| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
যে ক্রিকইনফো.কম cricinfo.com পেজটি খুললেই আগে মনে হত এখানে ভারতীয়রা রাজা আর পাকিস্তান,শ্রীলংকা হচ্ছে তাদের উজির নাজির,সাউথ আফ্রিকা,ইংল্যান্ড,আসিরা হচ্ছে তাদের মা বাপ ।
সেই ক্রিকইনফোই যেন আজ দখল করে নিয়েছে আশরাফুল আর মুশফিকরা।
ওদের হুশ ফিরেছে মনে হয়
পুরো পেজে আজ বাংলাদেশ ছাড়া কিছু চোখে পড়ছে না।
এক সময় ক্রিকিনফো বাংলাদেশের খবর মানে নেগেটিভ কিছু না লিখলে ওদের যেন পেটের ভাত হজম হত না,আবার কমেন্টস সেকশনে ভারতীয় বা পাকিস্তানী ক্রিকেটপ্রেমীরা যা ইচ্ছে তা লিখে অপমান অপদস্ত করত বাংলাদেশের ক্রিকেটকে পাল্টা উত্তরে বাংলাদেশের সমর্থকরা ভারত বা পাকিস্তানের ক্রিকেটকে আক্রমন করে কিছু লিখলে তা হয়ে যেত সরাসরি সেন্সর।
বাংলাদেশের বিপিএল'কে সর্বাত্মক চেষ্টা করেছে তারা ব্যর্থ করে দিতে, অন্যদিকে যেহেতু শ্রীলংকার এসএলপিএল এর টিভিসত্ব ক্রিকিনফো কিনে নিয়েছে তাই এসএলপিএল তুমুল ব্যর্থ হলেও সেটাকে সফল দেখানোর অনেক ব্যর্থ চেষ্টা করে গেছে দীর্ঘদীন।
অন্যদিকে তারা আইপিলকে প্রমোট করার চেষ্টা করে গেছে প্রতিনিয়ত শুধুমাত্র কর্পোরেট স্বার্থ রক্ষায়।
ভারত দলের কোন কড়া সমালোচনা বা পাকিদের পাকি লিখলে সেন্সর করে দেয় কিন্তু ওরা ঠিকই bangali,bangal,bangla,poor bangali,minnows এ ধরনের ভাষা ইন্ডিয়ান বা পাকিস্তানীদের ব্যবহার করতে দেয় অনায়াসে।
আজ সময় হয়েছে নতুন বিপ্লবের।
বিশ্বের সব মিডিয়ার অবজ্ঞার জবাব দেয়ার তবে কথায় নয় জবাব দিব কাজে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮
পত্রদূত বলেছেন: আপনিই বলেন ওরা কোন পক্ষ।
২|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
গেস্টাপো বলেছেন: বাই দা ওয়ে আমি ঝগরা ভালা পারি
রেন্ডিয়ান বা ফাকিস্তানি কারো সাথে লাগলে কইয়েন।সবডিরে সাইজ কইরা ফালামু
।আমার সোনার বাংলা আই লাভ ইউ
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯
পত্রদূত বলেছেন: ভালো
৩|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জয় বাংলা!
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯
পত্রদূত বলেছেন: ধন্যবাদ
৪|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১
টানিম বলেছেন: ধন্যবাদ । কাল সকালের অপেক্ষায় আছি ।
পড়ে আসবেন আশা করি, Click This Link
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮
পত্রদূত বলেছেন: ভোরের অপেক্ষায়
৫|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
ChayapuruSH বলেছেন: এগিয়ে যাও টাইগাররা ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮
পত্রদূত বলেছেন: ঠিক বলেছেন
৬|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১
পলাতক আসামী বলেছেন: তারপরেও কেন যে মানুষ মনে-প্রানে পাকিস্তান বা ভারত ক্রিকেট টীম কে সাপোর্ট করে বুজি না।।
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
পত্রদূত বলেছেন: আমিও বুঝি না
"ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো" প্রবাদটা তো শুধু শুধু আসে নাই রে ভাই।
৭|
১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
দি সুফি বলেছেন: বাংলাদেশের বিপিএল'কে সর্বাত্মক চেষ্টা করেছে তারা ব্যর্থ করে দিতে
এইটা কি নিজে বানাইছেন??
ক্রিকইনফোতে বিপিএলের লাইভ কমেন্ট্রি করছে! আলাদা পেইজ বানাইছে! ক্রিকইনফো ইএসপিএন এর মালিকানাধীন। ইএসপিএন-স্টার স্পোর্টস্ কিন্তু বিপিএলের খেলা লাইভ দেখাইছে!
মনগড়া কথা বইলা কোনো লাভ নাই। আজকে বাংলাদেশকে বেশি লিখছে, কারন আজকে বাংলাদেশ ভাল খেলছে। যখন খারাপ খেলে, তখন লেখাও থাকে কম!
৮|
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: পলাতক আসামী বলেছেন: তারপরেও কেন যে মানুষ মনে-প্রানে পাকিস্তান বা ভারত ক্রিকেট টীম কে সাপোর্ট করে বুজি না।। সহমত
৯|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
আমি তুমি আমরা বলেছেন: আজ সময় হয়েছে নতুন বিপ্লবের।
বিশ্বের সব মিডিয়ার অবজ্ঞার জবাব দেয়ার তবে কথায় নয় জবাব দিব কাজে।
+++
১০|
১১ ই মার্চ, ২০১৩ রাত ৩:২২
আশিক মাসুম বলেছেন: বিশ্বের সব মিডিয়ার অবজ্ঞার জবাব দেয়ার তবে কথায় নয় জবাব দিব কাজে।
সহমত।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
গেস্টাপো বলেছেন: ইয়ে এরা ক্রিকিনফোও কি স্বাধীনতার সপক্ষের শক্তি না বিপক্ষের শক্তি