নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কিছু বলা যাবে না। আমার মূল্যায়ন হবে আমার লেখায় আর তা করবে আমার চারপাশের মানুষ

৭ ১ নিশান

দেখি আমি অন্ধ চোখে জগতটাকে

৭ ১ নিশান › বিস্তারিত পোস্টঃ

যৌন হয়রানি ও যৌন অপরাধঃ কে দায়ী নারী পুরুষ না রাষ্ট্র

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২

আমাদের সমাজে নানা অপরাধ প্রতিদিন ঘটে চলেছে। দেশ যে কেবল রাজনীতি দিয়ে চলে তা নয় একটা দেশ চলে অনেক কিছুর উপর নির্ভর করে। একটা জাতির উন্নতি নির্ভর করে তাদের কাজ কর্ম, নীতি, আদর্শ, মুল্যবোধ, বিচার ব্যবস্থা ও শিক্ষার উপর। আমাদের জাতি হিসাবে গর্ব করার অনেক কিছুই আছে কিন্তু বর্তমান সময়ে কেবল অতীত কে আকড়ে ধরে থাকলে চলবে না। আমি নিজে কোন সমাজ বিজ্ঞানী নই কিন্তু সমাজের নানা জিনিস নিয়ে চিন্তার খাতিরে আমার লেখা। আমাদের পরিবর্তনশীল সমাজে আজকাল যৌন হয়রানি ও যৌন অপরাধ খুব বেশী পরিমানে বেড়ে গেছে। সামাজিক ও রাজনইতিক সমস্যাকে ছাপিয়ে আজ এটা মহামারীতে রুপ নিয়েছে। প্রতিদিন প্রত্রিকার পাতা খুললেই দেখা যাবে যে এখানে গ্যাং রেপ, সেখানে শিশু ধর্ষন, ওখানে নারীর শ্লীলতাহানি, ইভ টিজিং ইত্যাদি ইত্যাদি। কিন্তু কে দায়ী বা কেন এগুলো হচ্ছে তার কারন নিয়ে কারো মাথা ব্যাথা নেই। আজব আমাদের দেশ কিছু হলে হইচই করে দুদিন পর সব থেমে যায়। আমি কারন অনুসন্ধানে বিশ্বাসী।



প্রসংগ ১

কিছু হলেই পত্র পত্রিকা ছেলেদের দায়ী করে বসে । হ্যা ছেলেরা দায়ী তাই বলে কি সব ক্ষেত্রে একটা ছেলেকে দায়ী করতে হবে বা কোন ঘটনা ঘটলেই কি পুরুষ দায়ী হবে। শিশু বা অপ্রাপ্ত বয়স্ক কন্যা শিশু যদি যৌন নিপীড়নের শিকার হয় তাহলে অবশ্যই পুরুষ বা ছেলে দায়ী হবে। এবং এক্ষেত্রে তার বিচার কাম্য। ইভ টিজিং এর ক্ষেত্রে ও তাই বলা যায়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বখাটে ছেলেরা রাস্তার মাঝে মেয়ে দের কে উতক্ত্য করে চলে। এমনকি মেয়েদের পিতামাতাকে পর্যন্ত হয়্রানির শিকার হতে হয় কেবল একটা মেয়ে জন্ম দেবার জন্য। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কেউ মেয়ে জন্ম দিবে কিনা আমার সন্দেহ আছে। গ্রামে গঞ্জে আজকাল নারীর শ্লীলতাহানি শহরের তুলনায় অনেক বেশী হয়ে গেছে। প্রায়ই শোনা যায় যে প্রবাসীর স্ত্রী রেপ, মায়ের সামনে মেয়ে রেপ, বা বরকে বেধে স্ত্রী ধর্ষন। আমাদের সমাজের কিছু কুলাংগার এর জন্য দায়ী। এসব রোধে শক্ত আইন দরকার এমন কি ৩০ দিনের মধ্যে বিচারের ব্যবস্থা ও জামিন অযোগ্য করে জেল হাজতে পাঠাবার ব্যবস্থা থাকা উচিত এবং সেই সাথে নির্যাতিত ব্যক্তির সুরক্ষার আইন থাকা উচিত। এসব ক্ষেত্রে কোন নরম হবার সু্যোগনেই।



প্রসংগ ২

কিছু কিছু ঘটনার বেলায় একক ভাবে ছেলেদের দায়ী করার সু্যোগ নেই। আজকাল প্রায়ই দেখা যায় যে স্কুলের স্যার, কলেজ এর শিক্ষক বা পরকীয়া জনিত কারনে নাকি মেয়েরা ধর্ষিত হচ্ছে । কথাটা কত টুকু যোউতিক তা আমি ভেবে দেখার অনুরোধ করব। কারন যেসকল মেয়েরা স্যারদের মাধ্যমে রেপ হচ্ছে সে ক্ষেত্রে কে কতটা দায়ী। বা কার কার বিচার করা উচিত। কেবল কি পুরুষই সাজা পাবে আর মেয়ে পার পেয়ে যাবে? সমাজে অনেক কিছু ঘটে , স্যার উদাহরন মাত্র। কিছু হলেই পুরুষ এর দায় অবইধ সম্পর্কের জন্য নারী বা তরুনী কি দায়ী নয়? আজ কাল কিছু মেয়েরা নিজেদের লাভের জন্য অফিসের বস থেকে শুরু করে সবার সাথে সম্পর্ক গড়ে তুলছে। আর তার লাভ উসুল করে নিচ্ছে পুরুষ রা। এক রুমে বসে পুরুষের কোলে বলে তার দেহ কে ভোগের জন্য ছেড়ে দিবে আর পুরুষ ভোগ করবে না তাকি হয় নাকি? আজ লাভের জন্য এক পুরুষের সাথে সেক্স করে বেড়াচ্ছে কাল অন্য পুরুষকে স্তন্য পান করাচ্ছে। এর মধ্যে কারো ভাগে কম পড়ে গেলে সে ফাস করে দিচ্ছে তার টেপ। মিউচুয়াল সেক্স কখন ও রেপ বলে গোন্য হতে পারে না। অধিকাংশ টেপ গুলোতে দেখা যায় যে ছেলে মেয়ে উভয় কি মজা করে সেক্স করছে এমনকি ভিডিও হচ্ছে তা মেয়ে ও টের পাচ্ছে তার পর ও তার কোন বিকার নেই সে ব্যস্ত দন্ড লেহনে। পরে এটা ফাস হলে বলা হচ্ছে যে ছেলেটা ফুসলিয়ে রেপ করেছে বা স্যার ভুলিয়ে ভালিয়ে , বা পাড়ার বড় ভাই কায়দা করে সেক্স করে নিয়েছে। এটা কোন কথা হতে পারে না। কারন যে মেয়ে সজ্ঞানে সেক্স করতে পারে সে রেপ হয় না। তাই সব ক্ষেত্রে ছেলে ও মেয়ে সমান ভাবে দায়ী। এসব ঘটনার দায়ভার ছেলের একার উপর চাপান একটা ব্যার্থতা। শাস্তি যদি দিতে হয় তাহলে ছেলে মেয়ে উভয়কে দিতে হবে। কারন সেক্ষ এর সময় মজা তো মেয়েও নিয়েছে...... হ্যা ছেলের বেশী শাস্তি হবে কারন সে মিউচুয়াল কমিটমেন্ট ব্রেক করে প্রাকশ করে দিয়েছে। অনেক ক্ষেত্রে মেয়ের কাছ থেকে প্রকাশ পেতে পারে বা কেউ শয়তানি করে প্রকাশ করে দিতে পারে। এই ধরনের ক্লেলেংকারীর জন্য অধিকাংশ ক্ষেত্রে মেয়ে দায়ী কারন একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে জেনে বুঝে অবইধ সম্পর্কে জড়িয়েছে এবং তার বিপদ সম্পর্কে জেনেই সে এগিয়ে এসেছে , হ্যা ছেলে/পুরুষ তাকে প্রভাবিত করেছে। আর যাই হোক একটা মেয়েকে জোর করে একা একটা ছেলে রেপ করতে পারেনা। টেপ গুলো দেখলে তা বোঝা যায়। তাই এসব ঘটনার বিচারের সময় বিচারকদের ও বিষয় গুলো আমলে নেওয়া উচিত। তাহলে কোন ছেলে অকারনে ফেসে যাবে না। গ্রামের দিকে দেখা যায় যে মেয়ে ছেলেরা সেক্স করছে কেউ দেখে ফেল্লেই ধর্ষন অথচ যে মেয়েটা একটা বখাটে কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সে কি নিষ্পাপ। যে ভাবি তার দেবর কে দেখিয়ে দেখিয়ে ব্লাউজ খোলে সে কি নিষ্পাপ? বা যে মেয়ে একসাথে ১০টা ছেলের সাথে ধান্ধা মারে সে কি ভাল? দোষ কেবল ছেলদের না দোষ মেয়েদের ও



ইন্ডিয়ান কোর্ট একটা রায় দিয়েছে যে মিউচুয়াল সেক্স এর পর সেটাকে আর ধর্ষনের কাতারে ফেলা যাবে না। আমাদের দেশে ও সেটা হওয়া উচিত।



প্রসংগ ৩

রাষ্ট্র কখনো এসব ঘটনার দায় এড়াতে পারেনা। কেননা মানুষ নিয়েই রাষ্ট্র আর এর ভাল মন্দ এর দায় তাকে নিতেই হবে। আমাদের দেশের সবকিছু আজ চলছে রাজনীতি ও সমাজনিতী নিয়ে এর বাইরে আর কিছু্বাসী। আমাদের নতুন করে ভেবে দেখার সময় চলে এসেছে। আজকাল আমাদের মিডিয়াগুলো অনেক বেশী করে মেয়েদের বাইরে বের করে আনার চেষ্টায় রত। একই ভাবে রাষ্ট্রের অবহেলার কারনে নানা রকম মাদকে আজকের তরুন সমাজ নিজেদের স্বাধীন চিন্তা চেতনার জায়গাগুলো হারিয়ে ফেলেছে। প্রতিদিনকার মুভ সিরিয়াল এর যৌন উদ্দীপক দৃশ্য তরুণদেরকে খারাপ কাজে উৎসাহিত করে। আজকাল বাংলাদেশের নাতকে দেখা যায় যে পাড়ার বখাটে সারাদিন টো টো করে ঘুরে বেড়ায় আর নাটকের শেষে দেখা যায় যে ওই বখাটে নায়িকা নিয়ে চলে যায় ও অনান্য মানুষ চেয়ে দেখে। এসব দেখে আমাদের দেশের বখাটে ছেলে বা পুরুষরা উৎসাহিত হয় এসব কাজ করতে। এছাড়া মাদকের সহজ লভ্যতা এসব কাজের পিছনে থাকে। মেয়েরা নানা হিন্দী ইংলিশ মুভি দেখে তাদের মত করে চলতে চাইছে কিন্তু সেটা সম্ভব না কারন আমাদের বাংলাদেশে এভাবে চলা যায় না কারন আমরা এতটা মর্ডান হয়নি যে রাস্তায় অর্ধনগ্ন মেয়ে দেখে ও চোখ বন্ধ করে রাখবে।

খোদ অমেরিকাতে রাত ১১টার আগে কোন এডাল্ট কিছু টিভিতে দেখান হয় না কিন্তু আমাদের দেশের চ্যানেল গুলোতে কোন রাখ ডাক নেই এমনকি লোকাল চ্যানেল গুলোতে রাতে নীল ছবি চলে এতে করে যুব সমাজের মাথা নষ্ট হচ্ছে এবং তারা বয়সের আগেই পেকে যাচ্ছে । এর দায় রাষ্ট্র কিভাবে এড়াবে।



কেন একটা মেয়ে বয়সের আগে সেক্স করতে উৎসাহিত হবে তা আমাদের দেখতে হবে ? ছেলে মেয়েদের মানসিক দিক ও বাবা-মা কে দেখতে হবে। কেনি বা এক্তা ছেলে অল্প বয়সে মেয়েদের শরীর নিয়ে ভাববে সেটার কারন বের করতে হবে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

৭ ১ নিশান বলেছেন: মন্তব্য করতে পারেন তবে গঠন মূলক

২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

অপ্রচলিত বলেছেন: বাহ, দারুণ লিখেছেন তো। আপনার চিন্তাভাবনাগুলো নিজের সাথে অনেকাংশেই মিলে গেল। সচেতনমূলক পোস্টে সহমত এবং অনেকগুলো প্লাস। +++++++++++++++++++++++++++++++++

তবে পরিবারেরও দায় আছে, সাধারণত ছেলেমেয়েরা পরিবার থেকেই তাদের নৈতিক শিক্ষা পেয়ে থাকে।

ভালো থাকুন সদা সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.