নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি. সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?

একদম_ঠোঁটকাটা

একদম_ঠোঁটকাটা › বিস্তারিত পোস্টঃ

করিমুল হক - " বাইক অ্যাম্বুলেন্স দাদা "

২৮ শে মে, ২০১৮ সকাল ৯:৪৩

আমাদের চারপাশে এমন অনেক অজানা নায়ক আছেন যারা সমাজ ও জনগণের কল্যাণের জন্য চুপচাপ কাজ করছেন কোনোরকম স্বীকৃতি বা পুরস্কারের লোভ ছাড়া। এই ধরনের এক অনুপ্রেরণামূলক মানুষ হলেন করিমুল হক।

৫০বছর বয়েসী করিমুল হক পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধলাবারী গ্রামের মানুষের জন্য 'বাইক-অ্যাম্বুলেন্স-দাদা'। একজন চা শ্রমিক হয়ে ওঠেন একমাত্র আশার আলো আশেপাশে গরিব গ্রামবাসীদের কাছে। তিনি দুর্বল এবং অসুস্থ রুগীদের তার মোটরবাইকে করে হাসপাতালে নিয়ে যান।

অনেক বছর আগে, করিমুল তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবার জন্য একটি অ্যাম্বুলেন্স খুঁজে পান নি এবং সময়মত চিকিৎসা সহায়তা না পাওয়ায়,তার মা মারা যান । এই ঘটনার পর করিমুল সিদ্ধান্ত নিলেন যে তিনি অ্যাম্বুলেন্সের সুবিধা অভাবের কারণে কোনও ব্যক্তিকে মৃত্যুর মুখে ঠেলে যেতে দেবেন না।

১৪বছর আগে, অ্যাম্বুলেন্স হিসাবে তার বাইক ব্যবহার করার ধারণাটি তার কাছে এসেছিল যখন তার সহকর্মী অসুস্থ হয়ে পড়ে। যেহেতু অ্যাম্বুলেন্স তৎকালে পাওয়া কঠিন তাই করিমুল সময় নষ্ট না করে রোগীকে তার পিঠে বাঁধেন এবং বাইকে করে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যান। তার সহকর্মী সময়মত চিকিৎসার ফলে বেঁচে যান। এই ঘটনার পর করিমুল পুরোদমে "বাইক-অ্যাম্বুলেন্স" সেবা চালু করেন।


করিমুল পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের ধলাবারি গ্রামের আশেপাশের ২০টি গ্রামের মানুষের পরিত্রাতা হয়ে ওঠেন যেখানে কোনও সড়ক, বিদ্যুৎ, মোবাইল টাওয়ার এবং অন্যান্য মৌলিক সুবিধা নেই। এই বেল্টের বেশিরভাগ গ্রামবাসীই চা বাগান এ দৈনিক মজুরির শ্রমিক বা ছোট কৃষক।নিকটতম হাসপাতাল এখান থেকে 45 কিলোমিটার দূরে। তিনি আনুমানিক ৩০০০-৩৫০০ জন লোককে সম্পূর্ণ বিনা খরচায় তার "বাইক-আম্বুলেন্স" পরিষেবা দিয়ে এসেছেন।

শুধুমাত্র তার "বাইক-অ্যাম্বুলেন্স" সেবা দেওয়ায় নয়, করিমুল স্থানীয় ডাক্তারদের কাছ থেকে "first aid" পদ্ধতি শেখার পরে গ্রামবাসীদের প্রাথমিক চিকিত্সার দেওয়া শুরু করেন। তিনি নিয়মিত ব্যবধানে স্থানীয় এলাকায় স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা শুরু করেন।

করিমুল মাসে ৪ হাজার টাকার কম পরিমাণ অর্থ উপার্জন করেন, কিন্তু সব চ্যালেঞ্জের সত্ত্বেও তার "বাইক-এ্যাম্বুলেন্স" চালিয়ে যেতে চান। তার উপার্জনের বেশিরবাগ দরিদ্রদের ওষুধ এবং বাইকের জ্বালানির জন্য ব্যয় হয়।

তিনি তার গ্রামের জন্য একটি আধুনিক স্বয়ংসম্পূর্ণ অ্যাম্বুলেন্সের স্বপ্ন দেখেন। তার এই সমাজসেবার স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে
"পদ্মশ্রী" পুরস্কারে ভূষিত করেছেন।


তথ্যসূত্রঃ ইন্টারনেট

অফটপিক-
৭ দিনের মাথায় আমাকে সেফ ঘোষণা করার জন্য মডারেটর কে ধন্যবাদ জানাই।
সবাইকে আমার অন্যান্য পোস্টগুলি পড়ে দেখার জন্য আমন্ত্রন জানাই।
জনপ্রিয় একনায়ক থমাস শঙ্কর (১৯৪৯ -১৯৮৭ )
একজন নারী যিনি সবজি বিক্রি করে একটি হাসপাতাল নির্মাণ করেছেন।
একজন ডাক্তারের মৃত্যু
মহৎপ্রাণ মহারাজা দিগ্বিজয় সিং জাদেজা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পোল্যান্ড
সত্যিকারের প্রেমের না বলা গল্প ( true love )

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ সকাল ৯:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখাটি দেখে লগইন করলাম!!
করিমুলের মত সাদা মনের মানুষেরা বেঁচে থাকুক!!
ওদের জন্যই পৃথিবীটা এত সুন্দর!!


@"করিমুল মাসে ৪ হাজার টাকার কম পরিমাণ অর্থ উপার্জন করেন, কিন্তু সব চ্যালেঞ্জের সত্ত্বেও তার "বাইক-এ্যাম্বুলেন্স" চালিয়ে যেতে চান।"
-- আমি নই! আসল হিরো করিমুল!!:)
লাভ ইউ বস!!;)


লেখককে প্রথম পাতায় স্বাগতম।
নিজের ঠোঁট ঠিক রেখে, অন্যের কান ঝালাাপালা করে দিন!!;)
কিবোর্ড ভাঙে ভাঙুক,
তবু লেখালেখি চলুক.....;)

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:১৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। পাশে থাকুন।

২| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


লোকটা পুরো উপ মহাদেশে একজন বিপ্লবী ভাবনার লোক, সন্দেহ নেই। ভারত সরকার উনাকে উপাধীর সাথে কপক্ষে একটা এ্যামবুলেন্স" উপহার দিতে পারতো; উপাধি থেকে তো এ্যামবুল্যান্স অনেক সস্তা হওয়ার কথা; ভারতের প্রশাসনও পিগমীতে ভরা!

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:১৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: তিনি "পদ্মশ্রী" পুরস্কার পাওয়ার পড়ে সারা দেশের কাছে পরিচিত কয়ে ওঠেন। বর্তমানে সরকারের কাছ থেকে, নানা সেচ্ছাসেবী সংস্থার এবং ব্যক্তিগত সাহায্য পাচ্ছেন। ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য।

৩| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: পদ্মশ্রী হবার যোগ্যই বটেন তিনি! টুপি খোলা অভিবাদন!
৭ দিনের মাথায় সেফ ঘোষিত হবার জন্য আপনাকেও অভিনন্দন! বেশী করে অন্যের লেখা পড়ুন এবং সেখানে মন্তব্য করুন, তাহলে অন্যরাও আপনার লেখা পড়বে খুঁজে খুঁজে।

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:১৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। সাথে থাকুন।

৪| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:১৪

কাওসার চৌধুরী বলেছেন:
প্রথম পাতায় স্বাগতম। খুব সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন এখানে। আগেও একটি পত্রিকায় উনার সম্বন্ধে পড়েছিলাম, তবে আজ বিস্তারিত জানলাম। ধন্যবাদ আপনাকে, বিষয়টি সামুতে তুলে ধরার জন্য।

শুভ কামনা আপনার জন্য।

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:১৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। এই মুহূর্তে খাব বলে সন্দেশ ও রসগোল্লা নিয়ে বসেছি, আর তখনি আপনার ছবি দিতে মন্তব্য। আপনি পীর নন নন তো?

৫| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:২৩

কাওসার চৌধুরী বলেছেন:


আমি পীর নই, কারণ পীর নামধারী বেশিরভাগই হিপোক্রেট ও ভন্ড। এদের মৌলিক জ্ঞান তেমন একটা নেই। তবে বলতে পারেন, ভাবুক। ভাবুক পীর :( :(
আপনার দিনটি ভাল কাটুক এই প্রত্যাশা রইলো।

৬| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: করিমুল হকের নাম আগেও শুনেছি।উনি ডুয়ার্সের কাছে বাইক অ্যাম্বুলেন্স নামে পরিচিত, ঠিক তথ্যই তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি প্রথম পাতায় সুযোগ পাওয়ার জন্য অভিনন্দন জানাই।

রইল শুভ কামনা আপনাকে।

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৪৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন।

৭| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৪৯

টারজান০০০০৭ বলেছেন: বৈপ্লবিক চিন্তা ! তবে মোটরসাইকেলের সাথে সাইড কার সংযুক্ত করিলে বাঁধা লাগতো না !বৈপ্লবিক চিন্তা ! তবে মোটরসাইকেলের সাথে সাইড কার সংযুক্ত করিলে বাঁধা লাগতো না !

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। একটি মডিফায়েড সাইডকার তিনি সাহায্য হিসেবে পেয়েছেন বর্তমানে।

মন্তব্যে ছবি কি করে এড করব না জানায় ছবি দিতে পারছিনা :(

৮| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৪২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মানুষ মানুষের জন্য।

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৪৯

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ।

৯| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৪৯

বিজন রয় বলেছেন: এইসব নায়কদের জন্য রইল সত্যিকারের শ্রদ্ধা।

আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ।

১০| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪

ভুয়া মফিজ বলেছেন: করিমুল হককে আন্তরিক অভিনন্দন।
আমাদের দেশেও প্রত্যন্ত অন্চলে এমন সেবা চালু করা উচিত। বিষয়টা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:০০

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন।

১১| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: কি হে! এলেন তো প্রথম পাতায়। মিষ্টি খাওয়াবেন না?

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:১৫

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ।পাড়ার দোকান থেকে আমার নাম করে খেয়ে নিন, সেখানে আমার বাকি খাতা আছে! :D

১২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: আপনার প্রতিটা পোষ্ট আমাকে মুগ্ধ করে।

২৮ শে মে, ২০১৮ রাত ১০:৩১

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

১৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: স্যলুট।

১৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:০১

সুমন কর বলেছেন: উনাদের জন্য পৃথিবী আজও সুন্দর। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৮ শে মে, ২০১৮ রাত ১০:৩১

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনাকে ধন্যবাদ। সাথে থাকুন।

১৫| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:৩৬

অলিভিয়া আভা বলেছেন: এটি অবশ্যই একটি ভালো কাজ। মানুশ কেবল অনেক কথা বলতে পারে। মাঠে নেমে কেউ কিছুই করতে চায় না। উনি করে দেখিয়েছেন। অবশ্যই তিনি একজন সুপার হিরো।
পোষটির জন্য অনেক ধন্যবাদ

২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪০

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন।

১৬| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৮

কামরুননাহার কলি বলেছেন: অসাধারণ । এই মহিষী ব্যক্তির জন্য রইলো অনেক অনেক দোয়া।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৫৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: ইনারা আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.