নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

বাঁধ ভাঙার আওয়াজ আজ আর কেন আ্ওয়াজ করছেনা ?

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩০



সত্যি করে বলছি মাঝে মাঝে ভাবি এটা কি সেই বাঁধ ভাঙার আওয়াজ ? একটা সময় যে বাঁধ ভাঙা আওয়াজের
একটাই পরিচয় ছিল,বিশ্বের সব থেকে বড় বাঙলা ভাষীর ব্লগ । ছিল রাত দিন মিলিয়ে শত কর্ম ব্যাস্ততার মাঝেও
হাজার হাজার ব্লগারদের মিলন মেলা।দৈনিক আসতো শত শত গল্প,কবিতা,রম্য,ছড়াকারদের ছড়া।
কেন আজ ব্লগের ঝরে পরা ?

হতো ব্লগারদের মাঝে ক্যাচাল,তর্ক,বিতর্ক । শত শত তর্ক বিতর্কের মাঝেও মিলন মেলা এবং রসিকতা। আমার
কাছে মনে হয় এর জন্য সব থেকে বেশি দায় ব্লগের কৃতপক্ষ। তারা বিভিন্ন বা নানান ধরনের সিস্টেম
করাতে,তার মধ্যে যেমন ব্লগে পাসওয়ার্ড পরিবর্তন জনিত সিষ্টেম চালু করাতে অনেক পুরাতন লড়াকু লেখকেরা
ব্লগে লগিনও করে ব্লগার হিসেবে প্রবেশও করতে পারছেন না নতুন নতুন লেখাও প্রকাশ করতে পারছেন না।

আবার ব্লগ কৃতপক্ষ অনেককে ব্যানও করে দিয়েছেন,কেউবা কষ্ট করে ঢুকতে পারলে পারছেন না লেখা পোস্ট করতে
বা পারছেন না কেউ কেউ কমেন্ট করতে । এখন আবার নতুন আইডি খুলার অপশনও বন্ধ করে রেখেছেন।

বিভিন্ন সময় যেমন দেশের সরকার পরিবর্তন হলে তারা নতুন নতুন ডিজিট্যাল সিষ্টেম করতে গিয়ে দেশের ১২ টা বাজিয়ে
ফেলছে,ঠিক সেই একই কায়দায় ব্লগের অবস্থা।নানান সিষ্টেমের চাবিকাঠি দিয়ে তালা খুলতে গিয়ে বরং উল্টো ব্লগে জং পরে
যাওয়ার অবস্থা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সব থেকে বেশি দায় ব্লগের কর্তৃপক্ষ
...............................................................
এভাবে বলা চলে না ।
সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্হা বিবেচনা করতে হবে ।
ব্লগারদের ও অনেক বড় দায় আছে ।
যেমন আপনি নির্বাচনের উপর একটি লেখা দিয়েছেন
৫টি কমেন্ট আসল কিন্ত এখন পর্যন্ত একটিরও উত্তর দেননি ।
সুতরাং কমপক্ষে নিজ নিজ দ্বায়িত্ব টুকু আগে পালন করুন ।

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪৫

সূচরিতা সেন বলেছেন: কি বলছেন দাদু আমি সবগুলো উত্তর দিয়ে আপনার এটার উত্তরও দিয়ে দিলাম।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেখলাম মিশু মিলনকে শুধু লাইক দিলেন
তাকে আপনার মনের কথা বলুন ।
যা তাকে আরও অনুপ্রানিত করবে
পাশাপাশি ব্লগ সচল হবে ।

...........................................................................
এখানে গিয়ে একটু পড়ুন ... ... ...
ব্লগে কি ব্লগারদের কৃপনতা জেকে বসেছে ?
ডঃ এম এ আলী র পোষ্ট

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০২

সূচরিতা সেন বলেছেন: দেখলাম মিশু মিলনকে শুধু লাইক দিলেন আরেকবার দেখে আসুন দাদু । আপনি প্রথম আমি ২য়
আর মিশু দাদু দুজনকেই উত্তরও দিয়েছেন।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৬ রাত ৩:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:




লেখাটি পড়ে একজন পাঠক হিসেবে সত্যিই মনটা ভারী হয়ে আসে, আবার একই সঙ্গে এক ধরনের নীরব আশা
জেগে ওঠে। কারণ এই স্মৃতিচারণ শুধু অতীতের হাহাকার নয় এটি ভালোবাসা থেকে জন্ম নেওয়া একটি সতর্ক
উচ্চারণ। যে ব্লগ একসময় হাজারো কণ্ঠের মিলনমেলা ছিল, সেখানে আজ নীরবতা নেমে আসা কষ্টের, কিন্তু সেই
কষ্টই প্রমাণ করে এই প্ল্যাটফর্মকে মানুষ এখনও ভুলে যায়নি।

আপনি যে প্রশ্নটি তুলেছেন এটা কি সেই বাঁধ ভাঙার আওয়াজ ? পাঠক হিসেবে আমার কাছে তা একধরনের
ডাকের মতো শোনায়। যেন হারিয়ে যাওয়া ব্লগারদের ফেরার জন্য কেউ দরজায় কড়া নাড়ছে। সমস্যাগুলো
আপনি যেভাবে সরাসরি তুলে ধরেছেন, তা অস্বস্তিকর হলেও প্রয়োজনীয়। কারণ অসুখ চিহ্নিত না করলে
আরোগ্য সম্ভব নয়।

তবু আশার জায়গাটা এখানেই ,এখনও এমন লেখা আসে, যা পাঠককে থমকে দাঁড় করায়, ভাবতে বাধ্য করে।
এখনও এমন মানুষ আছেন, যারা ব্লগের অতীতকে শুধু নস্টালজিয়া হিসেবে নয়, ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে
দেখেন। পাঠক হিসেবে আমরা চাই, এই স্মৃতি ও অভিজ্ঞতাগুলো কর্তৃপক্ষের কানে পৌঁছাক, তারা যেন বুঝতে
পারেন ব্লগ মানে শুধু সফটওয়্যার বা নিয়ম নয়, ব্লগ মানে মানুষ, সম্পর্ক আর সৃজনশীলতা।

এই লেখাটি সেই আশাটুকুই বাঁচিয়ে রাখে। হয়তো আবার একদিন মিলনমেলা ফিরবে, আবার তর্ক-বিতর্কের
মাঝেও হাসি হবে, আর ব্লগের পাতায় পাতায় নতুন প্রাণের স্পন্দন শোনা যাবে। লেখক ও পাঠক হিসেবে সেই
দিনের অপেক্ষায় রইলাম।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৬:০১

কামাল১৮ বলেছেন: বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে।এই সময় শিল্প সাহিত্যের বিকাশ হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.