| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
এই সফল কর্মযজ্ঞের জন্য সবাইকে অনেক অনেক শুভচ্ছা
ধন্যবাদ সরকার
ধন্যবাদ উদ্ধারকারী বাহিনী
ধন্যবাদ বিজিএমিএ
ধন্যবাদ সবাইকে
সবাই খুব সফলভাবে লাশ উদ্ধার করে থরে থরে সাজিয়ে গুছিয়ে রেখেছেন।
এখন চলছে লাশ বিতরনের পালা।
গার্মেন্টস মালিককে শুভেচ্ছা
দালান মালিককে অভিনন্দন
গর্বে আমার বুক ফুলে উঠে এই কথা ভেবে শত শত লাশ উদ্ধার করে সেগুলো থরে থরে সাজিয়ে রেখে আত্মীয় স্বজনের কাছে বিতরনের ব্যবস্থা করার কাজে আমরা চ্যাম্পিয়ন।
শুধু পারি না জীবিত মানুষকে জীবনের নিরাপত্তা দিতে![]()
২|
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
বংশী নদীর পাড়ে বলেছেন: এটাই তো আমাদের দেশের আসল চিত্র...
৩|
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
দ্রুতগামী উল্কা বলেছেন:
৪|
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
এরিস বলেছেন: লাশ হস্তান্তরের সাফল্য নিয়ে রিপোর্ট হবে। '' দেশে বিদেশে লাশ হস্তান্তর নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। জাতিসংঘের সন্তুষ্টি প্রকাশ'' আর পেছনের ঘটনা থেকে যাবে নজরের বাইরে। আমরা কতদিন কাঁদবো? আজ অথবা কাল। পরশুদিনই এই ঘটনা ভুলিয়ে দিতে হাজির হবে নতুন কোন সাগর রুনি, তাজারিন অথবা রানার প্লাজা। শুধু আজকের দিন এঁর কালকের দিনটা কষ্ট করে কাঁদেন। শোক প্রকাশ করা হয়েছে। সব ঠিক হয়ে যাবে।
৫|
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এম হুসাইন বলেছেন: হায়রে মন্যুষত্ব... কি বলবো এদের ভাষা নেই... এই প্রাণ গুলো কি এতই সস্থা ছিল??????????
৬|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭
মেমননীয় বলেছেন: সবই হবে, কিন্তু রক্তচোষা মালিকদের বিচার হবে না !
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: