| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
ছবিটা দেখুন
১নং ছবিতে রানা'র হাত সামনের দিকে বাধা কিন্তু আবার
২নং ছবিতে পিছনের দিকে হাত বাধা
প্রশ্ন ঃ আসলেই কি ওর হাত বাধা ছিলো ??
নাকি শুধু ছবিতে পোজ দিতে গিয়ে অসাবধানতাবশত হাত সামনে পেছনে হয়ে গেছে?![]()
শত শত নিরাপরাধ মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দেয়ার অভিযোগে যাকে গ্রেফতার করা হল তার যাত্রা শুরু হেলিকপ্টার ভ্রমন দিয়ে। মনে পড়ে প্রয়াত অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া সহ বহু গুনী ব্যক্তিরও মৃত্যূকালে হেলিকপ্টারে হাসপাতালে যাবার সুযোগ হয়নি , সেখানে একজন কুখ্যাত অপরাধী কয়েদখানায় যেতে ![]()
![]()
![]()
![]()
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
পত্রদূত বলেছেন: এত লাশ দেখলে যেকোন সুস্থ মানুষই মাতাল বা পাগল হতে পারে।
২|
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০
ভুং ভাং বলেছেন: কিভাবে ধরলো ?কোথা থেকে ধরলো ? তারচে বড় বিষয় তার কি শাস্তি হয়
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
পত্রদূত বলেছেন: ঠিক
৩|
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
অরিয়ন বলেছেন: আওয়ামী খুনিরা জামাই আদর পাবে এটাই স্বাভাবিক।
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
পত্রদূত বলেছেন: ভাই সব কিছুতে দলাদলি না করলে হয় না ?
৪|
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
বাংলার হাসান বলেছেন: কি আর কমু?
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
পত্রদূত বলেছেন: কিছু না কইলেও চলবে
৫|
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
RAB সদস্যরা হেলিকপ্টার নিয়ে রানাকে খুজতে যায় খুলনা, শাতক্ষিরা, যশোর।
পরে বেনাপোলে ধরা হয়।
যেহেতু হেলিকপ্টার ঢাকায় ফিরিবেই তাই তাকে হেলিকপ্টারেই আনা হইছে।
এছাড়া বাইরোডে আনলে ১২-১৪ ঘন্টা লাগতো, এছাড়া হঠাৎ হরতাল রাস্তা ব্লক ইত্যাদির ঝুকি ছিল।
এছাড়া রাস্তায় ছাগুরা তারে ধইরা গুম করতে পারলে তো কেল্লাফতে। পুরা অপবাদ সরকারের মাথায় নিয়া কানতে হইত!
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪
পত্রদূত বলেছেন: র্যাবের কোন দোষ নাই ,কিন্তু রানা চোরের ভাগ্য নিয়া দুঃশ্চিন্তায় আছি ওর দেখি হেলিকপ্টারের কপাল।
৬|
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
জানপরী বলেছেন: রানাকে নিয়ে সাভারে শ্রমিকের মাঝে ছেড়ে দেওয়া হোক। বিচারকরা তো অনেক বিচার করলেন এবার শ্রমিকরা না হয় একজনের বিচার করুক।
৭|
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯
জাতির চাচা বলেছেন: রানার শেষ পর্যন্ত কিচ্ছু হবেনা।এটা নিশ্চত থাকেন।সামনে নির্বাচন নয়া থাকলে গ্রেফতারও হতোনা।কিছুদিন জেলে থেকে বড় নেতা হয়ে ফিরে আসবেন বাংলার নায়ক জননেতা সোহেল রানা।
৮|
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫
আরজু পনি বলেছেন:
সময় টিভিতে লাইভ দেখানো হয়েছে। প্রথমে রানার সাথের জনের হাত সামনে হ্যান্ডকাফ পরা অবস্থায় দেখে আমি নিজেই অবাক হয়ে ভাবছিলাম রানাকে কেন পরানো হয়নি। রানার হাত বরাবরই পেছনে ছিল। প্রথম ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা সামনের লোকটার হাত। আর র্যাব হেডকোয়ার্টারে নেয়ার পর ক্যামেরা ক্লোজ করে রানার হাতের হ্যান্ডকাফ দেখানো হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হেলিকপ্টার নিয়ে এতো মাতল কেন পাবলিক! দ্রুততার জন্যে এটা করা হয়েছে এবং শুনলাম এতে করেই খবর পাওয়া মাত্র যাত্রা করে র্যাব।