাফুলকে অভিনন্দন

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

ক্ষুধিত পাষাণ বলেছেন: এই সেঞ্চুরীটা করে অযোগ্য নির্বাচকদের মুখে ঝাটা মারলো আশরাফুল। ওয়েল ডান আশরাফুল।

২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: তার ৬ সেঞ্চুরীর ৫ টাই শ্রীলংকার বিরুদ্ধে।সাবাশ আশরাফুল।

৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দেখেছি। আশরাফুলকে অভিনন্দন।

৪| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

নীলতিমি বলেছেন:

৫| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: আমি সবসময়ই আশরাফুলের ভক্ত। খেলা দেখে মজা পাই যতক্ষন আশরাফুল ব্যাটে থাকে।
সাবাশ আশরাফুল সাবাশ!

৬| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

বিপদেআছি বলেছেন: আশরাফুলের ক্যারিয়ার অসাধারন হতো যদি তাকে ঠিক মত গাইড করা যেত, অসাধারন একটা প্রতিভা ,কিন্তু দুর্ভাগা এই আউলা দেশে কে কারে গাইড করে!

অভিনন্দন আশরাফুল ।

৭| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

দেশপ্রেমিক পোলা বলেছেন: আশরাফুল যে অনেক কষ্ট মনে পুষে রেখেছিলো, সেন্চুরীর পর বুনো ষাড়ের মত চিৎকার করতে শুনে সেটি বোঝা গেলো। অভিনন্দন।

৮| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

চাঁন মিঞা সরদার বলেছেন: আশরাফুলকে অভিনন্দন। :) :) :) :)

৯| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

মধুর বাণী বলেছেন: নির্বাচকদের মুখে জুতার বাড়ি। সাবাস আশরাফুল! সাবাস বাংলাদেশ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.