নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি. সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?

একদম_ঠোঁটকাটা

একদম_ঠোঁটকাটা › বিস্তারিত পোস্টঃ

:) :) বানী চিরন্তনী B:-/ B:-/

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

১. অফিস কলিগ বা বিজনেস পার্টনারের সাথে কখনো RELATIONSHIP এ যাবেন না।
২. বস সবসময় সঠিক।
৩. sex stories ছাড়া বাকি সবকিছুই পড়ুন।
৫. ক্রেডিট কার্ড এর ব্যবহার যতসম্ভব এড়িয়ে চলুন।
৬. প্রকৃতির সাথে সময় কাটান।
৭. একাএকা বেড়াতে যান মাঝে মধ্যে।
৮. সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলুন।
৯. সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখুন
১০. প্রশ্ন করুন।
১১. একজন ভাল শ্রোতা হন।
১২. আপনার appearance এর দিকে নজর দিন।
১৩. শাররিক কসরত করুন।
১৪. কেনাকাটা সর্বদা সবসময় মাসের শেষে করুন।
১৫. সময়ে ঘুমান।
১৬. ভোরে ঘুম থেকে উঠুন।
১৭. পরিবারের সাথে কিছু সময় ব্যয় করুন।
১৮. incognito মোডে online কেনাকাটা করুন।
১৯. মানুষকে ঘৃণা করা এড়িয়ে চলুন।
২০. ক্ষমা করতে শিখুন।
২১. প্রায়ই "ধন্যবাদ" দিতে শিখুন।
২২. আপনি ভুল করলে "দুঃখিত" বলুন।
২৩. সবাইকে সম্মান করুন। সব্বাইকে।
২৪. "প্রেমপত্র" লিখুন।
২৫. চুম্বনের সময় কখনও "তার" ঠোঁট কামড়াবেন না।
২৬. প্রথমবারের date এ কখনওই সিনেমা দেখাতে নিয়ে যাবেন না।
২৭. আপনার পছন্দের গান কখনো এলার্ম সেট করবেন না।
২৮. শ্যাম্পু পরিবর্তে ডিম ব্যবহার করুন।
২৯. কন্ডিশনার পরিবর্তে দই ব্যবহার করুন।
৩০. আপনার প্রিয়জনদের উপেক্ষা করবেন না।
৩১. সহজে পাওয়া জিনিস লাভে খুশি হওয়া বন্ধ করুন।
৩২. আপনার বালিশ পাশে ফোন রাখা এড়িয়ে চলুন।
৩৩. সেরা অধ্যয়নের সময় ভোর ৪ টা থেকে ৬ টায়।
৩৪. দ্রুত চার্জ করার জন্য flight mode এ ফোন চার্জ করুন।
৩৫. তাজা ফলের রস পান করুন।
৩৬. আপনি যদি পরবর্তীতে পস্তাতে না চান তবে তাকে এখনই জিজ্ঞাসা করুন।
৩৭. প্রতিদিন 2 লিটার পানি পান করুন।
৩৮. জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।
৩৯. bargain করতে শিখুন।
৪০. ফোনে কোন ভুল বোঝাবোঝি মিটমাট না করে face to face কথা বলে সমাধান করুন।
৪১. মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করুন।
৪২. প্রায়ই Formal পোশাক পরুন।
৪৩. ব্রন কমানোর জন্য tooth paste ব্যবহার করুন।
৪৪. প্রশংসা করতে শিখুন।
৪৫. Task Manager দ্রুত অ্যাক্সেসের জন্য CTRL + SHIFT + ESC ব্যবহার করুন।
৪৬. প্রাণ খুলে হাসুন।
৪৭. যখনই সম্ভব পাবলিক পরিবহন ব্যবহার করুন।

আমার অন্যান্য পোস্ট সমূহ -
কোটিপতি নাপিত- রমেশ বাবু

"অরণ্যদেব"- যাদব পায়েং

একজন নারী যিনি সবজি বিক্রি করে একটি হাসপাতাল নির্মাণ করেছেন

একজন ডাক্তারের মৃত্যু

মহৎপ্রাণ মহারাজা দিগ্বিজয় সিং জাদেজা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পোল্যান্ড

বাবা- মায়ের দ্বিতীয় সন্তান

মন্তব্য ৫৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

মোস্তফা সোহেল বলেছেন: এত কিছু মনে থাকবে না তো ভাই।
সুন্দর পোষ্ট।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: সব মনে রাখার দরকার নেই। যেটা আপনার জন্য সবথেকে বেশী প্রযোজ্য সেটাই মনে রাখলে হবে !
সাথে থাকুন।

২| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কাইকর বলেছেন: ভাল লাগলো।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: জেনে খুশি হলাম।

৩| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

তারেক ফাহিম বলেছেন: মেনে চললে সর্বদায় কার্যকরী।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

একদম_ঠোঁটকাটা বলেছেন: মেনে চলা খুব কঠিন নয়।

৪| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মেমননীয় বলেছেন: ৪ নাম্বারটি কই গেল?
৩ এর পর ৫ হয়েছে।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

একদম_ঠোঁটকাটা বলেছেন: বাকি গুলো মুখস্ত করেছেন। B-) B-) :D

৫| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

লায়নহার্ট বলেছেন: {২৮,২৯}

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: ট্রাই করুন উপকারই হবে। :D

৬| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

কাওসার চৌধুরী বলেছেন: (৪) একটা যোগ করে দিলেই হবে।


প্রতিটি পয়েন্ট আমার ভাল লেগেছে। বিশেষ করে (৫), (১১), (২১), (২২)।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সাথে থাকুন।

৭| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ২৫ নং বাণী সম্পর্কে সংক্ষেপ ব্যাখ্যা দিলে, কিছু জ্ঞান লাভ হতো।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: practical করে দেখুন B-) আর কখনো ভুল হবে না :D

৮| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহা! বেশ, বেশ, বেশ।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

একদম_ঠোঁটকাটা বলেছেন: তাই নাকি !

৯| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

সিগন্যাস বলেছেন: ৩২ নম্বর পয়েন্টের ব্যাখ্যা দিন

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১

একদম_ঠোঁটকাটা বলেছেন: ১) ঘুমে ব্যঘাত
২) ঘুমে দেরী কারন মন শুধু ফেবু আর হোয়াটসআপ চেক করতে চাইবে।
৩) রেডিয়েশন
৪) গরম হয়ে বিস্ফোরণ হতে পারে আর আপনার প্রিয় বালিশ পুড়ে যেতে পারে।

১০| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন।

১১| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সিগন্যাস বলেছেন: ১.আমার ঘুম ভয়ানক গভীর।
২.আহা আমিতো সামু ছাড়া আর কিছু চালায় না
৩.আমার ফোন নকিয়া কম্পানির।পুরোপুরি স্বাস্থ্যসম্মত।আমেরিকার সার্টিফিকেট প্রাপ্ত।রেডিয়েশনের ভয় নাই।
৪.আমার ফোন দিনরাত চালালেও গরম হয়না

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: তাহলে বাকি পয়েন্টগুলোতে মনোনিবেশ করুন।

১২| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সিগন্যাস বলেছেন: অন্য পয়েন্টগুলো ঠিক আছে।শুধু এটা নিয়ে কনফিউশন ছিল।যায়হোক এই ধরনের বিচিত্র পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।আর দ্রুত প্রতিউত্তরের জন্য রইলো শুভেচ্ছা

১৩| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

ঢাকার লোক বলেছেন: ৪) পরকীয়া পরিহার করুন !

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২১

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনার মাথাতে এটাই এল কেন :D হুম এটা চিন্তার বিষয়। B-)

১৪| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেকদিন পরে সামুতে ঢুকলাম। পোস্টটা তথ্যবহুল এবং উপকারী। সবগুলো মানা গেলে খুব ভালো হতো।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ। আমার অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখার আমন্ত্রন রইল।

১৫| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: সিরাম হয়েচে বাহে :D :-B

লাল হইতে হইতে কালা সালাম !:#P =p~

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

একদম_ঠোঁটকাটা বলেছেন: সাথে থাকুন।

১৬| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরামর্শ গুলোর জন্য।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

একদম_ঠোঁটকাটা বলেছেন: সাথে থাকুন।

১৭| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:৪৬

কাউছার হোসেন বলেছেন: ভালো লাগলো

৩০ শে জুন, ২০১৮ রাত ১:১৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: সাথে থাকুন।

১৮| ৩০ শে জুন, ২০১৮ রাত ১:৫৮

শামচুল হক বলেছেন: চমৎকার পরামর্শ। ধন্যবাদ

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:১৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: সাথে থাকুন।

১৯| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৫:২৪

কিশোর মাইনু বলেছেন: ২৪/২৫/২৬-চিন্তার বিষয়।

বাই দ্যা ওয়ে,দরকারী পোস্ট।কাজে লাগবে।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:১২

একদম_ঠোঁটকাটা বলেছেন: যার যেটা কাজে লাগে।

২০| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:১২

সনেট কবি বলেছেন: ভাল লাগলো।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:০৭

একদম_ঠোঁটকাটা বলেছেন: ধন্যবাদ।

২১| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সাথে থাকুন।


আছি।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:২১

একদম_ঠোঁটকাটা বলেছেন: কোথায় ? আপনাকে তো আমার অনুসরণকারী লিস্ট এ দেখতে পাচ্ছি না B-) :D

২২| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৮

নতুন নকিব বলেছেন:



অনেকগুলোই ভাল লেগেছে। ধন্যবাদ।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:২১

একদম_ঠোঁটকাটা বলেছেন: সাথে থাকুন।

২৩| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:০৯

আখেনাটেন বলেছেন: শ্যাম্পু পরিবর্তে ডিম ব্যবহার করুন। -- ডিমের দামে আপনি তো অাগুন লাগানোর ব্যবস্থা করেছেন। চিন্তা করুন, আপনার কথা অনুসারে সবাই ডিম থেরাপী শুরু করে (যে মহিলাদের মাথায় এক বস্তা চুল তাদের তো এক পালাতে এক ডজন দরকার) ডিমের দামে...। :P

যাহোক মৃতপ্রায় খামারীরা উপকৃত হবে এতে সন্দেহ নেই। উনার জন্য ভালো পরামর্শ দিয়েছেন। :D

৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: ডিম ব্যাপারীরা না হয় ২টা পয়সার মুখ দেখল!
সাথে থাকুন।

২৪| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৪১

রোকনুজ্জামান খান বলেছেন: আমার ব্লগে এক বার ঘুরে আসার অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরণাই আমাদের মত নতুন ব্লগার দের এগিয়ে যেতে সাহায্য করবে ।
@ধন্যবাদ

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১০

একদম_ঠোঁটকাটা বলেছেন: আচ্ছা।

২৫| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৭

রাকু হাসান বলেছেন: কার্যকরি পোস্ট

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১০

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনার কোন কাজে লাগলেই পোস্টটি সার্থক।

২৬| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো পোষ্ট। তবে কয়েকটির ব্যাখ্যা থাকলে বোধহয় ভালো হত। বিশেষত ১৪, ১৮, ২৬, ৩৪ একটু দুচার কথা আশা করছি

শুভ কামনা রইল।

৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: ১৪) মাসের শেষে বাজার কেনাকাটা করলে পকেটের ওজন বুজে করা যায়, শুরুতে করলে মাস শেষে টানাটানির মধ্যে পড়তে হতে পারে।
১৮) web browser -এ incognito- মোড এ কেনাকাটা করলে সেটা আপনার browser history তে থাকে না এবং গুগল বা সেই website আপনার সম্বন্ধে data collect করে রাখে না । ফলে পরবর্তীতে আপনার mail, facebook অবাঞ্ছিত এড হিসেবে notification পাবেন না ।
২৬) প্রথম date এ গিয়ে একে অন্যকে দেখা, জানা,কথা ইত্যাদি না করে, মূল্যবান সময় এবং টাকা খরচ করে সিনেমা হলে পর্দার দিকে তাকিয়ে কাটিয়ে দিলে সেটা বোকামিই হবে।
৩৪) flight mode- এ ফোন পুরোপুরি idle থাকে ফলে ব্যাটারি দ্রুত charge হয়।

সাথে থাকুন।

২৭| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৭:৫৩

নিশি মানব বলেছেন: পচিশ নাম্বারের কারনটা কি বলবেন!

০২ রা জুলাই, ২০১৮ সকাল ১০:২২

একদম_ঠোঁটকাটা বলেছেন: ঘুমটা যখন খুব জমে এসেছে, তখন কেউ যদি আপনাকে একটা জোর চিমটা লাগায় আপনার কেমন লাগবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.