নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কিছু বলা যাবে না। আমার মূল্যায়ন হবে আমার লেখায় আর তা করবে আমার চারপাশের মানুষ

৭ ১ নিশান

দেখি আমি অন্ধ চোখে জগতটাকে

৭ ১ নিশান › বিস্তারিত পোস্টঃ

অশ্লীল বন্ধুত্ব; ইলিশ থেকে শুরু করে ইজ্জত দিয়ে দিচ্ছি বন্ধু কেবল মুত্র বিসর্জন করে

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০

ভঙ্গুর রাজনীতি আর পা চেটে ক্ষমতায় থাকার চেষ্টার কারনে দিনের পর দিন আমরা জনসাধারন অশ্লীল বন্ধুত্বের অভিশাপ টেনে বেড়াচ্ছি। রমজান মাসে পেঁয়াজের চাহিদা বেশী থাকে আর সেই সুযোগে ভারতীয়রা রপ্তানি মূল্য বাড়িয়ে দিচ্ছে এর নাম হচ্ছে বন্ধুত্ব। বাংলাদেশী মুসলমানরা যেন গরুর মাংস না খেতে পারে সে জন্য বিএস এফ কে নতুন করে ম্যান্ডেড দেওয়া হয়েছে। ভারতীয় গরু আমাদের ট্যানারি শিল্প, মাংশ শিল্প ও সাধারনের আমিষের চাহিদা পূরনের অন্যতম যোগান। আমাদের রাষ্ট্র যেখানে ঘরের মেয়েকে ন্যাংটা করে শাড়ি বিছিয়ে লাল গালিচা করে দিচ্ছে, সেখানে ভারত আমাদের সেই লাল গালিচা ছুয়ে দেখার বদলে মুতে দিচ্ছে প্রতিবার। আমাদের পাচাটা নেতারা সেই মুত্র চেটে ঘোড়ার মত দাঁত শিটকিয়ে বলছে কি দারুন কি দারুন । গরু সরবরাহে বাধা দিয়ে কৌশলে আমাদের চামড়া ও মাংশ রপ্তানি নষ্ট করে দেওয়ায় প্রধান উদ্দেশ্য বলে মনে হয়। কি আমাদের বন্ধুরে বাবা......... গিরে গুনে দিয়ে যাচ্ছে আর আমরা নিয়ে যাচ্ছি............... বন্ধুর জন্য তিতাস নদী মেরে দিচ্ছি, রামপাল এ বিদ্যুৎ কারখানা করে দিচ্ছি ( আমরা না করতে পারিনি কিন্তু ফরাসি বিনিয়োগকারী ব্যাংক কিন্তু সরে গেছে পরিবেশ এর কথা চিন্তা করে) কিন্তু বন্ধু কেবল আমাদের গা ভরে মূত্রই ছেড়ে যাচ্ছে আহা আহা আহা কি বন্ধু আমাদের। একফোটা পানি দিতে গেলে দিদি-দাদাদের জল খসে যাবার মত উত্তেজনা উঠে যায় শরীরে আর এখন গজলডোবাতে পানির পরিমান বেড়ে যাওয়ায় বাংলাদেশে ঠেলে দিচ্ছে আর বন্যায় ভাসছে মানুষ ......।
ইলিশ কম ধরা পড়া সত্তেও ইলিশ রপ্তানির তোড়জোড় করছি পাছে বন্ধুর রাগ হয়,
বন্ধু ভুল করে আমাদের দেশের মানুষ মারে সীমান্তে,.........আজো ফেলানীর হত্যাকারী পেল নির্দোষ এর সার্টিফিকেট আমরা রাষ্ট্রীয়ভাবে কোন প্রতিবাদ জানাতে পারিনা কারন ওই যে আমাদের অশ্লীল বন্ধুত্ব । সেই ৭১ এ আমাদের সাহায্য করে আমাদের বংশতবদ গোলামে পরিনত করে রেখেছে আমাদের বন্ধু। আমাদের সময়ের সোনালী সন্তানরা কি এই অশ্লীল বন্ধুত্ব বয়ে বেড়াবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতার লাল সূর্য এনেছে ? আমি বিশ্বাস করি না মুক্তযুদ্ধ হয়েছিল সন্মানের সাথে বাচার জন্য কোন অশ্লীল বন্ধুত্বের নাগপাশে থাকার জন্য নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:০৪

মশিকুর বলেছেন:

ভারসাম্যহীন বন্ধুত্ব :( লেখায় আবেগের উত্তেজিত বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের শীর্ষে বসে থাকা ব্যক্তিদের কবে যে বোধ উদয় হবে???

ধন্যবাদ।

২| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪২

মাসুদুর রহমান রানা বলেছেন: যাদের জন্য লিখেছেন তাহারা অন্ধ, বধির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.