নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কিছু বলা যাবে না। আমার মূল্যায়ন হবে আমার লেখায় আর তা করবে আমার চারপাশের মানুষ

৭ ১ নিশান

দেখি আমি অন্ধ চোখে জগতটাকে

৭ ১ নিশান › বিস্তারিত পোস্টঃ

মোবাইল দিয়ে প্রেস্ক্রিপশনের ছবি তোলা....

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১



ডাক্তারের কাছে গেলাম এক নামী প্রাইভেট হসপিটালে ....ডাক্তার ও হসপিটালের নাম উহ্য থাকল.


রাত আট ঘটিকার সময়ে ডাক্তার এর সাথে সাক্ষাত পর্ব শেষ হল...ডাক্তারের হাতের লেখা বুঝে উঠতে হিমশিম খাচ্ছি, এর মধ্যে সুদর্শন এক ব্যক্তি কোন কথা না বলে মোবাইল ক্যামেরা বের করে বলল ভাই দাড়ান প্রেস্ক্রিপশনের একটা ছবি তুলি দাড়ান ...ডাক্তার আমাদের একটা প্রডাক্ট লিখছে .....

ক্লান্তি আমায় ক্ষমা কর অবস্থায় ছিলাম বলে লোকটিকে নিরাশ করিনি এবং বলে দিয়েছি এটা একটা জোচ্চুরি এগুলো বন্ধ করেন.......

সোজা কথায় ডাক্তার প্রেস্ক্রিপশনে কোম্পানির প্রমোট করা ওষুধ লিখছে কিনা তার উপর চোখ রাখার জন্য এই ব্যবস্থা

ফলাফল:
1) কিছু ডাক্তার মহোদয়/ মহোদয়াগন কিছু এক্সট্রা ওষুধ ব্যবস্থাপত্রে উল্লেখ করেন. ক্ষেত্র বিশেষে কিছু দামী ও ষু ধ দিয়ে দেন.....

2) অনেক ডাক্তার এর সাথে ওষুধ উতপাদনকারী কোম্পানির গোপন সমঝোতা বের হয়ে আসছে......

3) নাম গোত্র হীন কোম্পানি তাদের "রোগ সারবে না রোগীও মরবে না "টাইপের. ওষুধ রোগীদের কিনতে বাধ্য করছে.......সাথে স্বনামধন্য কম্পানি ও মানুষকে ডাক্তারের মাধ্যমে অতিরিক্ত ওষুধ কিনতে বাধ্য করছে .....

4) কিছু কিছু ডাক্তার লাভের উপর ট্রিপল লাভ করছে

হ্যা ফিস এর বিনিময়ে সেবা হয়ত পেয়ে যাচ্ছি আমরা সাধারন ✔মানুষ তবে এর ফলে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে .....

আমি বহু ডাক্তারের কাছে গেছি অবশ্য মা বাপ ভাই বোন ফুপা ফুপু আত্মীয় স্বজনের সাথে .....খেয়াল করেছি কিছু ডাক্তারগন অনেক সময় মাল্টিভিটামিন / ওমেগা সাল্পিমেন্ট বা এই জাতীয় কিছু ওষুধ দেয়. বাজারে কিনতে গেলে দেখা যায় এসব জিনিস বিকট দামের আর দোকানদাররা বলে এগুলো বিদেশী আম্রিকান - কানাডা থেকে আসে. কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এর সাথে কোন প্যাকেট থাকে না এবং অন্য ওষুধের মত তথ্য বহুল কোন কাগজ ও থাকে না.....প্লাস্টিকের বোতলের গেটাপ দেখলেও মনে হয় না এটা বাইরের দেশে প্রস্তুত করা........

সব ডাক্তারগন অবশ্য এই ধরনের কাজের সাথে যুক্ত নয় আমার আশেপাশে আমার অনেক বড় ভাই বন্ধু বান্ধবী ডাক্তার আছে তারা নিরলসভাবে মানুষের উপকারে কাজ করে যাচ্ছে এবং একজন গরিবের ডাক্তার খ্যাতি পেয়েছে......

এ রকম আর কতদিন .....

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

সুমন কর বলেছেন: ডাক্তার মহোদয়/ মহোদয়াগণ == বিপুল টাকা/উপহার (দামী ইলেকটনিস)/ট্রুর ট্রিপ/...আরো অনেক কিছু পেয়ে থাকেন, ওসব কোম্পানির কাছ থেকে।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: আমার এক ডাক্তার বন্ধুকে খুবই ঘন ঘন আনন্দভ্রমণে বিদেশে যেতে দেখি। আন্যান্য বন্ধুরা বলে, কিছু ডায়াগনস্টিক সেন্টার এবং ঔষধ কোম্পানীর অর্থায়নেই এসব ভ্রমণের ব্যবস্থা করা হয়ে থাকে। অবশ্য আমার ডাক্তার বন্ধুটি অত্যন্ত মেধাবী এবং সুচিকিৎসকও বটে। তার কাছে রেফার করা আমার অনেক নিকটাত্মীয় সুচিকিৎসা লাভ করে আমার কাছে তার প্রশংসা করে গেছেন। আমার বিশ্বাস, উনি অর্থলোলুপ কোম্পানীর ঔষধ প্রেসক্রাইব করলেও তা বুঝে শুনেই করে থাকেন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৯

মলাসইলমুইনা বলেছেন: বাংলাদেশে আবহমানকাল ধরে চলে আসছে চিকিৎসার এই অরাজকতা | পুরো দেশেরই একটা প্রতিচ্ছবি এটা | খুব বেশিতো আলাদা নয় অন্য প্রফেশন থেকে এদের এই ব্যবহার | আমরা বলি দেশ বদলেছে |আসলে খুব বদলায়নি, একই আছে অরাজকতার ব্যাপারগুলো (বেড়েছে কি না তা অবশ্য বলতে পারছি না) |

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সত্য কথন।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


সুদর্শন ইডিয়টটা একটা ইডিওটিক চাকুরী পেয়েছে

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫২

নতুন বলেছেন: গত বার দেশে যাবার পরে ডাক্তারের চেম্বার থেকে বের হবার পরে আমার স্ত্রীর হাত থাকে প্রেসক্রিবসন চেয়ে নিতে চায় একজন তখন তাকে বলি ভাই এটা আপনার কি দরকার? প্রেসক্রিপসান আমার ব্যক্তিগত জিনিস এটা আপনার দেখার দরকার নাই।

তখন ঐখানের আরো কয়েকজন বলে না ভাই ঠিক আছে আপনি জান... এবং ঐ লোকে বলে চুপ থাকতে।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ভাবছি, ডাক্তার বলবো নাকি ডাকাত বলবো, বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করছেন তারা, তার পরও বলছি, আল্লাহু তাহাদের সহায় হউন, কারন তারা ডাক্তার, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.