নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

সাভার ট্র্যাজেডিঃ- বিশ্ব মিডিয়ায় আলোচিত কিছু ছবি, ছিঃ ছিঃ করছে সারা দুনিয়া ।

০২ রা মে, ২০১৩ বিকাল ৩:১৮









বিজিএমইএ নেতা বলেন " এটা নিয়ে এত বাড়াবাড়ি রকমের প্রচার প্রচারনার কি আছে "



কিন্তু বিশ্বমিডিয়া কি উনাদের কথা শুনবে ??



সময় থাকতে পিউর হলে জাতিকে আজ এই লজ্জায় পড়তে হত না



সমগ্র বাংলাদেশের ভাবমূর্তি আজ যেন চাপা পড়েছে রানা প্লাজার ধংসস্তুপে ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:২২

শফিক১৯৪৮ বলেছেন: বিজিএমই নেতাদের বিশেষ স্হান দিয়া রানা প্লাজার ভাঙ্গা পিলারের অংশ বিশেষ গমন করাইতে পারিলে যার পর নাই আনন্দিত হতুম।

০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৩১

পত্রদূত বলেছেন: আল্লাহ আমাদের সাহায্য করুন

২| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:২৬

খাটাস বলেছেন: ভাই মানবতা থাকলে বেবসা হয় না- বি জি এম ই এ নেতারা খুব সম্ভব এই নিতি ফলো করেন। আর ছবি সম্পর্কে কিছু বলার নাই। সর্বদা অন্যায়ের বিপক্ষে চাই। ভাল থাকবেন

০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৩১

পত্রদূত বলেছেন: ভাই আপনিও ভালো থাকবেন

৩| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৩৩

চাঁন ভাই বলেছেন: বিজিএমই নেতারা শুধু শুধু এই নিয়া চিন্তা করবো কেন। তারাতো সামনে জাতীয় নির্বাচন আসতেছে সেটা নিয়াই ব্যাস্ত। কোন দলকে কত টাকা দিব। ভবিষ্যতে কি সুবিধা পাবে। কত কত টাকা হইলে যে তাদের পেট ভরবো। কত আর কত্.....?

০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৩৫

পত্রদূত বলেছেন: আল্লাহ আমাদের সাহায্য করুন

৪| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৫২

মাইন রানা বলেছেন: মধ্যযুগে ইউরোপের দাস ব্যবসায়ীদের মতো বর্তমানের গার্মেন্টস ব্যবসায়ীরা।

শ্রমিকের শ্রমে অর্জিত টাকার উপর বিলাসী জীবন কাটায় আবার সেই শ্রমিকদের মৃত্যুর মুখে ফেলে দেয়। শ্রমিকের জীবন তাঁদের কাছে কিছু না

০২ রা মে, ২০১৩ বিকাল ৪:০০

পত্রদূত বলেছেন: মধ্যযুগের ধ্যান ধারনা থেকে আমাদের ফিরতে হবে

৫| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:৫৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: মাইন রানা বলেছেন: মধ্যযুগে ইউরোপের দাস ব্যবসায়ীদের মতো বর্তমানের গার্মেন্টস ব্যবসায়ীরা।

শ্রমিকের শ্রমে অর্জিত টাকার উপর বিলাসী জীবন কাটায় আবার সেই শ্রমিকদের মৃত্যুর মুখে ফেলে দেয়। শ্রমিকের জীবন তাঁদের কাছে কিছু না


ঠিক

০২ রা মে, ২০১৩ বিকাল ৪:০০

পত্রদূত বলেছেন: মধ্যযুগের ধ্যান ধারনা থেকে আমাদের ফিরতে হবে

৬| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বিজিএমইএ নেতা বলেন " এটা নিয়ে এত বাড়াবাড়ি রকমের প্রচার প্রচারনার কি আছে "

কিন্তু বিশ্বমিডিয়া কি উনাদের কথা শুনবে ??

সময় থাকতে পিউর হলে জাতিকে আজ এই লজ্জায় পড়তে হত না
++++++

০২ রা মে, ২০১৩ বিকাল ৪:১৮

পত্রদূত বলেছেন: ধন্যবাদ

৭| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৪৭

১১স্টার বলেছেন: আমার তো মনে হয় জাতি লজ্জিত হলেও কর্পোরেট ব্যবসায়ীরা বিন্দুমাত্র লজ্জিত না।

০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৪৯

পত্রদূত বলেছেন: আমরা আশা করব, ওনারা যাতে লজ্জিত বোধ করেন।

৮| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখানে মৃত্যু নিয়ে চলে বানিজ্য
এখানে লাশেরাও বিনিময়ের মাধ্যম
অনুদান, কমপেনসেশন
দেশী বিদেশী

অনুদানের বিনিময়ে কত পার্সেন্ট
ট্যাক্স রেয়াত, কতটুকু মিডিয়া কাভারেজ

আহ!!

সেই দিনআনা মজুর
যে দিনরাত খানাপিনা ছেড়ে
কোন প্রচার, হিসাবের ধার না ধেরে
শুধূ ব্যকুল আকুলতা
প্রাণান্ত খেটে গেছে
তারা এখন আউট অব সাইট!

তাদের কাছ থেকে শিখবে কেন?

তারা এইসব করে বলেইতো তারা
দিনআনা দিন খাওয়া মানুষ!
আর হিসেবে পাকা বলেইনা
বিজিএমইএ- তার সদস্য, তার নেতা হওয়া যায়!

সেই হিসেবে আমরা আম জনতা
বুঝবো কেমনে????????

৯| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২২

এম এম হোসাইন বলেছেন: hotovaga bangali!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.