নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

যেদিনই দুঃস্থদের সেবা করেছি তার ফল পেয়েছি। যার ফলে এতো বড় স্থাপনার হাসপাতাল হয়েছে - ডাঃ এনাম

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯





এই ট্রাজেডির পুনরাবৃত্তি রোধে তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা নয়। প্রতিরোধের দিকে যেতে হবে। দুর্ঘটনা বন্ধের উদ্যোগ নিতে হবে। ভাড়া বাড়িতে শিল্প হতে পারে না। যে নকশায় তা করা হয় তা শিল্পের ভার বহন করতে পারে না। তাই ধীরে ধীরে ভাড়া বাড়ি থেকে এসব সরিয়ে নিতে হবে। ৫/১০ বছর পর যাতে আর কোনো ভাড়া বাড়িতে শিল্প না থাকে।



ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের রক্ষা করতে হবে। তাদের স্বার্থ রক্ষা করতে হবে। আমাদের শিল্পের বয়স অনেক দিন হয়েছে। ৩৩ বছরের ইতিহাস। এখন আন্তর্জাতিক মানের শিল্প গড়ে তুলতে হবে। তা হলেই আগামী ১০০ বছরে শিল্পে কোনো দুর্যোগ আসবে না। এমনকি ভূমিকল্পেও কোনো ক্ষতি হবে না। চাপা পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না। শ্রমিকও মরবে না।



ডাঃ এনামুর রহমান

চেয়ারম্যান

এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল



পূর্নাঙ্গ সাক্ষাৎকার

Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: সার্থক সেবা প্রতিষ্ঠান
হোক জীবন বাঁচানো মানুষের তরে
শুভ কামনা থাকল
জীবনের প্রান সঞ্চারে

২| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বর্ণান্ধ বলেছেন: স্যালুট তাকে।

৩| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

রমনা টেক বলেছেন: ওনার জন্য অশেষ শ্রদ্ধা।

৪| ০২ রা মে, ২০১৩ রাত ৮:০২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: salute to sir

৫| ০২ রা মে, ২০১৩ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: উনাকে জাতীয় ভাবে সম্মানীত করা হোক।

আর কথিত কসাই হাসপাতাল গুলো শিক্ষা নিক- মানবতার সেবা কিভাবে করতে হয়!

এ লট স্যলুট টু হিম।

আল্লাহ উনাকে হায়াত দারাজ করুন। আরও বেশী খেদমত করার সুযোগ, তৌফিক দিন। তার আহলে পরিবারকে সকল বালা থেকে হেফাজত করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.