নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কিছু বলা যাবে না। আমার মূল্যায়ন হবে আমার লেখায় আর তা করবে আমার চারপাশের মানুষ

৭ ১ নিশান

দেখি আমি অন্ধ চোখে জগতটাকে

৭ ১ নিশান › বিস্তারিত পোস্টঃ

ছেলেরা চোখ বন্ধ মেয়েরা ন্যাংটা হবে / ইয়াবা বা গাঁজা খাবে

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫

প্রসংগ ১
আগে একটা সময় ছিল যখন আমাদের লজ্জা-শরম বা কিছুটা বোধ বুদ্ধি ছিল যার কারনে আমরা ভালকে ভাল বা মন্দকে মন্দ বলতে পারতাম। হায়রে সময় লজ্জা শরম মূল্যবোধকে কোথায় নিয়ে গেলি। আজকাল মেয়েদের পোশাক আশাক এত বিশ্রী রকমের হয়ে গেছে যে বিদেশী মহিলারাও লজ্জা পাচ্ছে। বিদেশী মহিলারা এদেশে এসে বড় জামা কাপড় পরে কেন বলতে পারেন? কারন শরীরের দিকে মানুষ তাকিয়ে থাকলে তারা লজ্জা পাই। কিন্তু আমাদের দেশের আল্ট্রা মর্ডান মেয়েরা লজ্জা পাই না। পাবেই বা কেন এক শ্রেনীর চোদনবাজতো হারমনি বাজিয়েই যাচ্ছে মেয়েরা এগিয়ে যাচ্ছে এই বলে। হ্যা আমাদের দেশের মেয়েরা পাতলা জামা-কাপড়ে ভীষনভাবে এগিয়ে যাচ্ছে। এইতো সেদিন বসুন্ধারতে কিছু মেয়ে দেখলাম এমনভাবে পোশাক গায়ে দিয়েছে যে ব্রেসিয়ারটাও দেখা যাচ্ছে। আবার দিন তিনেক আগে বাড্ডা থেকে ফিরছি সাথে নিজের স্ত্রী, হুট করে পাশের গলি থেকে এক মেয়ে বের হল যার পোশাক দেখে মনে হল এটা কি বাংলাদেশ! মেয়ে বিকারহীন ভাবে হাটছে, রিকশাওয়ালা থেকে পানের দোকানদার সবাই মজা নিচ্ছে। এ কোন দেশে আছিরে বাবা। এখন জ্ঞানপাপী আরা বুদ্ধিব্যবসায়ীদের একটাই কথা কাপড় খুলে ফেল তুমি হয়ে যাবে আধুনিক মন ও মননে। আর মেয়েদের ন্যাংটা সংস্কৃতির সাথে পরিপূর্ন করে দিতে আনতে চলেছে ক্লাসি পর্ন তারকা সানিলিওয়নকে। আর মেয়েদের ন্যাংটা করে বাজারে উঠানোর জন্যই তো নানা আয়োজন; নান মুখী সুন্দরী প্রতিযোগিতা টিভি চ্যানেলগুলোর। সেদিন মনে হয় খুব বেশী দূরে না যেদিন আমাদেরকে শুনতে হবে এই ছেলেরা চোখ বন্ধ কর মেয়েরা ন্যাংটা হবে।

প্রসংগ ২
সন্ধ্যার পর সোহরাওয়ার্দী উদ্যান ভাগ হয়ে যায় নানামুখী ব্যস্ততায়। এক অংশে চলে ছেলে বুড়ো সবার গাঁজার আসর যেখানে খোকা থেকে শুরু করে দাদু সবাই আছে চলছে টানে টান। অন্যপাশে হয়ত প্রেম-পরকীয়া আর কামলীলা চলছে, আর ছবির হাটের পার হয়ে গোল গুলোতে চলছে ছেলে-মেয়েদের একত্রে বসে গাঁজা সেবন। মেয়েদেরকে একত্রে বসিয়ে যখন ছেলেগুলো গাঁজা সেবন করে তখন কি একবারো ভাবে যে, তাদের বোনদের নিয়ে অন্যকোন যুবকরা অন্যকোন পার্কে বসে আছে? ভাবে না কারন গাজা-ইয়াবার তুমুল নেশা তা ভুলিয়ে দিছে অনেক আগেই। ছবির হাট পার হয়ে বটতলার সামনে দেখা যায় বিভিন্ন ভাবের মানূষ জন কেউ মাথায় বাংলাদেশ বেধে গাঁজা খাচ্ছে কেউ ছবি আকছে কুট কুট করে কেউবা বাশী খাচ্ছে কেউবা গিতার বাজাচ্ছে কিন্তু উদ্দেশ্য এক একটু পাওর গাঁজা খেতে হবে। আর মেয়ে মানূষ নিয়ে গাঁজা খাবার মজাই আলাদা এতে নাকি গাঁজাখোরদের স্ট্যাটাস বেড়ে যায় (গাঁজাখোর দের থেকে শোনা )। কোথায় ছেলে মেয়ে একত্রে বসে সমাজ গড়ার চেষ্টা করবে তা না বসে গাঁজা খাবে ইয়াবা খাবে।

কোন সমাজকে ধবংস করতে হলে সে সমাজের তরুণদের মধ্যে নগ্নতা ও নেশাকে ঢুকিয়ে দিলেই বাকিটা আপনা আপনিতেই হয়ে যাবে। আর আমাদের সমাজে এই কাক্টাই হচ্ছে স্লো পয়জনিংয়ের মাধ্যমে।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩০

দিপ্২৪ বলেছেন: হগলডাই ঠিক। সিরাম বইলচেন বাইজান।

২| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫

আলী আকবার লিটন বলেছেন: অনেক সুন্দর মূল্যবান কথা বলেছেন ভাই


লেখাটির জন্য আন্তরিক শুভেচ্ছা রইলো ...

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭

৭ ১ নিশান বলেছেন: কি করতাম অরে ভাই দেখে শুনে তো আর সহ্য করা যায় না

৩| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৯

নতুন বলেছেন: এগুলি বন্ধে সামাজিক সচেতনতার বিকল্প নাই।

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০২

৭ ১ নিশান বলেছেন: আমি বলছিনা যে সব মেয়েকে বোরখা পরে ঘুরতে হবে, কিন্তু পরিবার থেকেই মূল্যবোধ আর নীতি নৈতিকতার শিখা দিতে হবে............

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৪

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: সেদিন মনে হয় খুব বেশী দূরে না যেদিন আমাদেরকে শুনতে হবে এই ছেলেরা চোখ বন্ধ কর মেয়েরা ন্যাংটা হবে। ভালো লিখেছেন। আমরা নষ্ট হয়ে গেছি। সময় শেষ হওয়ার আগে ডাক্তার দেখানো দরকার।

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭

৭ ১ নিশান বলেছেন: ক্যান্সারের চিকিতসা সুসময় না হলে পরে পার্টস-পাতি কেটে বাদ দিলেও রেকারেন্স এর চান্স থেকেই যায়। ভয়ে ভয়ে বা খুড়িয়ে খুড়িয়ে যেমন মানুষ বাচতে পারে না তেমন ভাবে সমাজ ও বাচতে পারে না। এখন ডায়ালাইসিস করে জাতিতে বিশুদ্ধ করা ছাড়া কোন গতি নেই। আমাদেরকে বুঝতে হবে মুক্ত মনা হথে হলে পোশাক মুক্ত হবার দরকার নেই। আর যারা পোশাকে কবি-সাহিত্যিক ভাব ধরে ঘুরে বেড়াচ্ছে বা রংতুলি নিয়ে বসে গাঁজা টানছে এরা যদি অন্তরে ৫% কবিত্ব/শিল্পীত্ব ধারন করত তাহলে এতদিনে নতুন করে নজরুল-শামসুর রহমান বা অন্যকেউ পুর্ঞ্জন্ম নিত

৫| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৪

আকাশ আহমাদ বলেছেন: আপনাকে ধন্যবাদ এত মূল্যবান বিষয় বলার জন্য। নিজে নিজে এসব কাজ ধিক্কার জানাই। প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস নেই আমাদের। কারণ আমাদের শাসন ব্যবস্থাতো ভুয়া আধুনিকতার মানুষদেরই হাতে। এটা আপনাকে ও আমাকে বুঝতে হবে।

৬| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১১

ধমনী বলেছেন: বাস্তব কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.