নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছুঁয়ে দেখো আমায়

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।

টিটু

আমি একজন কম্পুতার এবং তেলিকম মিস্ত্রি । লন্ডনে থাকি আর কামলা দেই। এইতো আর কি..!!

টিটু › বিস্তারিত পোস্টঃ

অবহেলা

২০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০৭

রাত, ভোর, সকাল, দুপুর কাটে

একটা শালিক উপেক্ষা, অবহেলার আশ্রয়ে -



কখনো ঝড়ো হাওয়া, কখনো বর্ষা -

রোদে পুড়ে ফিকে বর্ণ হয়ে গেছে।

তবুও অপেক্ষা তার -



অপেক্ষার ভাজে ভাজে আর্তনাদ -

ভাঙ্গে গড়ে স্বপ্ন আর

কংক্রিট ভারাক্রান্ত অবসাদ।



চলে গেছে সবে

তবুও একাকী অপেক্ষা তার

যেখানে সন্ধ্যা দাড়িয়ে |



ধুন্দুলের ঘ্রাণে পোকায় ধরেছে,

নতুন পোকাদেরও আনাগোনা -

ঘুনে ধরেছে মাঁচায় ; ভেঙ্গে পড়বে বলেই -



একে একে কেও বসে নেই

ঘ্রাণ সেবন শেষে সবাই চলে গেছে।



একটা শালিক অপেক্ষা তার

ঘুনে ধরা মাঁচা

দাঁড়াবার ঠাইটুকু নাই



যদি ফিরে না আসে ভেবোনা ছেড়ে চলে গেছে সে ।

শুধু কেবল অবহেলার আশ্রিত হতে চাইনি সে



যে তুমি উপেক্ষার ভাষায় অবহেলার আশ্রয় নাও

কখনো কি আজ চমকে উঠোনা

আয়নার ওপারে থাকা নিজের প্রতিচ্ছবি দেখে !!

তুমি আজ কতটাই অবহেলিত ??



একটা শালিক -

তবুও অপেক্ষা তার

যেখানে সন্ধ্যা দাঁড়িয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: একটা শালিক -
তবুও অপেক্ষা তার
যেখানে সন্ধ্যা দাঁড়িয়ে


খুব ভালো লাগলো

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৬

টিটু বলেছেন: কাগজের নৌকা (রাসেল হোসেন) >> ধন্যবাদ।
তবুও অপেক্ষা
ফিরে আসেনি এখনও ....

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভাল লাগলো

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৪

টিটু বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা >> ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.