নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

প্রান লিচি ড্রিংকের উচিত মিরাক্কেল থেকে স্পন্সরশিপ বাতিল করা

১৮ ই মে, ২০১৩ দুপুর ২:১৯





সুপার ডুপার টাক:D:D মাথার অধিকারী পাবনার জামিল নামের ছোঁকড়া কলিকাত্তার দাদাদের আহলাদে গদগদ হয়ে "মিরাক্কেল আক্কেল চ্যাটলেঞ্জার" নামক তৃতীয় শ্রেনীর একটি অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেটের জাত তো মেরেছেই সাথে সাথে আমাদের দেশটাকেও লো ব্র্যান্ডিং করে ছেড়েছে ওই আহাম্মক।



একেবারে খেলোয়াড়দের নাম ধরে ধরে উজ্জত ডুবিয়েছে ওই কুলাঙ্গার পাবনা জামিলX(X(X((X(



ওই অনুষ্ঠানের স্পন্সর "প্রান" বাংলাদেশ দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। আমাদের দেশের টাকায় আমাদের দেশের আহাম্মক কিসিমের একটা পারফর্মারকে দিয়ে আমাদের তারকা খেলোয়াড়দের অপমান করানো কোনভাবেই মেনে নেয়া যায় না।



তাই প্রান লিচি ড্রিংক এর এর স্পন্সরশিপ ওই বেহুদা অনুষ্ঠান থেকে অতিসত্ত্বর বাতিল করার জোর দাবী করছি।



ব্লগার ভাইদের কাছে অনুরোধ আসুন সবাই শেয়ার করে "প্রান" এর কাছে আমাদের এই দাবীটি পৌঁছে দেই,কমপক্ষে কলকাতার ৩২ দাতঁ বের করে হাসা সেই দাদাদের কাছে একটি ম্যাসেজ যাকে আমরা এর প্রতিবাদ করছি।





ওই জামিল আহাম্মকের কান্ড দেখেন ( ভিডিও লিঙ্ক)



Click This Link



মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৩৬

রাজীব দে সরকার বলেছেন: জামিল সাহেব যা করেছেন তা আসলেই খারাপ
আমাদের দৈন্যতা নিয়ে বহির্বিশ্বে কৌতুক করা ঠিক হয় নাই
এতে দেশেরই অপমান হয়

এবার লেখক আপনাকে বলি,
প্রাণ কোম্পানি বাংলাদেশের গন্ডি অতক্রম করে অন্য দেশে স্পন্সর দিয়েছে এটা আমাদের জয় অনেক গর্বের, এটা বাতিল করা হবে বোকামি
আর মীরাক্কেল (যা আপনার ভাষায় তৃতীয় শ্রেণীর) আমি নিয়মিত দেখি, এরকম মানসম্মত একটি অনুষ্ঠান অনেক দেশেই হয় না
আমার অন্ততঃ অনেক ভালো লাগে

১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৮

পত্রদূত বলেছেন: রাজীব দে সরকার , কলকাতা আমাদের দেশে নয় উহা বিদেশ। প্রান আগে নানা সৃজনশীল কর্মকান্ডে নিজেদের দেশের টাকা নিজের দেশে ঢেলে তারপর ভারতে ঢালুক আমাদের আপত্তি নেই।

আর আপনি মিরাক্কেলের ভক্ত হলেই আমি তা প্রথম শ্রেনীর মনে করব কেন ?? যেখানে আমাদের দেশের অপমান হয় ???

আবার আপনি বলছেন এমন অনুষ্ঠান অনেক দেশেই হয়না আর আমি বলতে চাই এর চাইতে ভালো অনুষ্ঠান বাংলাদেশেই হয় যেমন এন টিভি'তে প্রচারিত "হাঁ-শো" গুনে মানে পারফরমেন্সে ও উপস্থাপনায় তা মিরাক্কেলের অনেক উপরে।

২| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৪

আদম_ বলেছেন: সম্পুর্ণ অশ্লীল একটা অনুষ্ঠান হলো মীরাক্কেল। আমি নাম দিয়েছি ভেড়াক্কেল। মা, বাবা, ভাই-বোন নিয়ে একসাথে বসে দেয়া যায়না। মাঝে মাঝে মহিলা বিচারকদের চেহারা হয় দেখার মতো, খুব বিব্রত হয়ে তারা কাষ্ঠ হাসি হাসেন।

১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৯

পত্রদূত বলেছেন: হু্ম ঠিক বলেছেন

৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৫০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মিরাক্কেল একটা ফালতু অনুষ্ঠান

১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৫৩

পত্রদূত বলেছেন: সহমত

৪| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৫২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমাদের দেশের প্রধান মন্ত্রীকে মিরাক্কেল তাদের মুখ্য মন্ত্রী বলে মনে করে ্

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০১

পত্রদূত বলেছেন: আসুন মিরাক্কেল নামক বেয়াক্কলদের অনুষ্ঠান বয়কট করি

৫| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০১

অন্য হিমু বলেছেন: [[himal.himu]]

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০২

পত্রদূত বলেছেন: কি বলতে চাইছেন আপনি ??

৬| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১২

জাহাজ ব্যাপারী বলেছেন: ছোটদের সামনে মীরাক্কেলের অনেক অশ্লীল ইঙ্গিতপূর্ণ কৌতুক সত্যিই আপত্তিকর।

আত্মসম্মান-বিবর্জিত কিছু বাংলাদেশীদের মগজধোলাইয়ের জন্য দিল্লী ওয়েস্ট বেঙ্গল-কে ব্যবহার করছে।

বাংলাদেশের প্রতি ইন্ডিয়ানদের এই ধিক্কার ও ঘৃণ্য উপহাস নতুন কিছু নয়। বাংলাদেশের প্রতি ওয়েস্ট বেঙ্গল-এর ইন্ডিয়ানদের সাধারণ ও চিরাচরিত অবজ্ঞা ও শ্লেষের বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র।

মনে হচ্ছিল অপদার্থ, কূলাঙ্গার ও দেশদ্রোহী এক জামিলের ভাঁড়ামিতে বাংলাদেশের রেপ দেখে ইন্ডিয়ান জানোয়ারেরা যেন শ্বাদন্ত বের করে ক্রুর হাসিতে আত্মহারা। ইন্ডিয়ানরা বাংলাদেশের কোন ভালো সহ্য করতে পারে না।

এতোটা বিদ্বেষ যারা ধারণ করেও তারা নাকি আসলে আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়!

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৫

পত্রদূত বলেছেন: ঠিক বলেছেন

৭| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫

মাহাবুব১৯৭৪ বলেছেন: প্রান এর ঊর্ধ্বতন কারো মেইল অ্যাড্রেস সংগ্রহ করে মেইল করতে হবে।

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৫

পত্রদূত বলেছেন: একমত

৮| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০৭

কেএসরথি বলেছেন: তার ভিডিওতে দেখলাম, সে নিজের বৌয়ের সাথের পারসোনাল কথা-বার্তাও মানুষকে বলে হাসানোর চেষ্টা করছে। এইসব দেখে আমি বুঝতেছিলাম কি বলা উচিৎ। যে মানুষ নিজের পরিবার-পরিজন কে নিয়ে এমন অশ্লীল কথা বার্তা সবার সামনে প্রকাশ করতে পারে, তার কাছে আমাদের ক্রিকেটার দের কোন সম্মান থাকবে না - এটাই তো স্বাভাবিক।

কথাবার্তা শুনলে মনে হয়, তার সামাজিক বা আনুষ্ঠানিক কোন শিক্ষাই নেই।

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৬

পত্রদূত বলেছেন: সহমত

৯| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৩১

রাজীব দে সরকার বলেছেন: আমাদের দেশের 'হা-শো', এটা ভালো :P মানের একটা অনুষ্ঠান বলছেন আপনি লেখক
ভালোই তো জোকস বলেন!!!!!! :-B

লেখক বলেছেন: কলকাতা আমাদের দেশে নয় উহা বিদেশ - এটা কি আমাকে শেখাচ্ছেন? ভূগোল তো টুকটাক পড়েছিলাম ভাই

আমি কোথাও বলিনি আমি এর ভক্ত বলেই এটা প্রথম শ্রেণীর প্রোগ্রাম, শুধু জানতে চাই এই ক্লাসিফিকেশনটা কোথায় পেলেন????

"প্রান আগে নানা সৃজনশীল কর্মকান্ডে নিজেদের দেশের টাকা নিজের দেশে ঢেলে তারপর ভারতে ঢালুক আমাদের আপত্তি নেই" - আপনার কথা মতো চলবে প্রাণ তাই না? আপনার দুলা ভাইয়ের কোম্পানি তো!!! :-0

ভাই আপনার কমেণ্ট পড়েও অনেক হেসেছি, ভালো লাগলো
আসলে নিম্ন বুদ্ধিবৃত্তির মানুষের কথাও এক একটা কমেডি শোর মতোই
চালিয়ে যান B:-/

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৫

পত্রদূত বলেছেন: আপনাদের মত কলকাতামুখী মানুষদের জন্য আজ দেশের এই হাল ,নিজের দেশের সবকিছু কলকাতা ঢেলে দিচ্ছে তাই আপনার মনে হচ্ছে "প্রান" সঠিক কজাটাই করছে । আবার কলকাতার কিছু বেহায়া লোকের অনুষ্ঠানকে নিয়ে আপনার দালালীর সীমা সব রেকর্ড ছাড়িয়েছে,তাই বলি হেগো কলকাতা কি তোমার দাদা বাবুর দেশ নাকি গো ??? মাইরি করে বলতে হবে কিন্তু।

আপনার মত থার্ড ক্লাস নাগরিকদের জন্যি আমাদের দেশটা এগোতে পারছে না ।

যা বুঝেন না তা নিয়ে মাথা না ঘামিয়ে দাদা নিয়ে স্বপ্নে মগ্ন থাকুন।

১০| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:১০

ওবায়েদুল আকবর বলেছেন: @রাজীব দে সরকার, প্রাণ আপনার মেয়ের লাভারের কোম্পানিও না যে একে কিছু বললে ব্যাবসায়িক ক্ষতির জন্য আপনার চেততে হবে। আপনি বাংলাদেশী কি না আমার সন্দেহ আছে কিন্তু আপনি যে একটা মহা ধড়িবাজ, বেহায়া টাইপের মানুষ তা আপনার মন্তব্যেই বুঝা যায়। নিজের সীমা সম্পর্কে সচেতন হোন।

আর মীরাক্কেলের মোহে যারা আচ্ছন্ন তাদের মত ক্ল্যাশলেস ইতর বোকচোদ বিশ্বে আছে কিনা সন্দেহ। এদের হাত থেকে অন্যের মা-বোন তো দূরের কথা নিজের মা-বোন ও নিরাপদ না। জোক করতে গিয়ে ইজ্জত পাংচার করে দিবে।

১১| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:২৪

রাজীব দে সরকার বলেছেন: ওবায়েদুল আকবর ভাই
যারা তাদের কমেন্টে 'ইতর বোকচোদ' জাতীয় শব্দ ব্যাবহার করে তাদের মা-বাবা কোন বস্তিতে থাকে তা বোঝাই যায়

আমি কোন দেশের নাগরিক এইটার প্রমাণ তোমার মতো ফ্যামিলির ছেলের কাছে আমার দিতে হবে না, আমি নিজের সীমা সম্পর্কে সচেতন, তুমি আগে শিখে আসো ভদ্র ভাবে কিভাবে কথা বলতে হয় (যা পরিবার থেকে তুমি শিক্ষা পাও নাই, আফসোস!) আর ব্লগ লেখা শিখতে তোমার আরো দেরী আছে!

১২| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:০২

ওবায়েদুল আকবর বলেছেন: @রাজীব দে সরকার, তোমার লেভেল কোন পর্যায়ে সেটা চিন্তা করে আস। এমন একটা অনুষ্ঠানের দালালি করতেছ যেখানে বউ নিয়ে মেয়ে মানুষ নিয়ে বিনা দ্বিধায় জোকস বলে কোন দ্বিধা দ্বন্দ ছাড়া! তোর মত এইরকম ইতরের কাছ থেকে আমার জানতে হবে আমাদের দেশের অনুষ্ঠানের মান? এ্ত সাহস তোর আসে কোথা থেকে?

আর আমার বাপ-মার সন্তান হসনাই এইটা তোর সাত জনমের ভাগ্য। আমার বাপ-মার সন্তান হলে এইসব থার্ড ক্লাশ অনুষ্ঠান দেখলে তোর গালে জুতা দিয়ে পিটাইয়া তোরে বাড়ির বাইরে বের করে দিত। আসছিস আবার বাপ-মা কোথায় থাকে সেটা নিয়ে? বলি এইসব অনুষ্ঠান কি বাপ-মা সহ দেখিস নাকি লুকাইয়া লুকাইয়া দেখিস?

আর তোরে এইভাবে বলতামনা এইভাবে কথা বলা আমার স্টাইল না কিন্তু তুই বেহায়ার মত এই পোস্টে একটার পর একটা কমেন্ট করার কারণেই তোর নাম নিলাম। আর লাস্টের কমেন্টে যেই বেয়াদবি করলি এজন্য এই রামচটকনাটা তোরে দিলাম। আর এরপরেও যদি এরচেয়ে বাড়াবাড়ি করস তাইলে আমার উল্টা রূপ দেখবি। যা এইবার কোলকাতায় বাড়ি গিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খা। তোরা তো আবার ইলিশ মাছ ভাজা খাস পাচদিন আর ইলিশ মাছ ধোয়া পানি খাস পাচ দিন। যা খেয়ে নে ক্ষুদা লেগেছে নিশ্চয়ই অনেক।

১৩| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:১৬

রাজীব দে সরকার বলেছেন: ওবায়েদুল আকবর বলেছেনঃ "আর আমার বাপ-মার সন্তান হসনাই এইটা তোর সাত জনমের ভাগ্য"

আসলেই আমার সাত জনমের ভাগ্য!!! কী যে একটা কুলাংগার তৈরী হতাম! হাঃ হাঃ হাঃ
নিজেই মানুষকে গালি দেয়, আবার নিজেই ..............

কোন বস্তিতে থাকো ওবায়দুল??

১৪| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:৫০

ওবায়েদুল আকবর বলেছেন: আরে রাজীব তোদের কোলকাতার স্টার্ডার্ডে এগুলো গালি নাকি রে সোনা B-) B-) এগুলো তো কমপ্লিমেন্ট। ;) ;) ;) তুই কোলকাতার কুকুর বিড়াল কিনা তাই কিছু বাজে ভাষা ব্যাবহার করেছি তুই মানুষ হলে এভাবে বলতামনা। তারপর ও দেখ তোদের অনুষ্ঠান গুলোর চেয়ে আমার মুখের ভাষা কত ভদ্র আর মার্জিত!!! এসবে মাইন্ড করলে চলে নাকি আরো কড়া ডোজ দিতে হবে?

আর কোন বস্তিতে থাকি জিজ্ঞাসা করলি যে? বাসা ভাড়া নিবি নাকি? স্যরি কোলকাতার বস্তির খবর রাখিনা। আর আমাদের বস্তির ছেলেরা তোদের চেয়ে সভ্য। ওদের ক্ল্যাশ তোদের চেয়ে অনেক হাই। আগে ঐ লেভেলে আয় তারপর আলোচনা এগোবে।

১৫| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:০২

ক্যাচালবাজ বলেছেন: কয়েক দিন ধরে এসব চলছেই, কোন মানে হয়?

১৬| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৯

প্রত্যাবর্তন@ বলেছেন: কেউ মীরাক্কেল দেখুক ভাল কথা, দালালি করার দরকার কি

১৭| ২২ শে মে, ২০১৩ রাত ৯:১২

রাজীব দে সরকার বলেছেন: ওবায়েদুল আকবর তোমার ভাষাই বলে তুমি বস্তিতে থাকো
কোলকাতা কোলকাতা করো কেন? তোমার বাপের কোন ***** ওখানে থাকে?
ভদ্র ভাবে কথা বলে আগে শিখে আসো, তারপর ব্লগে আইসো
এইটা তোমার বাপের দেশ ফাকিস্তান না, ল্যাদাবা - দূরে গিয়ে ল্যাদাও
আর ল্যাদানোটা বস্তির মধ্যেই করো, ব্লগে আনার কি দরকার??

১৮| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩

ওবায়েদুল আকবর বলেছেন: রাজীব দে, মাইন্ড ইট বাপ-মা রে কিন্তু তুই টাইনা নিয়া আসতেছিস সন অফ বিচ। আমি এখনো তোর বাপ-মারে টানলামনা। যা তোরা করুনা করলাম।

ঐ ছাগলের বাচ্চা কোলকাতা কোলকাতা কে করছে? তুই একটা থার্ড ক্লাস অনুষ্ঠানের দালালি করিস তারপর কোলকাতা টানলে সমস্যা? আর আমার বাপের হিসাব বাদ দে তোর কোন নাড়ি পোতা আছে সেইটা বল পাঠার বাচ্চা? কোলকাতা নিয়ে বলতেছি আর তোমার গর্ভযন্ত্রণা শুরু হয়ে গেছে?

আর তুই কেমনে বুঝলি যে বস্তির ছেলেরা গালিগালাজ করে ইউ ব্লাডি রেসিস্ট হোর। দুনিয়ার সবচেয়ে বাজে বর্ণবাদ তোর রক্তে তাই বস্তি নিয়ে টানাটানি করতেছিস। বর্ণবাদি ছাগল একটা বস্তির মানুষের উপর পিএইচডি করা আছে এমন ভাব ধরতেছিস। শোন বস্তির ছেলেরা তোদের মত বর্ণবাদি মানুষের চেয়ে হাজার গূণ ভালো। আফটার অল তাদের আত্মসম্মানবোধ আছে। তোর তো তাও নেই নির্লজ্জ বেশ্যা কোনখানকার।

আর তুই আমার ব্লগ ইতিহাস ঘেটে দেখে নিস আমি কেমন ফাকি পোন্দাই। কিন্তু আমার ডিকশনারির হেইট লিস্টে ফাকিদের সাথে ইন্ডিয়ার পেইড দালাল নামেও একটা ওয়ার্ড আছে ওদের জন্যও পোন্দানি ফ্রি। যা তুই এখন খাচ্ছিস। আর শোন ব্লগ তোর মামাবাড়ি না। এখানে কে কিভাবে কথা বলবে, কে কি পোস্ট দিবে সেটা নিয়ে কোন কথা বলতে আসবিনা। যদি আসিস তাহলে এরকম চড় খাবি গালে। ট্যাগ মারার বৃথা চেষ্টা কইরনা। শেষে গণ গালি খাবা বলে দিলাম। যাও আধপেটা খেয়ে শুইয়ে পড়। খুব ক্ষুধা লেগেছে তাইনা?

১৯| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪

রাজীব দে সরকার বলেছেন: ওবায়েদুল আকবর বলেছেন: রাজীব দে, মাইন্ড ইট বাপ-মা রে কিন্তু তুই টাইনা নিয়া আসতেছিস সন অফ বিচআমি এখনো তোর বাপ-মারে টানলামনা। যা তোরা করুনা করলাম।

ছাগলের বাচ্চা কোলকাতা কোলকাতা কে করছে? তুই একটা থার্ড ক্লাস অনুষ্ঠানের দালালি করিস তারপর কোলকাতা টানলে সমস্যা? আর আমার বাপের হিসাব বাদ দে তোর কোন নাড়ি পোতা আছে সেইটা বল পাঠার বাচ্চা? কোলকাতা নিয়ে বলতেছি আর তোমার গর্ভযন্ত্রণা শুরু হয়ে গেছে?

আর তুই কেমনে বুঝলি যে বস্তির ছেলেরা গালিগালাজ করে ইউ ব্লাডি রেসিস্ট হোর। দুনিয়ার সবচেয়ে বাজে বর্ণবাদ তোর রক্তে তাই বস্তি নিয়ে টানাটানি করতেছিস। বর্ণবাদি ছাগল একটা বস্তির মানুষের উপর পিএইচডি করা আছে এমন ভাব ধরতেছিস। শোন বস্তির ছেলেরা তোদের মত বর্ণবাদি মানুষের চেয়ে হাজার গূণ ভালো। আফটার অল তাদের আত্মসম্মানবোধ আছে। তোর তো তাও নেই নির্লজ্জ বেশ্যা কোনখানকার।

আর তুই আমার ব্লগ ইতিহাস ঘেটে দেখে নিস আমি কেমন ফাকি পোন্দাই। কিন্তু আমার ডিকশনারির হেইট লিস্টে ফাকিদের সাথে ইন্ডিয়ার পেইড দালাল নামেও একটা ওয়ার্ড আছে ওদের জন্যও পোন্দানি ফ্রি। যা তুই এখন খাচ্ছিস। আর শোন ব্লগ তোর মামাবাড়ি না। এখানে কে কিভাবে কথা বলবে, কে কি পোস্ট দিবে সেটা নিয়ে কোন কথা বলতে আসবিনা। যদি আসিস তাহলে এরকম চড় খাবি গালে। ট্যাগ মারার বৃথা চেষ্টা কইরনা। শেষে গণ গালি খাবা বলে দিলাম। যাও আধপেটা খেয়ে শুইয়ে পড়। খুব ক্ষুধা লেগেছে তাইনা

--------------------------------------------
তোর জন্য দুঃখ হয় না রে ওবায়েদুল, তোর বাবা-মার জন্য দুঃখ হয়
কি জিনিস জন্ম দিসে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.