নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করি অনেক কিছুর,কিন্তু তা ভাষায় প্রকাশ করতে পারি না।

Enigmatic jihad

*অনেক কিছুই জায়গা করে নিয়েছে আমার ছোট মনে। সময়ের প্রবল স্রোতে বদলে গেছে জীবনের অনেক কিছুই।মহাকাল আবার তার রহস্যভান্ডার থেকে কিছু উপহার দিয়েছে আমায়।। ছোটতে খুব চঞ্চল ছিলাম,এখন স্থির। একসময় ফুটবল ছিল আমার ধ্যান- ধারণা,এখন বিজ্ঞান। তবে যে জিনিসগুলো পরিবর্তন হয়নি,তাদের মধ্যে একটা হলো ভ্রমণ পিপাশা।প্রকৃতি যেন আমায় হাতছানি দিয়ে ডাকে,আর তার বিবর্তন।ইচ্ছে করে নভোমন্ডল ভেদ করতে,ইচ্ছে করে সমুদ্রের অতলে হারিয়ে যেতে।ইচ্ছে করে এলিয়েনদের সাথে বন্ধুত্ব করতে,মত্স্যকন্যাদের সাথে ভাব জমাতেও ইচ্ছে করে। আর এত সব খুঁজে বেড়াই টেলিভিশনের পর্দায়,ভার্চুয়াল জগতে। মাঝে মাঝে নবিতা হতেও ইচ্ছে করে,ইচ্ছে করে ডোরেমনের টাইম মেশিনে করে মেসোজয়িক যুগে ঘুড়ে আসতে।৬ ইঞি ছোট হয়ে দেখতে ইচ্ছে করে পৃথিবীটা। ডিসকোভারি আর নেট জিয়ো দেখে সময় পারি দিতেও ভাল লাগে। ভাবতে ভালো লাগে আইনস্টাইনের আপেক্ষিত তত্ত্ব,ডারউনের বিবর্তন,স্টিফেনের এলিয়েন আর টাইম ট্রাভেলিং নিয়ে। জানতে ইচ্ছে করে ব্লাক হোল,বারমুডাকে। আবার চিনতে ইচ্ছে করে নেসিকেও। কল্পনার সবই জাগ্রত হয় আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশনে,অবিশ্বাসী হয়ে পরি প্রিন্সিপাল অব ইমপসিবিলিটিতে। হিমু হতেও ইচ্ছে হয় মাঝে মাঝে,জ্যোঁত্ন্সার আগুনে পুরে রাতের রাস্তায় হাঁটতে ভালো লাগে,শরীরে হলুদ পাঞ্জাবী আর খালি পায়। মিউজিক তো আমার শিরায় শিরায় বাসা বেঁধে আছে।সুমন ভাইয়ের সাথে কণ্ঠ মেলাতে না পারি,ইচ্ছেয় মিল আছে প্রচুর। -ইচ্ছে ছিল পৃথিবীটা বদলে দেবার,ইচ্ছে ছিল গীটার হাতে যুদ্ধে যাবার। নিজেকে সুপারম্যান মনে হয়,যখন মেডিটেশন করি।মনের বাড়িকে মাঝে মাঝে ভেঙ্গে চুরমার করে দেই,আবার সাজাই ইচ্ছে মত।আমার কল্পনার রাজ্যে আমি সব পারি। ইচ্ছে করে লেভিটেশন করতে,সাতার কেঁটে বেড়াতে আকাশের অসীমতায়।জানতে ইচ্ছে করে সবার মন টেলেপ্যাথি দিয়ে।হ্যাঁ আমি পারি,আমি সাইকিক। তবুও একটা কিছু নেই বলে মনে হয়।এমন দুটো চোখ খুঁজে পেতে ইচ্ছে করে,যেই চোখে তাঁকালেই মন শান্ত হয়ে যায়।চোখ দুটো যেন সম্মহোন করতে চায় আমাকে। বনলতা সেনের সেই চুল,সেই প্রশ্ন। ইচ্ছে করে আগলে রাখতে,পৃথিবীর সবটুকু সুখ তার জন্য জয় করে আনতে। কালজয়ী মায়ার বাঁধনে বন্দী হতে ইচ্ছে হয়। জানিনা কেন,ভালোবাসতে ইচ্ছে হয়।।।

Enigmatic jihad › বিস্তারিত পোস্টঃ

আসুন মহাবিশ্বকে চিনি-জ্যোতির্বিজ্ঞান ১

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২১

'আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ।' পরীক্ষায় ১ নম্বর পাওয়ার জন্য সামাজিক বিজ্ঞানের এই সংগা ছোটবেলায় আমরা সবাই মুখস্ত করেছি।কিন্তু কি আছে আমাদের চারপাশে?
নদী-নালা,খাল-বিল,গাছ-পালা,ব্রীজ,পাহাড়,দোকান,স্কুল,কলেজ,গরু-ছাগল,ভূত-পেত্নি___ইত্যাদি ইত্যাদি। এর বাইরে কি কিছু নেই? পৃথিবী নামক গ্রহের পরিবেশটার চিত্র এরকমই। কিন্তু পৃথিবীর বাইরের জগত্‍,পরিবেশ চেনার আগ্রহ আদিম কাল থেকেই মানুষ চিন্তা-চেতনার কেন্দ্রবিন্দু। এই চিন্তা-চেতনা থেকেই হোমো সেপিয়েন্স পরিচিত হয় 'মহাবিশ্ব' শব্দটার সাথে। কিন্তু তখন আমরা মহাবিশ্বকে চিনতাম না। মাহাবিশ্ব সম্পর্কে এখন আমরা যেটুকু জানি,সেটুকু জানতে আপেক্ষিক তত্ত্ব,কেন্দ্রিক পদার্থবিজ্ঞান,কণা পদার্থবিজ্ঞান,তাপগতিবিজ্ঞান,প্লাজমা ইত্যাদি এবং সর্বোপরি জ্যোর্তিপদার্থবিজ্ঞানের পেছনে কাছা মেরে ছুটতে হয়েছে। মহাবিশ্ব নিয়ে চিন্তা করতে গেলেই প্রথম যে প্রশ্নটা মাথায় আসে তা হলো,এই মহাবিশ্ব এলো কোথা থেকে? কিকরে হলো এর উত্‍পত্তি? কবেই বা হলো?
বহুপ্রাচীন গ্রিক,রোমান ও ভারতীয় ঐতিহ্য এবং ইহুদি,খ্রিস্টান,ইসলাম তিনটি আব্রাহামিক ধর্মমতে মহাবিশ্বের উত্‍পত্তি ঘটেছিল খুব নিকট অতীতে। সপ্তদশ শতাব্দীতে বিশপ উসার (Bishop Ussher) হিসাব করে বলেছিলেন মহাবিশ্বের উত্‍পত্তি ঘটেছিল ৪০০০ খ্রিস্ট পূর্বাব্দে। তিনি এই হিসাব বের করেছিলেন মজার একটা প্রক্রিয়ায়। বিশপ ওল্ড টেস্টামেন্টের মানুষদের বয়স যোগ করে এই হিসাব পেয়েছিলেন। উনি ধারণা করেছিলেন মহাবিশ্ব ও মানুষ একই সাথে উত্‍পত্তি লাভ করেছিল। দর্শনতত্ত্বের কারণে এই ধারণা বহুআগেই ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। গ্রিক দার্শনিক এরিস্টটল সহ তত্‍কালীন (এরিস্টটলের আগে ও পরে) কিছু দার্শনিক ধারণা দিয়েছিলেন মহাবিশ্বের উত্‍পত্তি ঘটেছে ঐশ্বরিক হস্তক্ষেপে এবং মহাবিশ্ব ও মানুষ সৃষ্টির পেছনে ঈশ্বরের বিশেষ কোন উদ্দেশ্য আছে। অবশ্য তখনও বেশ কিছু ধর্মের প্রচলন ছিল। তবে দার্শনিকগণ একটি গূঢ় বাক্য ঠিকই উপলব্ধি করতে পেরেছিল।তা হলো, মহাবিশ্বকে না জানতে পারলে এটি কবে,কীভাবে সৃষ্টি হয়েছে তা জানা অসম্ভব। এই মহাবিশ্ব বা ইউনিভার্সটা আসলে কি?
সহজ ভাষায় উত্তর-যা বিদ্যমান তার সমষ্টিই হলো মহাবিশ্ব। পরিবেশের উপাদান থেকে এবার চিন্তাধারা প্রমোশন পেল,এসে দাড়াল মহাবিশ্বের উপাদানে। দার্শনিকগণ ঢক ঢক করে পানি পান করার মতই মহাবিশ্বের উপাদান সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছিলেন। ধারণাগুলো রিমিক্স করলে অনেকটা এরকম দাড়ায়-'পৃথিবী মহাবিশ্বের একটা অংশ। শুধু পৃথিবী নয়,চাঁদ,তারা,সূর্য সবই মহাবিশ্বের অংশ।'
তত্‍কালীন ক্ষুদ্র সূর্যপূজারী গোষ্ঠী হিলিয়াম বেলুনের মত ফুলে ফেপে ওঠে এ তত্ত্বে,বিরোধিতাও চলে তাল মেপে। সৌরজগত্‍ এর ধারণাও ছিল বিরোধিতার কেন্দ্রে। সূর্যকে তারা জ্বলন্ত গ্যাসের বল হিসেবে মেনে নিতে পারছিল না। যদিও তার সংখ্যালঘু ছিল। বাকি সমাজে উক্ত ধারণাগুলো জোয়ারের মত বয়ে চলছিল। লোকদের মূল আলোচনা আর জনপ্রিয়তার শীর্ষ ছিল বিস্ময়কর এই মহাবিশ্ব।

বৈজ্ঞানিক তাত্ত্বিক হিসাব-নিকাশ,প্রমাণসহ মহাবিশ্বের সার্জারি শুরু হয় স্যার আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত (theory of general relativity) প্রণয়নের পর।১৯১৬ সালে। মহাকর্ষকে স্থানকালের বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায় আপেক্ষিক তত্ত্বে। স্যার আইজ্যাক নিউটন এই জিনিসটা খেয়াল করেন নি যে, মহাকর্ষ তত্ত্ব মহাবিশ্বের উত্‍পত্তি সম্পর্কিত কৌতুহল ধারণ করে আছে। আসলে নিউটন স্যার তার অনেক কাজকর্মের মাহাত্মগুলা ঠিক ঠাক বুঝত না বা বোঝার চেষ্টা করত না। হ্যালি কিন্তু এই ব্যাপারগুলোতে নিউটনকে সাহায্য করত। যে হ্যালিকে আমরা ধূমকেতুর পরিচায়ক হিসেবে জানি ও সম্মান করি। অসাধারণ কৌতুহলি এই হ্যালি বন্ধুর মত নিউটনের পাশে ছিলেন সেসময়। যাই হোক,নিউটনের মহাকর্ষ তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সকল বস্তুকণাই পরষ্পরকে আকর্ষণ করে। এখন সমস্যা হলো,এই আকর্ষনের জন্য তো সব বস্তুরই এক যায়গায় মিশে যাওয়ার কথা। আর গ্রহগুলো কেন সম্পূর্ণ বৃত্তাকার পথে না ঘোরে উপবৃত্তাকার পথে ঘোরে তাও একটা প্রশ্ন ছিল। নিউটন এরও উত্তর জানিয়ে গেছেন।
'আকর্ষন মান দূরত্বের ব্যাস্তানুপাতে ক্রিয়া করে।' কিন্তু তবুও, মহাকর্ষের প্রভাবে মহাবিশ্ব কখনও চিরস্থায়ী থাকতে পারে না।

এবার মহাবিশ্ব সম্পর্কিত চিন্তাধারায় সাইক্লোন তৈরি করেন এডউইন হাবল (Edwin Hubble)। ১৯২৯ সালে তিনি আবিষ্কার করেন যে মহাবিশ্ব স্থির না। এটির প্রসারণ ঘটে চলছে। সব ধারণা,তত্ত্বের মোড় ঘুড়িয়ে দেয় এই আবিষ্কার।
এর পরের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বৃহত্‍ বিস্ফোরণ তত্ত্ব বা big bang theory । বিগ ব্যাংগ থিওরি বলে,-'আজ থেকে ১৫০০-২০০০ কোটি বছর আগে মহাবিশ্বের সকল বস্তুই একটা কেন্দ্রে পূঞ্জিভূত ছিল। যার আকার অনেকটা ডিমের মত ছিল। এর ডিমের ভেতর চলত প্রচুর চাপ,প্রচুর তাপ,সীমাহীন এনার্জির লড়াই। ডিমটার তা আর সহ্য হয় না। বিশাল এক বিস্ফোরণ ঘটে ডিমটির। আজকের গ্রহ,নক্ষত্রসহ সকল পদার্থ,স্থান,কাল ও শক্তি সবকিছুই এই বিস্ফোরন থেকে উত্‍পত্তি লাভ করে।'
আর এগুলো প্রতিনিয়ত দূরে সরতে থাকে পরষ্পরের কাছ থেকে। প্রতিটি বস্তুকণাই একটা নির্দিষ্ট হারে,নির্দিষ্ট বেগে দূরে সরে যাচ্ছে। দূরে সরতে সরতে এগুলো একসময় এমন এক অবস্থায় পৌঁছাবে, যা হবে এদের শেষ সীমা। এদের দূরে সরে যাবার গতি এদের দূরত্বের সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাত্‍, যার দূরত্ব যত বেশী, তার পরষ্পর থেকে দূরে সরে যাবার গতিবেগও তত বেশি।

সালটা ১৯৬৫। আর্নো পেনজিয়াস (Arno Penzias) ও রবার্ট উইলসন (Robert Wilson) নিউজার্সির বেল টেলিফোন ল্যাবে একটি মাইক্রোওয়েভ এন্টেনা দিয়ে একটা অদ্ভুদ তরঙ্গ ডিটেক্ট করেন। তারা বলেন,'এটি মহাবিস্ফোরনের ফলে আলোক তরঙ্গ সরে গিয়ে লাল রংয়ের তরঙ্গসীমা পেরিয়ে মাইক্রোওয়েভে পরিণত হয়েছে।'
তারা তাদের এই আবিষ্কারের জন্য ১৯৭৮ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পায়।।।
______________________________________________

চালিয়ে যাবার ইচ্ছা আছে। লেখায় কোন ভুল-ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি।...

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

দরবেশমুসাফির বলেছেন: খুব ভালো হয়েছে। চালিয়ে যান।

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

নতুন বলেছেন: ভাল টপিক... লিখতে থাকুন... +

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২

আজমান আন্দালিব বলেছেন: ভালো লাগছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

Enigmatic jihad বলেছেন: মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ।।
পরের পর্ব তাড়াতাড়ি দেয়ার চেষ্টা করব।। :)

৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

shiponblog বলেছেন: বিগ ব্যাংগ থিওরি বলে,-'আজ থেকে ১৫০০-২০০০ বছর আগে মহাবিশ্বের সকল বস্তুই একটা কেন্দ্রে পূঞ্জিভূত ছিল।
সালটা কি ঠিক আছে???
চালিয়ে যান।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

Enigmatic jihad বলেছেন: আসলে আপনি যদি wiki অথবা about এ দেখেন,তাহলে বিগ ব্যাংগ সংগঠিত হবার সময় হিসেবে ১৩.৭ বিলিয়ন বছর আগের কথা উল্লেখ আছে।তবে হ্যান্ডবুকগুলোতে উক্ত সময়ের কথাই উল্লেখ আছে।আর যেহেতু একদম সঠিকভাবে সময়টা নির্ণয় করা অসম্ভব,তাই এই রেঞ্জটা ধরা হয়।দুটোর মধ্যে তেমন পার্থক্য নেই।

অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।।।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: ভাল টপিক।চালিয়ে যান।আশা করি প্রতিটা এই নিয়ে প্রতিটা টপিকই পড়তে পাড়বো।আর একটু তাড়াতাড়ি দিবার চেষ্টা করবেন।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

মুক্তমনা মানব বলেছেন: চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.