| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
জোঁড়া সেঞ্চুরি ![]()
![]()
![]()
![]()
হুররেরে ![]()
![]()
একই ইনিংসে পরপর দুটো সেঞ্চুরি,আলাদা দুজন ব্যাটসম্যানের কাছ থেকে। মমিনুলের হাফ সেঞ্চুরি,আশরাফুল ও মুশফিকের এখন পর্যন্ত অপরাজিত সেঞ্চুরি,এমনি একটা সময়ের অপেক্ষায় ছিলাম আমরা এতদিন। ঘোর অমানিষায়ও বাঙ্গালী জাতি হাল ছাড়েনি, অদম্য সাহস যুগিয়েছে এই পথ চলায়,হারের দিনেও ভুলে যায়নি ভালোবাসার অভিব্যক্তি জানাতে,অন্ধকারে দাঁড়িয়ে অঙ্গুলি ঈশারায় পথ দেখিয়েছে আলোর দিকে।
তাহলে বাংলাদেশ কি টেস্ট অঙ্গনে একটা পরিনত দল হয়ে দাঁড়িয়েছে ?
হয়তো তাই , সত্যিই অবিশ্বাস্য লাগছে।
এগিয়ে যাও বাংলাদেশের ক্রিকেট বীরেরা।
হাজারো বঞ্চনা আর হতাশার মাঝে তোমরা এই জাতিকে দেখিয়েছ আশার আলো ।
ছিনিয়ে নাও জয়,উড়িয়ে দাও বিজয় কেতন।
তোমরা পারবে তোমাদের পারতেই হবে।
১৬ কোটি মানুষ আমরা আছি তোমাদের সাথে, ৩২ কোটি চোখ তোমাদের দেখছে,৩২ কোটি হাত তোমাদের জন্য প্রার্থনায়।
"জয় হোক মুশফিকদের জয় হোক আশরাফুলদের"
২|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
আনমনা 007 বলেছেন: সুন্দর, আদ্ভুত, অসাধারন ইনিংস, ১৫০.এ্যশ....১০০মুশ নট আউট, এগিয়ে যাও বাংলাদেশ
৩|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯
বাংলার হাসান বলেছেন: আমরা আছি তোমাদের সাথে, ৩২ কোটি চোখ তোমাদের দেখছে,৩২ কোটি হাত তোমাদের জন্য প্রার্থনায়।
৪|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
আশিক মাসুম বলেছেন: "জয় হোক মুশফিকদের জয় হোক আশরাফুলদের"
৫|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
তিক্তভাষী বলেছেন: সমর্থন অবিরত!
৬|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: জয়ী হোক বাংলাদেশের ক্রিকেট!!!
জয় হোক সকল বাংলাদেশীর।
৭|
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
শত শুভকামনা।।।।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
কাজী মামুনহোসেন বলেছেন: জয় হোক বাংলাদেশ ক্রিকেটের....