![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশায় উজ্জ্বল
ষাটের দশকের হাওয়াই৷ ছোট্ট বারাকের হাতে বেসবল ব্যাট।
বাবা
বাবার সঙ্গে বারাক ওবামার শেষবারের মতো দেখা হয়েছিল যখন তাঁর বয়স ১০ বছর৷ বারাকের বয়স যখন মাত্র ২ বছর, তাঁর বাবা হার্ডার্ডে পড়াশুনা করার জন্য পরিবার ছেড়ে চলে যান৷ ফিরে আসেন তিনি আর মাত্র একবার৷ সেই স্মৃতি ওবামার মন থেকে কখনও মুছে যায়নি৷ বাবার কাছ থেকে উপহার হিসেবে তিনি পান বাস্কেটবল, আফ্রিকান সঙ্গীতের রেকর্ড৷
হার্ভার্ডের ছাত্র ওবামা
১৯৮৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে ব্যাচলর ডিগ্রি পাওয়ার পর ওবামা এক বছর নিউইয়র্কের একটি অর্থনৈতিক পরামর্শ দান কোম্পানীতে কাজ করেন৷ ১৯৮৫ সালে চলে যান শিকাগো শহরে৷ সেখানকার অপেক্ষাকৃত দরিদ্র এলাকার মানুষদের সাহায্যে কাজ করেন৷ এরপর তিন বছর হার্ভার্ড ল স্কুলে পড়াশুনা৷ তিনিই প্রথম আফ্রো-অ্যামেরিকান যিনি হার্ভার্ড ল রিভিউ পত্রিকার সভাপতি নির্বাচিত হন৷ ১৯৯১ সালে ডক্টরেট করেন ওবামা৷
বিবাহ
১৯৯২-র ১৮ই অক্টোবর বারাক ওবামা এবং মিশেল রবিনসন বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ মিশেল নিজেও ছিলেন হার্ভার্ড ল স্কুলের ছাত্রী৷ কাজ করতেন শিকাগোর সরকারী প্রশাসনে৷ ওকালতির চেম্বারে তাঁদের আলাপ৷ ১৯৮৮ সালে ল স্কুল থেকে বেরুনোর পর মিশেল ঐ চেম্বারের সঙ্গে যুক্ত ছিলন এবং তিনি ছিলেন বারাকের শিক্ষক৷
লেকচারার ওবামা
হার্ভার্ডের ডিপ্লোমা নিয়ে ওবামা ফিরে আসেন শিকাগো শহরে৷ ১৯৯৩ সাল থেকে তিনি সেখানকার একটি ব্যবহারজীবি সংস্থায় যোগ দেন৷ এই সংস্থার উকিলরা বিশেষ করে নাগরিক অধিকার সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত ছিলেন৷ ২০০৪ সালে মার্কিন সেনেটে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অফ শিকাগো ল স্কুলে সংবিধান আইন পড়িয়েছেন৷
[
ইলিনয়ের সেনেটে
ইলিনয় রাজ্যে ওবামা রাজনৈতিকভাবে সক্রিয় হন প্রথম ১৯৯২ সালে৷ প্রেসিডেন্ট পদে বিল ক্লিনটনের সমর্থনে তিনি শিকাগোর আফ্রো-অ্যামেরিকান বাসিন্দাদের ভোটার হিসেবে রেজিষ্ট্রি করানোর জন্য এক প্রচারাভিযান চালান৷ ১৯৯৬ সালে তিনি ইলিনয়ের সেনেটের সদস্য নির্বাচিত হন৷
ওয়াশিংটনে সেনেটর ওবামা
২০০৪ সালে ওবামা ডেমোক্রেটির পার্টির পক্ষে মার্কিন সেনেটের একটি আসনের জন্য নির্বাচনে দাঁড়ান৷ সুস্পষ্ট বিজয়ের পর ২০০৫-এর ৪ জানুয়ারি তিনি শপথ নেন৷ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম কৃষ্ঞাঙ্গ সেনেটর৷ ছবিতে তিনি এবং মিশেল কোলে দুই কন্যা মালিয়া ও সাশা৷
প্রেসিডেন্ট পদপ্রার্থী ওবামা
২০০৭ এর ১০ ফেব্রুয়ারি ইলিনয়ের ক্যাপিটল ভবনের সামনে ১৮ হাজার মানুষের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট পদে তাঁর প্রার্থী হবার কথা ঘোষণা করলেন৷ ১৪৯ বছর আগে এই একই জায়গা থেকে এব্রাহাম লিংকন, পরে প্রেসিডেন্ট, দাসপ্রথা তুলে দেয়ার ডাক দিয়েছিলেন৷
খেলতে খেলতে
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেতে সেনেটর ওবামা খেলাধুলাও এড়িয়ে যাননি৷ ২০০৮ এর ২৯শে এপ্রিল চ্যাপেল হিলে বাস্কেটবল খেলছেন ওবামা৷
মঞ্চের আড়ালে
২০০৮ এর ১৬ই মে সিউক্স ফলসে একটি নির্বাচনী অনুষ্ঠানের ঠিক আগে মঞ্চের পেছনে দাঁড়িয়ে আছেন ওবামা৷
বার্লিনে ওবামা
২৪শে জুলাই ২০০৮৷ বার্লিনে প্রায় ২ লক্ষ মানুষ প্রবল উদ্দীপনা নিয়ে শোনেন বারাক ওবামার ভাষণ৷ তিনি বলেনঃ বিশ্বের জনগণ বার্লিনের দিকে তাঁকান, এখানেই পতন হয়েছিল প্রাচীরের৷
হাওয়াইয়ে অবকাশ
১২ই আগষ্ট ২০০৮ কাইলুয়া বিচে হাঁটছেন ওবামা ও তাঁর বড় মেয়ে মিলিয়া৷
এল পার্টির মনোনয়ন
২৭ আগস্ট ২০০৮, ডেনভার শহরে ডেমোক্রেটিক দলের কনভেনশনে উপস্থিত প্রতিনিধিদের মনোনয়ন পেলেন বারাক ওবামা৷ উপস্থিত হন তিনি তাঁর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনকে সঙ্গে নিয়ে৷
টিভি ডুয়েল
৭ অক্টোবর ২০০৮, ন্যাশভেলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় টিভি ডুয়েলে অংশ নেন বারাক ওবামা ও তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দী জন ম্যাককেইন৷
নির্বাচনী প্রচার
ডেমোক্রেটিক দলের প্রসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে ওবামা যেখানেই উপস্থিত হয়েছেন বিপুল সংখ্যায় মানুষ স্বাগত জানিয়েছেন তাঁকে৷ ছবিতে ১৮ই অক্টোবর ২০০৮ সেন্ট লুইয়ের একটি সমাবেশ৷
মন দিয়ে কথা শোনেন
২১ অক্টোবর ২০০৮, লেকওয়ার্থে একটি অর্থনৈতিক শীর্ষ বৈঠকের আগে তাঁর একজন ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে কথা বলছেন ওবামা৷
ভাবী ফার্স্ট লেডি হবার প্রস্তুতি
১ নভেম্বর ২০০৮, পুয়েবলো শহরে মধ্যাহ্ন ভোজ করছেন ওবামা স্ত্রী মিশেলের সঙ্গে৷ মিশেল তাঁর প্রধান পরামর্শদাতা ও সমর্থকদের একজন৷
পরিবার ঘনিষ্ঠ মানুষ
৩ নভেম্বর ২০০৮, এক নির্বাচনী অনুষ্ঠানে দিদিমা ম্যাডেলিন পেইন এর কথা বলতে গিয়ে অশ্রু সংবরণ করতে পারেননি ওবামা৷ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার মাত্র ১ দিন আগে ৮৬ বছর বয়সে মারা যান তাঁর দিদিমা, যার স্নেহচ্ছায়ায় বড় হয়েছেন ওবামা৷
৪ নভেম্বর ২০০৮: জয়ী ওবামা
শিকাগো শহরে অগনিত সমর্থকের সামনে বিজয়ীর ভাষণ দেয়ার পর সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ওবামা স্ত্রী মিশেলকে জড়িয়ে ধরেছেন৷
পাঁচ প্রেসিডেন্টের ডিনার
৭ জানুয়ারি ২০০৯, বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এর নৈশ ভোজের আমন্ত্রণে নব নির্বাচিত প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ, বিল ক্লিনটন আর জিমি কার্টার৷
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট
মাদাম তুসোর মিউজিয়ামে বারাক ওবামার মোমের প্রতিমূর্তি৷
সূত্র: ইন্টারনেট এবং বিভিন্ন মাধ্যম হতে সংগৃহীত।
২| ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১০
ঘুমরাজ বলেছেন: ভাল লাগছে পইড়া।পালাস
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩১
মীজানুর রহমান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৩| ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৩
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: প্রিয়তে নিলাম
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৫
মীজানুর রহমান বলেছেন: হুমম ! ধন্যবাদ।
৪| ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১
জইন বলেছেন: ভাল লাগছে পইড়া।পালাস
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৪
মীজানুর রহমান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৫| ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: পেলাচ দিয়া প্রিয়া বানাইলাম
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩২
মীজানুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৪
সাইফ ইমাম বলেছেন: ++++
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৩
মীজানুর রহমান বলেছেন: ++++++++
৭| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৯
মেহবুবা বলেছেন: ইন্টারেস্টিং , প্রিয়তে নিলাম ।
ধন্যবাদ পোষ্টের জন্য ।
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৬
মীজানুর রহমান বলেছেন: আপনাকে ও ধন্যবাদ, সময় দিয়ে পড়ারর জন্য।
৮| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২১
শারমিন সুলতানা লিলি বলেছেন: ++++++++++++++++
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৭
মীজানুর রহমান বলেছেন: +++++++++++++++++++++++++++++++++
৯| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৩
বৈকুনঠ বলেছেন: আমগো হাসিনা বারেকের চে' অনেক ভালা। তার অনেক পি.এইচ.ডি। আর খালেদা তো জন্মতারিখ আর পড়ালেখার ব্যাপারে ব্যাপক তেলেসমাতি ব্যাক্তিত্ব।
অতএব শুকেসে
১০| ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৭
হাল্ক বলেছেন: বৈকুনঠ বলেছেন: আমগো হাসিনা বারেকের চে' অনেক ভালা। তার অনেক পি.এইচ.ডি। আর খালেদা তো জন্মতারিখ আর পড়ালেখার ব্যাপারে ব্যাপক তেলেসমাতি ব্যাক্তিত্ব।
১১| ০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
না বলা কথা বলেছেন: প্রিয়তে
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২০
মীজানুর রহমান বলেছেন: ধন্যবাদ প্রিয়তে নেয়ার জন্য।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২০
মনের কিছু কথা বলেছেন: খুব ভালো লেগেছে । তবে এরকম আরো চাই কিন্তু......
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৬
মীজানুর রহমান বলেছেন: অব্শ্যই !
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৪
বো কা মা ন ব বলেছেন: প্রিয়তে রাখলাম।
প্লাস+