নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

খোদার কসম এই নরপশুর বিচার না হওয়া পর্যন্ত কলম থামবে নাX(X(

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮





অনেক সহ্য করেছি আর নয়। শিক্ষা দীক্ষা আর জ্ঞান গরিমায় উজ্জ্বল হলেই উজ্জ্বল মানব হওয়া যায় না।

সত্যিকারেরমানুষ হতে চাই মানবীয় বিবেক। সেই বিবেকের দংশনে নীল হয়ে গেছে মন। অনেক দেখেছি অনেক শুনেছি অনেক বুঝেছি চুপ ছিলো মুখ, বন্ধ ছিল বিবেক,কিন্তু আজ আর নিশ্চুপ বসে থাকায় মন যেন মানছে না।

দিনের পর দিন শত হাজার গরীব দুঃখী খেটে খাওয়া মানুষগুলোর সাথে অন্যায় করে যাবে একটি রক্তচোষা মহল ,বিনা দ্বিধায় কেড়ে নিবে শত শত প্রান এ জলুম আর চলতে দেওয়া যায় না,আর নয় মুখ বুঁজে থাকা।

লোকদেখানো গ্রেপ্তার আর কিছুদিন পর জামিনে বের হয়ে আরো কিছু দিবস পর পূর্নমুক্তি বার্তা এ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে,বিচার না হতে হতে এই পশুগুলো আজ পরিনত হয়েছে নরঘাতক দানবে।

ব্লগার ভাইয়েরা,এখনি সময় এই ঘটনা থেকেই শুরু হোক রুখে দেয়ার যাত্রা ।

কলম চলবে চলতেই থাকবে বিরামহীন

যতদিন এই নরপশুদের সুষ্ঠ বিচার না হবে

যতদিন হত্যার বিচার না হবে

যতদিন রক্তের বিচার না হবে

যতদিনব রানাদের বিচার না হবে

কলম চলবে

লিখা চলবে বিরামহীন.....................

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

tijamee বলেছেন: আমি আপনার সাথে হাত মিলিয়ে বলছি কলম থামবে না এ কলম চলতে থাকবে...

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১

পত্রদূত বলেছেন: ধন্যবাদ, লিখা চলুক লিখা চলবে

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

tijamee বলেছেন: এনটিভিতে দেখলা.
সাভারে রানার আরো একটি ভবনে ফাটল দেখা দিয়েছ..।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

সোহাগ সকাল বলেছেন: হারামীটাকে কেন এখনো ধরা হচ্ছেনা বুঝিনা।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১

পত্রদূত বলেছেন: স্বভাবতই ওরা ধরা ছোয়ার বাইরে

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

লাবনী আক্তার বলেছেন: এখনি সময় এই ঘটনা থেকেই শুরু হোক রুখে দেয়ার যাত্রা ।

সহমত!

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

পত্রদূত বলেছেন: ধন্যবাদ, লিখা চলুক লিখা চলবে

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

মৃদুল মিয়া বলেছেন: সহমত। আপনার সাথে একাত্ম ঘোষণা করছি। আসুন সবাই একজোট হই। আর যেন অসহায় মানুষদের জীবন নিয়ে হারামিগুলো ছিনিমিনি খেলতে না পারে।

সেই সাথে পাশে দাড়াই আহতদের। যার যতটুকু সামর্থ, সবাই একটু একটু করে সাহায্য করলে হয়ত বেচে যাবে এক অসহায় ভাই বা বোনের জীবন।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

পত্রদূত বলেছেন: ধন্যবাদ, লিখা চলুক লিখা চলবে

৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

রেজোওয়ানা বলেছেন: লিখা চলবে বিরামহীন.....................

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

পত্রদূত বলেছেন: ধন্যবাদ

৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: কলম থামবে না

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

পত্রদূত বলেছেন: ধন্যবাদ

৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: কলম চলবে চলতেই থাকবে বিরামহীন যতদিন এই নরপশুদের সুষ্ঠ বিচার না হবে যতদিন হত্যার বিচার না হবে যতদিন রক্তের বিচার না হবে যতদিনব রানাদের বিচার না হবে কলম চলবে লিখা চলবে বিরামহীন.........
এগিয়ে যান ভাই! এবার কিছু একটা করতেই হবে! :| :| :| :|

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

পত্রদূত বলেছেন: ধন্যবাদ

৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বাংলার হাসান বলেছেন: বাংলাদেশে নব্য নীলকর গ্রার্মেন্টস মালিক, ও সরকার বসে বসে কি আঙ্গুল চোষে? গতকাল সন্ধ্যার পর থেকে আলোর সল্পতার জন্য উদ্ধার কাজ বারবার ব্যহৃত হচ্ছে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করার পরেও কেন সরকারের টনক নড়ছে না। যেই সরকারের অর্থ মন্ত্রী মনে করে চার হাজার কোটি টাকা কোন টাকা নয়, সেই সরকার এই সামান্য আলোর ব্যবস্থা করতে পারছে না কেন? জনগন এখনো কেন এই সকল জানোয়ারকে নিজেদের প্রতিনিদি মনে করে? রানা প্লাজার মালিক না হয় বুঝলাম সন্ত্রাসী কিন্তু জনপ্রতিনিদি এমপি মুরাদ জং এই নরপশুকে শেলটার দিয়ে যে অপরাধ করেছে তার বিচার কি হবে?

১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

জাতির চাচা বলেছেন: ওনার কিছুই করতে পারবেননা।উনি শাহবাগী চেতনায় চেতিত।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দেখেছি অনেক শুনেছি অনেক বুঝেছি চুপ ছিলো মুখ, বন্ধ ছিল বিবেক,কিন্তু আজ আর নিশ্চুপ বসে থাকায় মন যেন মানছে না।
দিনের পর দিন শত হাজার গরীব দুঃখী খেটে খাওয়া মানুষগুলোর সাথে অন্যায় করে যাবে একটি রক্তচোষা মহল ,বিনা দ্বিধায় কেড়ে নিবে শত শত প্রান এ জলুম আর চলতে দেওয়া যায় না,আর নয় মুখ বুঁজে থাকা।

সহমত....

চলুক।

পংকিলতা সাফের আগে এ জোয়ার যেন না থামে..................

১২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: সহমত। লেখা চলবে বিরামহীন ভাবে.....

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫

নাইট রিডার বলেছেন: আর কত জীবন দেব বাংলালিংক দামে………এবার অন্তত একটা দামী জীবন চাই

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮

নাইট রিডার বলেছেন: এই হত্যাকান্ডের বিচারের দাবী অগণিত গার্মেন্টস শ্রমিকের কাছে আমার ঋন পরিশোধের, যারা কিনা দেশকে স্বাবলম্বী করছে।

লেখা চলবেই।

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৫

মৃন্ময় বলেছেন: রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাধের যে কর্মসূচি তার সাথে সাভারে আজ ঘটে যাওয়া দূর্ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিদের সরাসরি বিচারের দাবী তুলতে হবে।আমি আমার ফেবু ফ্রেন্ড ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ করছি,
এর আগে আমরা আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে হত্যাকান্ড দেখেছি,দেখেছি বহদ্দারহাটের ফ্লাইওভার ধ্বস......কিন্তূ আমি ও আমরা আমার ও আমাদের মত কিছু খেটে খাওয়া মানুষের মৃত্যু দেখেছি কোন বিচার দেখেনি....।
পুজিপতিদের মানুষ ও মানবিকতার প্রতি এমন অবিচার আর সহ্য করা যায়না।
আপনি যদি আবাল হোন তবেই মখার কথায় সন্তূষ্ট হবেন।আর যারা আজ ফেবু ও ব্লগে চুতিয়া স্ট্যাটাস দিচ্ছেন এই সাভার নিয়া রাজনীতি করার চেষ্টা করছেন খেয়াল করে দেখুন আপনার মা বোন কিবা ভাই থাকলে আপনি কি করতেন......?

রক্ত দান কর্মসুচির মত সবাই এক হয়ে বিচারের দাবীতে সোচ্ছার হোন ও জনমত গডে তুলুন.....।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

এম ইয়াকুব বলেছেন: কলম থামবে না চলবে.....

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

মৃন্ময় বলেছেন: কলম চালাতে হবে,থেমে গেলে চলবেনা.....।

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭

কুল_কুয়াইট বলেছেন: এই নরঘাতকের বিচার চাই।

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪০

তামিম ইবনে আমান বলেছেন: নিজেকে বাংলাদেশি পরিচয় দিতে লজ্জা পাবো, যদি বিচার না হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.