![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি আমি অন্ধ চোখে জগতটাকে
শত সহস্র বছরের লালন করা ধ্যান ধারনার শিকলে মানুষ বিশেষ করে উপমহাদেশের মানুষ বন্দি হয়ে আছে। আর সেই সাথে আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে পুরুষ মানুষরা যুগ যুগ ধরে নারীর সুন্দর শরীরের নেশায় বুদ হয়ে বসে আছে। এখানকার সমাজে মেয়েদের মুল্যায়ন হয় গায়ের রঙে। এটা এমন একটা বিষয় যার উপর কারো হাত নেই। এমনকি ছেলে-পুলের গায়ের রঙ কালো হলেও তাকে কথা শুনতে হয়। মেয়েদের গায়ের রঙ ফর্সা সুন্দর আর সাথে মেয়ে যদি হয় যৌবনে টগবগে তাহলে তার আর কোন গুন না থাকলেও চলে এখানে। আমার কথা বিশ্বাস হল না? যদি আমরা একটু চোখ তুলে আশেপাশে তাকায় তাহলে দেখতে পাব মিডিয়ায় কেবল সুন্দর মেয়েদের আখড়া। কি তাদের যোগ্যতা তাদের? কতটুকু লেখাপড়া করে এসেছে তারা মিড়িয়াতে? হ্যা তাদের যোগ্যতা হচ্ছে গায়ের ফর্সা রঙ আর যৌবনের জেল্লা। আমাদের পুরুষেরা মনে মনে সব সময় সুন্দর মেয়ে ও নারীর কল্পনা করে চলে আর এই জন্য মেয়েদের অন্য কোন গুন চোখে পড়ে না। আমাদের আশে পাশে সাদা, কালো, শ্যমলা, গোলাপী কত মেয়েই ঘোরা ফেরা করে কিন্তু অধিকাংশ সময় আমরা আগে তাদের রুপ যৌবনের কথাই প্রথম চিন্তা করি, অথচ মানুষ সুন্দর হয় ব্যবহারে, শিক্ষায়, ভব্যতায়, ও মানবিকতায়। কিন্তু কঠিন হলেও বাস্তব এটা যে অধিকাংশ কর্পোরেট হাউজ ও বেসরকারী প্রতিষ্টান গুলোতে রুপসী মেয়েদের গুরুত্ব দেয়। কালো মেয়েদের এখনো আমাদের সমাজে কেবল গায়ের রঙয়ের জন্য নানা জায়গায় অসুবিধায় পড়তে হয়। এটা কি এখনো আমাদের ছোট ও সংকুচিত মন মানসিকতার পরিচয় নয়?
এখনো বিয়ের বাজারে ফর্সা মেয়েদের চাহিদা বেশি, মেয়ে পড়ালেখা বা চাকরি বাকরি না করলেও চলে যদি তার রুপ যৌবন থাকে। কালো মেয়েরা উচ্চ শিক্ষিত, ভদ্র মার্জিত হলেও তাদের নিয়ে কি কখনো প্রোগ্রাম হতে দেখেছি আমরা কেউ আমাদের টিভি চ্যানেলগুলোতে? না দেখেনি আর ভবিষ্যতে দেখব কিনা জানি না। আসলে আমরা সুন্দর ব্যাপারটার সাথে পচিচিত নয় অথবা সুন্দরের অর্থ জাতি হিসাবে আমরা এখনো বুঝে উঠতে পারিনি। এটা আমার আপনার একার ব্যার্থতা নয় এটা সমগ্র জাতির ব্যার্থতা।
আমাদের এ হীন মানসিকতার জন্য দায়ী আমাদের অন্তরে ও শিরায় শিরায় বয়ে চলা পচা সংস্কার আর মূর্খতা।
আমরা পুরুষেরা সুন্দর নারী নগ্ন নারী শরীর দেখতে পছন্দ করি। রাস্তায় বের হলে চোখ থাকে সুন্দরী কোন নারীর উরু, স্তন্যের খাজ বা পাছার খাজের দিকে যদি একটু দেখা যায়। বউ বা প্রেমিকা হিসাবে আমরা কল্পনা করতে ভাববাসি সুন্দর কোন নারীকে। আর রাতের বেলায় অন্ধকারে পেতে চায় সুন্দর ফর্সা নগ্ন নারী শরীর। আর এই জন্য গাত্র বর্ন ব্যাপারটা প্রকট হয়ে ওঠে আমাদের সমাজে।
যৌন লীলা বা থ্রি এক্স দেখার সময় ৯০% মানুষ ফর্সা মেয়ের শরীর দেখে মজা নেয় আমি হলফ করে বলতে পারি খুব কম লোকই কালো বা আফ্রিকান মেয়ে-ছেলের যৌন মিলন দেখে মজা পান। এই বিকৃত মানসিকতার লালন পালন বন্ধ না করলে আমাদের সমাজে ঘোটে চলা অনাচার বন্ধ হবে না।
আধুনিক শিক্ষাদীক্ষায় শিক্ষিত হয়ে উন্নতির দিকে ধাবিত হতে হলে আমাদেরকে এই সাদা কালো গাত্র বর্ন প্রিয়তা ঝেড়ে ফেলতে হবে। মানুষকে বিচার করতে হবে তার যোগ্যতায় নারীর মূল্যায়ন হবে তার কর্মে, শিক্ষায় তার রুপ যৌবনে নয়।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০১
চলন বিল বলেছেন: ধুর মিয়া আপনি এত বেশি পাঠক পাইছেন একটা অশ্লীল টাইটেল দিয়া। আর লেখার মান ভালো না। সস্তা জনপ্রিয়তার জন্য অশ্লীল কথা লিখতেই হবে এমন কোন কথা নাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০
৭ ১ নিশান বলেছেন: হ্যা আমি পর্নগ্রাফিক লেখক, কোন সমস্যা? আমি সামগ্রিক মানব সমাজকে বিশ্লেষন করি কামনা-বাসনা- যৌনতার তাড়নার নিমিত্তে উপর ভিত্তি করে।
আর হ্যা আমার পাঠক কারা আমি জানি, আপনি সমালোচনা করার আগে শুরু হতে শেষ পর্যন্ত সব গুলো লেখা পড়ে আসেন। আর সমালোচনা যে একটা আর্ট সেটা বোঝার কোন যোগ্যতা আপনারা আছে কিনা সেটা ভেবে দেখার মত বিষয়।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পুরুষরা এমনই হয়
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
৭ ১ নিশান বলেছেন: লেখালেখির ভারটা নিয়ে নিলাম আর বিষয়বস্তুর উপর মতামত দেবার দায়িত্ব আপনাদের