নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কিছু বলা যাবে না। আমার মূল্যায়ন হবে আমার লেখায় আর তা করবে আমার চারপাশের মানুষ

৭ ১ নিশান

দেখি আমি অন্ধ চোখে জগতটাকে

৭ ১ নিশান › বিস্তারিত পোস্টঃ

প্রমান করলেন তিনি একজন অপদার্থ; জাফর ইকবাল

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত প্রমথ চৌধুরীর এই কথাটি বার বার মনে পড়ছে আর ভেবে চলেছি আসলেই কি আমাদের সমাজে স্বশিক্ষিত মানুষ আছে। সময়ের সাথে ঘটে চলা ঘটনাবলি বিশ্লেষন করলে বোঝা যায় আমাদের বর্তমান সময়ে শিক্ষিত মানুষের ঢল নেমেছে সেই সাথে তৈরি হচ্ছে শিক্ষিত মূর্খদের এক বিশাল বাহিনী। আর এর পেছনে অবদান রেখে চলেছে দলকানা জ্ঞানপাপী শিক্ষক সমাজ। যে দেশে শিক্ষকরা লোভের পেছনে কুকুরের মত ছুটে বেড়ায় সে দেশে আর যাই হোক খুব সহজে ভাল মানুষ তৈরি হয় না, স্বশিক্ষিত মানুষ তো অনেক দূরের ব্যাপার।

দেশে জ্ঞানপাপীর অভাব নেই এর মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামধারী পশুগুলো হচ্ছে সব থেকে নিকৃষ্ট। এই অপদার্থদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের সবার শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার। অনেক বলে থাকেন মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হয়েছেন তিনি দেশের টানে বিদেশ ছেড়ে চলে এসেছেন আরো অনেক কথা। কিন্তু মোদ্দা কথা হল তিনি সহ আমাদের বর্তমান কালের চিনি-গুড় লোভী শিক্ষকরা আসলে আদর্শ, ন্যায় ও সত্যের পথ থেকে ক্রোশ ক্রোশ দূরে সরে এসেছে। শিক্ষকদের উপর এর আগেও হামলা হয়েছে নানা বিশ্ববিদ্যালয়ে, বেগম রোকেয়াতে তো শিক্ষকদের উপরে স্টিম রোলার চালানো হয়েছিল ভিসি ও ছাত্রলীগ নাকি জড়িত ছিল (সূত্র দৈনিক প্রথম আলো)। প্রেস ক্লাবের সামনে কিছুদিন ঢাকা বিশ্বব্দ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করেছিল ছাত্রলীগ, আসিফ নজরুল স্যারের রুমেও আগুন দিয়েছিল এরা। আর অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে খন খারাপি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে ছাত্রলীগ

ছাত্রলীগের কাজ ছাত্রলীগ করেছে এবং ভবিষ্যতেও করবে কিন্তু দুঃখের বিষয় হল আমাদের মহান শিক্ষকেরা আরো মহান হয়ে যান ছাত্রলীগের সন্ত্রাসের বেলায়। সন্ত্রাস যেই করুক সে অবশ্যই খারাপ। অথচ আমাদের কে শুনতে হল যে ছাত্রলীগের ছেলেদের কোন দোষ নেই ওরা বাচ্চা, তা কিনা আবার জাফর ইকবালের মত স্যারের মুখ থেকে। আমি মোটেও অবাক হয়নি কারন ভদ্রলোকের মুখোশ ও অভিনয় সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত। সেদিন বর্ষায় ভিজে অনেক আবেগী হয়ে কথা বলে আবার রোদ উঠতে না উঠতেই সুর পাল্টে অন্য সুরে গাইওতে শুরু করেছেন। যে যত কথা বলুক না কেন আমি বিশ্বাস করি এদের মত অপদার্থ শিক্ষকদের জন্যই আমাদের আজ এই দশা। এদের না আছে কোন মেরুদন্ড না আছে একটা নির্দিষ্ট স্ট্যান্ড, স্রোত যেদিকে যায় এরা সাগরে ভাসমান অমেরুদন্ডী প্রানীর মত সেদিকে ভাসার চেষ্টা করে।

কোন দিন এরা ছাত্র রাজনীতির ভুল নিয়ে কোন কথা বলে না। কেন বলেনা? কারন এনিয়ে কথা বললেই যে গনেশ ধপাশ করে মাথায় ভেঙ্গে পড়বে। যে শিক্ষক বা শিক্ষক সমাজ অন্যায়কে অন্যায় যদি বলতে না পারে তাহলে তাদের কাছ থেকে আমরা কি শিখব। শিক্ষক সমাজের বোধের উদয় কবে হবে সেটা জানিনা তবে চিনি গুড় লোভী জাফরদের যে কোনদিন ই বোধের উদয় হবে না সেটা বুঝতে আমাদের আর বাকি নেই। আজ বলছে ছাত্রলীগের দোষ নেই কাল বলবে কই ছাত্রলীগের ছেলেরা তো মারামারির সময় ছিল না ওরা হলের রুমে বসে দুদু খাচ্ছিল।
তার কাছে জাতি অনেক বেশী কিছু আশা করে বারংবার মিথ্যা আর অভিনয় জাতি আশা করে না। তিনি তার নতুন সুরের মাধ্যমে প্রমান করলেন তিনি প্রথম শ্রেনীর দালাল ও অপদার্থ।



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

পীরবাবা বলেছেন: জাফর স্যার আর এরশাদ কাকুর মধ্যে কোন পার্থক্য নাই। :P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

৭ ১ নিশান বলেছেন: এরশাদ ওর থেকে ভাল ........................ এতো ছদ্মবেশী শয়তান ............

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

ই হক মুরাদ বলেছেন: শ্রদ্বেয় হুমায়ুন আহমেদ স্যারের ঘাড়ে চড়ে আসা জাফর স্যার এখনো দেশের বাতাস বুঝতে পারেন নাই

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮

ই হক মুরাদ বলেছেন: শ্রদ্বেয় হুমায়ুন আহমেদ স্যারের ঘাড়ে চড়ে আসা জাফর স্যার এখনো দেশের বাতাস বুঝতে পারেন নাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৬

৭ ১ নিশান বলেছেন: আরে ও একটা গাড়ল, হুমায়ুন আহম্মেদ তো অঙ্ক কিছু স্বীকার করেছেন কিন্তু এ ব্যাটা তো মনে কিছু রাখতেই পারেনা তাহলে সত্য বলবে কিভাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.