নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

ডঃ মুহাম্মদ ইউনুস বনাম সোহেল রানা/:)/:)/:)/:)/:)

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩





প্রথমজন লাখ লাখ দুস্থ নারীকে স্বাবলম্বী করে তুলে সারাবিশ্বে সর্বমহলে সম্মানিত

কিন্তু আজ প্রায় দেশ ছাড়া

ঘুষখোর সুদ খোর থেকে শুরু সব প্রকারের গালি খেয়ে নিজ দেশেই লাঞ্চিত ও অপমানিত।



আরেকজন শত শত দুস্থ নারীর প্রান হারানোর ও হাজারো আহত মানুষের দায়ে অভিযুক্ত ।

উনি এখনো বহাল তবিয়তে আছেন।

ভবিষ্যতে চীফ হুইপ হতে দেখলেও অবাক হব না।



কি বিচিত্র এই দেশ !!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

ইব্রাহিম মন্ডল বলেছেন: বিচিত্রের দেখলেন কোথায়? বলেন এটাই নিয়ম। আজ স্বরাষ্ট্রমন্ত্রী মখা রাজাকার কী বলেছেন দেখেছেন?

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১

পত্রদূত বলেছেন: আসলে ভাষার ব্যবহারও বুঝে উঠতে পারছি না

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

ভিন্ন দৃষ্টি বলেছেন:
ডঃ মুহাম্মদ ইউনুস বনাম সোহেল রানা। দুজনেই যার যার অবস্থানে সেরা স্কোরার। সেই হিসেবে রানাকে নোবেল পুরষ্কার দেয়া উচিৎ।


৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

সজীব৬১৪ বলেছেন: এই কথাটাই প্রযোজ্যঃ "ওয়ান্স এ কুত্তারবাচ্চা, অলওয়েজ এ কুত্তারবাচ্চা" (Copy from a Big brother.)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.