![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি আমি অন্ধ চোখে জগতটাকে
পুলিশকে দায়িত্বজ্ঞানহীন বা গাড়ল বলে সমস্যার জায়গা থেকে চোখ ফিরিয়ে রাখায় চেষ্টা মাত্র। রাষ্ট্র যেখানে প্রতিনিয়ত মৌলিক অধিকার লংঘন করে , দায়িত্বশীলরা নিয়মিতভাবে অনিয়ম আর সৈরাচার, করে সেখানে পহেলাবৈশাখ এর দিনে কিছু যুবকের অনৈতিক কর্মকান্ড তো খুব বেশী কিছু না। খুব বেশী কিছু না বলেই এখন পর্যন্ত দায়িত্বশীলরা কোন বক্তব্য দেননি। মুখে কুলিপ এঁটে বসে থাকলেই কি সব ঠান্ডা হয়ে যায়?
কিছু কিছু প্রত্রিকা বাদে কেউ জোরালো ভাবে বলেই নি যে কারা ছিল ওইদিন বা কি তাদের পরিচয়? পুলিশ কেন তাদের ছেড়ে দিয়েছিল তার কোন উত্তর কেউ দিয়েছে কি? মানবাধিকার থেকে শুরু করে সকল সামাজিক সংগঠন পর্যন্ত এক হতে পারেনি এই ইস্যুতে আর রাজনীতিকদের কথা ............বাদ দিলাম. এক ঘন্টা ধরে পাশবিকতা চলল আর এখন সময় নাকি ছি ছি ক্যামেরা দেখে চিহ্নিত করার.... প্রথম আলু বলছে ৪ জনের নাকি একই রকম চাপদাড়ি ছিল...চমৎকার এদের বিশ্লেষণ ... কে দাড়ি রাখল বা পাঞ্জাবি পরল সেটার থেকে বড় হল তার অপরাধ. কায়দা করে জামাতি সিল মারতে পারলেই তো সব ঝামেলা শেষ? সে জামাতি হোক আর যেই হোক রাষ্ট্রের উচিত তাদেরকে সবার সামনে হাজির করা।
উন্নত জাতি হলে এসব পা চাটা মিডিয়া কবেই গনেশ উল্টে যেত...দুঃখ এখানেই
রাষ্ট্র যখন ব্যার্থতার দিকে ধাবিত হয় তখন এরকম বিষ ফোড়ার বিষ্ফোরন শুরু হয়...আমাদের দেশেও শুরু হয়ে গেছে এখন ব্যবস্থা নিলে কাজ হতে হতে রোগী বেচেঁ থাকবে কিনা সেটা সময় বলে দিবে.....
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছাত্রলীগের বস্ত্রহরণ উৎসবে সহযোগির ভূমিকায় মিডিয়া !!!
হিপোক্রেসির এক জ্বলন্ত নমুনা দেখুন ঐ পোষ্টের এক কমেন্টে...
ইমরান হক সজীব বলেছেন: আমার মনে হয় ধর্মান্ধ গোষ্ঠীর সুপরিকল্পিত ঘটনা এটা । যেহেতু তাদের এই ধরনের অনুষ্ঠান পছন্দ হয় না, তাই এই অনুষ্ঠানকে কলংকিত করতে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা গোয়েন্দাদের তা অনুসন্ধান করা উচিৎ ।
কমেন্টের উত্তর ----------
লেখক বলেছেন: এতটা নিলজ্জ মানুষ কিভাবে হয়???????
আর জীবনতো একটাই। আর মরে গেলে থাকে শুধু স্মৃতি আর কাজের বিবরণ! একটুতো বিবেক করুন।
যেখানে হাতেনাতে প্রমাণ সহ ছাত্রলিগের অংশগ্রহন পরিস্কার সেখানে আপনি ধমান্ধ গোষ্টি খুজে পান!!!
আচ্ছা ছাত্রলীগ আবার ধর্মান্ধ গোষ্ঠি হল কবে থেকে???
রোসো রোসো....তবেকি এ যাবত যত ধর্মান্ধতার কাজ রমনা বটমূল থেকে সিনেমা হল বিস্ফোরন, ৬৪ জেলা বোমা হামলা সবকিছূতেই - আপনার তত্ত্ব মতে তারাই জড়িত!!!!! সর্বনাশ বলেন কি?????
আসলেই অনুসন্ধান করা উচিত!!
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৮
৭ ১ নিশান বলেছেন: কিছু মানূষ সব সময় থাকবে যারা শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করেই যাবে। আমাদের বরতমান অবস্থা হল পচা মাছের মত, মাছের পচন শুরু হয় মাথা থেকে, আমাদের দেশের মাথায় যেখানে পচা সেখানে ভাল কিছু আশা করা আসলে ঠিক না।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৮
ফেরেশতা বলছি বলেছেন: ঠিক বলেছেন।