নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

আসুন সবাই দোয়া করি

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১





হে আল্লাহ তুমি জম্ম মৃত্যুর মালিক,



তুমি যেমন জীবন দিয়েছ তেমনি তা আবার তোমার কাছেই সমর্পিত হয়




সাভারে মর্মান্তিক দুর্ঘটনায় যেসব ভাই-মা-বোন ইন্তেকাল করেছেন তুমি তাদের জান্নাত বাসী কর,



যেসকল স্বজনেরা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছে তাদের তুমি কষ্ট কাটিয়ে উঠার শক্তি দাও এবং সেইসব অভাগা পরিবারের রুটি রুজি ভাগ্যের দরজা তুমি খুলে দাও।



যারা আহত আছেন তাদের তাড়াতাড়ি সুস্থ করে দাও ও তাদের ভবিষ্যতকে সুন্দর কর।



যেসব লোভী মানুষের কারনে আজ হাজার হাজার দরিদ্র মানুষের ওপর এই দুর্যোগ নেমে এসেছে তাদের তুমি কঠোর শাস্তি নিশ্চিত কর।



আমাদের দেশ ও জাতিকে ভবিষ্যতে এইপ্রকার কলংক থেকে মুক্তি দাও ।



আমীন

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২

পথহারা সৈকত বলেছেন: আমীন

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

আমিভূত বলেছেন: আমিন ।

৩| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:৪৪

ইয়ার শরীফ বলেছেন: হে আল্লাহ তুমি জম্ম মৃত্যুর মালিক,

তুমি যেমন জীবন দিয়েছ তেমনি তা আবার তোমার কাছেই সমর্পিত হয়

আমিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.