নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

লাখ লাখ কর্মী জনসেবীরা এখন কোথায় ?????????/:)/:)/:)

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২









কোথায় আজ বিরোধীদলের লাখ লাখ কর্মীরা যারা জনগনের তথাকথিত অধিকার রক্ষায় বিনাস্বার্থে নিজ জীবন বাজী রেখে হরতাল সমাবেশ সফল করতে নামে ??



কোথায় সরকারীদলের লাখ লাখ কর্মীবাহিনী জনগনের চরম সেবায় হরতাল ঠেকাতে চাপাতি নিয়ে রাস্তায় নামে??



কোথায় আজ ভুঁইফোর হেফাজতে ইসলামের পাঁচ লাখ লোকের কর্মশক্তি ??



কোথায় সেই জনদরদি গনজাগরনের আঙ্গুল ফুলে কলা গাছ নেতাকর্মীরা ???



সাভারে শত শত মা বোনের আর্ত চীৎকারে বাতাস প্রকম্পিত, পানি পানি বলে হাহাকার, বাঁচার আকুতি আপনারা কি শুনতে পান ???



আহত অনেক মা বোনকে বাঁচাতে অনেক রক্ত দরকার



"প্রয়োজনে জাতির সেবায় আরো রক্ত দিব" এই কথা আপনাদের মুখে শুনতে শুনতে কান পেঁকে গেছে , এইবার সেই সময় এসেছ, প্লিজ রক্ত দিন, অনেক অনেক রক্ত দিন "আপনাদের সকল নেতাকর্মীদের পাঠান রক্ত দিতে"



দেখি কয় লাখ ব্যাগ রক্ত জমা হয় আজ সাভারে।




সেইসব গরীব দুঃখী খেটে খাওয়া মানুষগুলোকে বাঁচাতে আওয়ামিলীগ,বিএনপি,জামাত,হেফাজত,জাপা,বাপা সবাই মিলে কত লাখ ব্যাগ রক্ত স্বেচ্ছায় দিবে আজ ??





নাকি আপনারা ব্যস্ত পরবর্তী কর্মসূচী বানাতে ব্যস্ত ??





চরম ঘৃনা জানাই নষ্ট রাজনীতিকে ধিক ধিক ধিক

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
যেমন আপনি, পোস্ট দিয়ে চিল্লাইতেছেন।
পারলে আসেন যাই। রক্ত দিই।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

পত্রদূত বলেছেন: ভাই যার যা আছে সেটা দিয়েই সাহায্য করতে হবে বলে মনে করি

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

নেক্সাস বলেছেন: চরম ঘৃনা জানাই নষ্ট রাজনীতিকে ধিক ধিক ধিক

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

পত্রদূত বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

প‌্যাপিলন বলেছেন: কীবোর্ডে বজ্রগর্জন বাদ দিয়ে রক্ত দেয়ার ইচ্ছে হলে এনাম মেডিক্যালে চলে আসুন X(

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

পত্রদূত বলেছেন: ভাই অনেকে তো কীবোর্ডেও গর্জাইতেছে না, কমপক্ষে এতটুকুও পারলে করি, তাই না??

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

পথহারা সৈকত বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
যেমন আপনি, পোস্ট দিয়ে চিল্লাইতেছেন।
পারলে আসেন যাই। রক্ত দিই

আপনার শাহাবাগের লক্ষ-লক্ষ স্বাধীনতার পক্ষের শক্তিরা কই ? নাকি এখন তারা বাংলা পরীক্ষা দিচ্ছে ? আবাল কোথাকার............. :D :D :D

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

পত্রদূত বলেছেন: ভাই অনেকে তো কীবোর্ডেও গর্জাইতেছে না, কমপক্ষে এতটুকুও পারলে করি, কিন্তু তারা তো দেখি রাজনৈতিক দালালি পোস্ট নিয়া ব্যস্ত হইয়া পড়ছে।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬

খাটাস বলেছেন: ভাই আপনার গন বাঁশ পোষ্টে প্লাস। আমার ওজন রক্ত দানের জন্য উপযুক্ত নয়। তাই ইচ্ছা থাকলে অ উপায় নাই। আপনার বাঁশ মনে হয় কিছু কট্টর আর চুচিলের পছন্দ হল না।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫

পত্রদূত বলেছেন: ধন্যবাদ

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মানবতা আজ সত্যিই বিপর্যস্ত। সবার মিলিত প্রচেষ্টায় সম্ভব এ দূর্দশাকে মোকাবেলা করার। আপনিও পারলে সাহায্যের হাত বাড়ান। পোস্টের বক্তব্যের সাথে সহমত। কোথায় এখন তারা???

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫

পত্রদূত বলেছেন: ভাই অনেকে তো কীবোর্ডেও গর্জাইতেছে না, কমপক্ষে এতটুকুও পারলে করি, তাই না??

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: নষ্ট রাজনীতি পশুদের ক্ষমতার লোভ কে ধিক ধিক ধিক

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

এস বাসার বলেছেন: কিছুই হবে না। কোন রকম সাজা হবে না মালিক পক্ষের । ১০০% নিশ্চিত।
আর প্রশাসন কখনো চুড়ি পড়ে বসে থাকে না। তারা থাকে টাকার ধান্দায়। সুতরাং ধান্দাবাজীর খেলায় শত বা হাজার বা লাখো মানুষের প্রাণ কোন বিষয় নয়!!!

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫

পত্রদূত বলেছেন: ঠিক

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

princejohn বলেছেন: পথহারা সৈকত বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
যেমন আপনি, পোস্ট দিয়ে চিল্লাইতেছেন।
পারলে আসেন যাই। রক্ত দিই

আপনার শাহাবাগের লক্ষ-লক্ষ স্বাধীনতার পক্ষের শক্তিরা কই ? নাকি এখন তারা বাংলা পরীক্ষা দিচ্ছে ? আবাল কোথাকার............. :D :D :D


১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

জননেতা বলেছেন: কীবোর্ডে বজ্রগর্জন বাদ দিয়ে রক্ত দেয়ার ইচ্ছে হলে এনাম মেডিক্যালে চলে আসুন

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

পত্রদূত বলেছেন: ভাই অনেকে তো কীবোর্ডেও গর্জাইতেছে না, কমপক্ষে এতটুকুও পারলে করি, তাই না??

১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

তারেক বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় ,প‌্যাপিলন ভাইয়ের সাথে এক মত । পত্রদূত ভাই খানিকটা চুপসাইয়া গেলেন মনে হয়?

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

পত্রদূত বলেছেন: চুপসানের কিছু নেই ভাই , রক্ত যদি দিতে নাও পারি সহানুভুতি তো দিয়ে যাবো কিন্তু দেশের কিছু মানুষের বিপর্যয়ের সময় উপহাস বা কৌতুকে মেতে উঠা চরম অমানবিক বলে মনে করি। আমার পোস্টে অনেকে মনক্ষুন্ন হবে বলে মনে করি কিন্তু সত্য কথা সব সময়ই একটু তেঁতো হয়।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

শান্ত কুটির বলেছেন: কিছু চুশিলের মনে হয় আপনার পোস্ট পছন্দ হয় নাই ।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

শান্ত কুটির বলেছেন: তবে আপনি আমার মনের কথা বলছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.