নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছুঁয়ে দেখো আমায়

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।

টিটু

আমি একজন কম্পুতার এবং তেলিকম মিস্ত্রি । লন্ডনে থাকি আর কামলা দেই। এইতো আর কি..!!

টিটু › বিস্তারিত পোস্টঃ

জাগো বাঙ্গালী, জাগো তরুণেরা, জাগো প্রজন্ম চত্তর

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১

জাগো বাঙ্গালী, জাগো তরুণেরা



আগামী সোমবার, পাকিস্তানি দোসর, জামাত শিবির রাজপথ অবোরধ করতে চায়,

আমাদের বিতাড়িত করতে চায় প্রজন্ম চত্তর থেকে, আমাদের দাবি ভন্ডুল করতে চায়, আমাদের শান্তি নষ্ট করতে চায়, আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে চায়, রাজীবের মতো সাহসী এ প্রজন্মের তরুনকে হত্যা করতে চায় ।



ওরা আমাদের ঘুম কাইরা নিতে চায়, আমাদের প্রান কাইরা নিতে চায় !!



জাগো বাঙ্গালী, জাগো তরুণেরা !!



রাজাকার ফাঁসি বাস্তবায়ন, পাশাপাশি ওদের বিতাড়িত করতে হবে !! রুখে দাঁড়াতে হবে ।গত ১৪ ফেব্রুয়ারি যেমন মোমবাতি হাতে রাজপথে একাত্বতা ঘোষনা করেছি, রাতের অন্ধকার হঁটিয়েছি, শপথ নিয়েছি রাজাকারদের বিচার কার্যকর না নিয়ে ঘরে ফিরবোনা ।



তেমনি করে আগামী সোমবার টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা লাঠি হাতে নিয়ে রাজপথে থাকতে চাই, ওদের সব অপকর্ম ব্যর্থ করতে চাই ।কোনো অবস্থাতেই এই হরতাল, এই অবরোধ সফল হতে দেবো না।



জাগো বাঙ্গালী, জাগো তরুণেরা !! তোমরা ঘরে ঘরে দূর্গ গড়ে তোল !!

আবারও যুদ্ধে যেতে হবে !! ওদেরকে বিতাড়িত করতে হবেই, আমাদের জয় হবেই !!



তুমি কে, আমি কে ? বাঙ্গালী বাঙ্গালী



জয় বাংলা

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪

নীলকন্ঠ. বলেছেন: যাহার ইচ্ছা নাস্তিক হওয়ার তিনি নাস্তিক হইয়া যাইতে পারেন। কিন্তু নাস্তিক্যগিরি প্রকাশ করিতে গেলে কেন ইসলামকে আক্রমন করিতে হইবে? ইসলামকে আক্রমন না করিলে নাস্তিক্যের পরিপূর্ণতা ঘটে না এই জন্য? নাস্তিক হিসেবে কদর পাওয়া যায়না এই জন্য? আমাদের বিশিষ্ট শাহবাগী থাবা বাবা (রাজীব) নাস্তিক হিসেবে কদর পাওয়ার জন্য যে সব লিখিলেন নাস্তিকরা কোন মস্তিষ্কে ইহাকে সঠিক বলিয়া মানিয়া নেয়?

আমরা দাবী জানাইতেছি, থাবা বাবা গ্রুফ মৃত্যুর পর তাদের সৎকার কীরূপে হইবে - এই বিষয়টা খোলসা করিয়া দিক।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩

টিটু বলেছেন: নীলকন্ঠ,

আমরা অনেক আস্তিক দেখিয়াছি, দেখিয়াছি ৭১' এ, দেখিতেছি এখনও । ৭১ -এ টুপি খুলিয়া, কেউ বা টুপি পড়িয়াই, আমার বোন, আপনার বোনদের ধর্ষন করিয়াছে।তখন কি তারা আস্তিক ছিলো, তখন তারা কি ইসলামের অসন্মান করে নাই, আমাদের প্রিয় নবীর অসন্মান করে নাই ? আপনি হয়তো বলতে পারেন আপনার বোনেরা ৭১ - এ নিরাপদ ছিলো, হয়তোবা পাকিস্তান কিংবা কেন্টনমেন্টের ভিতর ছিলো ।

আমার দেশ, বাংলাদেশ । সবারই সমান অধিকার আছে ভালোবাসার প্রান উজাড় করে, কি আস্তিক আর নাস্তিক !! কি হিন্দু, কি মুসলিম, বৌদ্ধ, খৃস্টান সবারই সমান অধিকার, ভালোবাসতে নাইকো মানা।

কিন্তু জারজগুলোর সাজা দিয়েই রাজপত ছাড়বো ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫

টিটু বলেছেন: ** রাজপথ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.