| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
রাজনৈতিক কর্মসূচি হিসেবে হরতাল বন্ধের দাবিতে রাজধানীতে কাফনের কাপড় পরে সমাবেশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
‘দেশ বাঁচাও, পেট বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দলের প্রতি হরতাল না করার আহ্বান জানানো হয়। হরতালের বিকল্প কর্মসূচি দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। খবর বিডি্নিউজ২৪ডট কমের
Click This Link
দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ্,মাসের পর মাস, বছরের পর বছর যুগের পর যুগ অস্থিরতা,হানাহানি,হরতাল,অবরোধ,ধর্মঘট সহ নানা রাজনৈতিক স্টান্টবাজীর সবচেয়ে বড় শিকার এই দেশের আপামর সাধারন জনগন।
বিনা কারনে সাধারন জনগন এই নষ্ট রাজনীতির বলি হয়ে কখনো হয়তো একটি অংগ হারাচ্ছেন, নয়তো জীবন দিচ্ছেন, তা না হলে সম্পদ বিনষ্ট করা হচ্ছ্ নয়তো ব্যবসা লাটে উঠছে অথবা শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ।
তাহলে কাদের জন্য এই রাজনীতি ??
কার ভালোর জন্য এই রাজনীতি সাধারন জনগনের জন্য ??
সাধারন জনগন এই ভাংচুর,মারামারি আর অগ্নিসংযোগ এর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে নিস্তার পাওয়ার কোন সম্ভাবনা কোন সরকারের আমলেই নেই বলে মনে হয়।
©somewhere in net ltd.