![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি আমি অন্ধ চোখে জগতটাকে
প্রাপ্তির খাতায় কি পেলাম না পেলাম দেখার নেই সময়
ছুটে চলা এই ব্যস্ততাময় জীবনে ছুটে চলায় যে লক্ষ।
পাশাপাশি দুটি লাইনে ছুটে চলায় যে জীবন,
দৃষ্টি পড়ে নিজের ছায়ার দিকে, ছুটে চলেছে আমার সাথে,
এ এক অনন্য সংগ্রাম, সব ভুলে সমন্তরালে ছুটে চলা
ক্ষনে বিক্ষনে ছুটে চলা আফ্রোদিতির সন্ধানে।
প্রজাপতির ও আছে জীবন ফুলে ফুলে উড়ে চলা,
মেঘ দের ভেসে চলা, বাতাসের বয়ে যাওয়া,
ঝর্নার ধারার মত পাথরের পথে চলা,
পথ চলা একে বেকে চেনা অচেনাগলিতে
অন্ধকারে বসে থাকা আর হাত ঘড়ির কাটা দেখা।
প্রাপ্তির খাতায় হিসাব; সে আমার নয়, হয়ত তোমার বা তোমার নয়,
তবু ব্যস্ততার নামে নিজেকে ফাকি দিয়ে এগিয়ে যাওয়া,
দেখি প্রতিদিন রঙের আলোর ফিকে হয়ে আসে সময়ের সাথে,
শুন্য হাতে এক অন্ধকারে চায়ের পেয়ালা।।
হিসাবের খাতায় কেউ হারে কেউ যেতে
সময় বসে যায়, শুন্য পাতায় লিখে চলি নিজের হিসাব।
নিঃস্ব রিক্ত এক হৃদয় পড়ে হয় পিঞ্জরের ভিতরে,
অদ্ভুত এক আনন্দ নেচে চলেছে ভিতরে বাইরে।
জীবনের খেরো খাতার পাতায় পাতায়
লিখে রেখেছি তোর নাম, তুই যে আমার ধন,
অন্তরের চোখ দিয়ে দেখি তোরে, ধরতে না পারি,
আমি হেসে চলি তোর সাথে তোর ছায়া।
কি পেয়েছি, কি পাইনি, কি দিয়েছি, কি দিইনি,
ভাবিনা কোন ক্ষনে, তুই শুধু এসে পড়িস একান্ত মনে
তোর সাথে লেনা দেনা, তোর পাওয়া না পাওয়া,
আমার খাতায় শুধু তোর, আমার কিছু না।
সমন্তরালে ছুটে চলায় আমার জীবন,
প্রাপ্তি অপ্রাপ্তি্র ঝুলি কাছে নিয়ে ছুটে চলা,
নগর হতে নগর, গ্রাম হতে গ্রাম,
নরকের নাগরের ন্যায় ছুটে চলা,অগ্নির নিঃশ্বাস।
প্রেমের পেয়ালার সুধা আমার নয়
আমি হেমলক জয়ী, আমি নীল কন্ঠ,
আমি জ্বলেছি, আমি পুড়েছি, আমি হেসেছি, আমি ছূটেছি
আমি তোর দিকে ছুটে চলেছি
শুধু তোর জন্য, শুধু তুই, শুধু তুই...।।
©somewhere in net ltd.