![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি আমি অন্ধ চোখে জগতটাকে
যারা ব্লগে আছেন তাদের অনেকেই অনেক দায়িত্ব নিজের কাধে তুলে নেন কেউ না বললেও। আমিন ইমরুল আপনাকে সম্মান না করে পারছিনা। আপনি যে কাজটি করেছেন তা একজন সচেতন নাগরিকের দায়িত্ব পালন করেছেন ভয় না পেয়ে। কিন্তু আমাদেশের বেশির ভাগ মানুষ বোধ বুদ্ধিহীন পশু টাইপের।
আমাদের বেশিরভাগ নাগরিকের না আছে নিজস্ব চিন্তা ভাবনা না আছে কোন বোধবুদ্ধি, এরা কেবল হুজুগে বাংলাদেশী। এরা নিজেরা নাচতে পারেনা , কিন্তু কেউ নাচালে খুব নাচতে পারে। আপনাকে ধন্যবাদ আমাদের সবার চোখ খুলে দেবার জন্য আমার চোখ অনেক আগেই খুলে গেছে, কিন্তু আমার বিশ্বাস যারা অন্ধ আছে তারা আজীবন অন্ধ থাকবে। তারা আপনাকে বলবে কি দরকার ছিল এসব করার। কিন্তু একবার ও বলবে না যে আপনি ঠিক কাজটিই করেছেন। আমাদের দেশের মানুষ নিজের অধিকার বলতে বোঝে ভোটের অধিকার, কিন্তু একজন নাগরিক হিসাবে যে অসংখ্য অধিকার মানুষের আছে তা আমরা ভুলে গেছি।
প্রথম আলো ভন্ডামি ছাড়া আর কিছুই নয়। মানুষের কাছে ভাল থাকার জন্য কত কিছুই না বলে চলেছে, উট পাখি নয় মানুষের জীবন চাই এ কথা অন্তত এদের মত ভণ্ড পীরের মুখে মানায় না। যারা দিন বদলের ডাক দিচ্ছে তারায় আবার মানুষের আশাকে গলা টিপে খুন করছে। আমি নিজে কিছুদিন আগে একটা কমেন্ট দিয়েছিলাম প্রথম আলোতে কিন্তু কিছুক্ষন পর দেখি আমার কমেন্ট টা মুছে দিয়েছে এটা একজন পাঠকের সাথে বেঈমানির শামিল। এরা প্রতিদিন মানুষের সাথে নানা ভাবে বেঈমানি করে চলেছে আর আমরা বোকার মত এদের পিছু হেটে চলেছি। আপনার দুর্ভাগ্য যে আপনি বোঝেননি যে রসুনের গোড়া এক। কাইয়ুম, মতি, এরা সবি জানে কিন্তু এরা কিছু করে না। কারন এদের দরকার খবরের যা মানুষ খাবে।
যেখানে মানুষ বিপদে পড়লে মানুষ খবরের কাগজের তথা সাংবাদিকের কাছে বলবে কিন্তু কি হাল আমাদের দেশের যে এরায় আবার কাল সাপ হয়ে দংশন করছে তাহলে মানুষ কোথায় যাবে? আমাদের আসলে কোথাও যাবার জায়গা নেই। একদিন এদের ধবংস হবে।
প্রথম আলো কোনদিন কোন সরকার বিরোধী খবর প্রকাশ করে না। যেটা জাতির জন্য গুরুত্ব পূর্ণ সেটা এরা খুবই ছোট করে প্রকাশ করে। কারন এরা যে সরকারের মধুর ভাগ পাই। ভাবতে খারাপ লাগে যে একজন মানুষ ঘটনার সত্যতার জন্য প্রত্রিকা অফিসে এসেছে আর তাকে হুমকি ধামকি সুনতে হবে। এর থেকে মাহামুদুর রহমান অনেক ভাল যে সরকারের স্মালোচানা করে চলেছে। আপনার ঘটনার সত্যতা প্রকাশ করে দিলে যে সরকারের প্রশাসনের লুঙ্গী ধরে টান দেওয়া হবে ও একই সাথে এদের মিথ্যা ধরা পড়ে যাবে তাই মিথ্যাকে সত্য প্রমান এদের করতে হবেই তাতে আপনার আমার মত দুই এক জন জেল এ গেলে কি আর হবে।
একটা প্রত্রিকার কাজ সমাজ কে বদলে দেওয়া । সত্যকে সত্য বলে জনগণের সামনে তুলে ধরায় একটা প্রত্রিকার কাজ। আর তারা যদি অন্য পথে হাটে তাহলে সেটা হয় রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমাদের দেশটা নানা সমস্যায় আতকে আছে। কিন্তু প্রথম আলো এটা নিয়ে আসলে কিছু করছে না। এরা আছে নিজেদের বানান এজেন্ডা নিয়ে।
আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার রা দেশের সর্বনাশ করে চলেছে দিনের পর দিন, কিন্তু মুখোস পরা প্রথম আলো এক্ষেত্রে নীরব দর্শক। শেয়ার মার্কেট কেলেংকারী, ব্যাংক লুট, কালো বিড়াল ঘটনা, পদ্মা ইস্যুতে প্রথম আলো কি করেছে ? কিছুই করেনি। প্রথম আলো যদি ইচ্ছা করত তাহলে পারত একটা জনমত গঠন করতে যা দেশের মানুষ কে নতুন করে ভাবতে শিখাত। কিন্তু হাই এরা কিছু করেনি? কই প্রথম আলো তো সরকার কে বলতে পারল না কেন আবুল পার পাবে ? কেন বিশ্বব্যাংক কে চলে যেতে হবে? কেন সুরঞ্জিত বাবু পার পাবেন। কেন গুম হত্যার বিচার হবে না। আসলে প্রথম আলো স্ট্যান্ডবাজি ছাড়া কিছু করছে না। মানুষের আবেগ নিয়ে খেলা করে চলেছে। প্রথম আলো ভারতে নারী ধর্ষন হলে হেড লাইন করে খবর দেই, কিন্তু ব্রাক হাসপাতালের ডাক্তার ধর্ষন হয়ে মারা গেলে কিছু করতে পারে না। মতি ভাই তো কারোয়ান বাজারের সর্দার সে তো সাধারন নাগরিকদের জন্য না। একটা প্রত্রিকা পারে সরকারকে তার পলিসি চেঞ্জ করতে বাধ্য করতে। কিন্তু এরা তা করে না।
এরা পারে সত্যকে সুন্দর করে মিথ্যা বানাতে , রাতের অন্ধকারে চোরকে সাধু বানাতে, আর মানুষ কে হয়রানি করতে। এরা ভাল কি করে করবে, এদের মাঝে ভাল কিছু আছে? প্রথম আলোর অরুন চৌধুরী তো দিনে দুপুরে মেয়ে মানুষ নিয়ে মাস্তি করে তা আবার ইউটীউবে চলেও আসে। এটা তো এদের কাজের নমুনা মাত্র। এরকম আরও কত অরুন আছে এদের ভিতরে? এরা আবার যখন নারী অধিকার, যৌন হয়রানি নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দেই তখন খুবই হসি পাই। প্রথম আলো ছপাতে পারে তোমরা যারা শিবির কর। কিন্তু এদের কাছে ছাত্রলীগের সন্ত্রাস কোন ব্যাপার ই না। কেউ যদি বলেন বিশ্বজিতের কথা তাহলে বলব যে ওটা না ছাপিয়ে কোন উপায় ছিল না, কই এখন তো বিশ্বজিৎ কে নিয়ে প্রথম আলো কিছু লিখছে না । হয়ত গোপন কোন সমঝোতা হয়ে গেছে ব্যাস লিখব না।
তাই আমাদের উচিত এই সব স্ট্যানবাজির বিরুদ্ধে কিবোর্ডে হাত চালান।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩
টয় বয় বলেছেন: আলু পত্রিকা একটা ক্রিমিনাল সিন্ডিকেটের আড্ডা খানা|
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
টেরাকোটা বলেছেন: প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ ।কিন্তু আমার অসকর্তার জন্য আপনার একটু ভুল হয়েছে ।ঘটনাটি ঘটেছে আল আমিন ইমরুল নামের একজনের সাথে ।আমার লেখার শেষে লিংক দিয়েছি এবার আলাদা করে ।পোস্ট এডিট করে টেরাকোটার জায়গায় আল আমিন ইমরুল করে দিন।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
৭ ১ নিশান বলেছেন: ok vi cell phone asi as soon as correction dibo
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯
রায়হান হোসেন রানা বলেছেন: ভাই, আপনার কথা সাথে একমত হতে পারলাম না , আপনার মন্তব্য রিমোভ করছে, এটা অব্যশই অবিচার । কিন্তু দলীয় বা সরকারের পক্ষে বলে এটা মনে হয় ভুল বললেন , আমি প্রতিদিনই প্রথম আলোর আন্ড্রোয়ড মোবাইল ভারসন্টা পড়ি, কই কোনদিন দেখি নাই সরকারের পক্ষে লিখতে ।বরং ওরা এমন সব নিউজ লিখে যার প্রায় গুলাই সরকার বিরোধী ,
আর সম্পাদকীয় লেখা গুলা সর্ম্পনো নিরেপক্ষ অই চোখে পড়ে ।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭
নদীর তীরে বলেছেন: প্রথম আলু
৭| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২১
বাংলার ঈগল বলেছেন: আমার কাছে মনে হচ্ছে টাঙ্গাইলের ধর্ষিতা মেয়েটিকে বাঁচাতে গিয়ে যদি কেউ প্রতিরোধ করত এবং ধর্ষণকারী আহত হতো প্রথম আলো প্রতিরোধকারী ব্যক্তিকে সন্ত্রাসী বানিয়ে দিত।
আমার এই সময়টিতে খুব বেশি মনে পড়ছে একটি অকাট্য সত্য কথা যা বলেছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মজহার লিংক ‘যা কিছু কালো, তার সাথে প্রথম আলো।’
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
৭ ১ নিশান বলেছেন: আমাদের সবার উচিত টেরাকোটার সাথে যে ব্যবহার হয়েছে তার জন্য কিছু না হোক সবাই মিলে আগামী শুক্রবার প্রথম আলো অফিসে যাওয়া ............কে কে যেতে চান ।
টেরাকোটা কে বলছি কেউ না গেলে আমি যাব