নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধুনিকতা পছন্দ করি, অশালীনভাবে চলাফেরা, কথাবার্তা পছন্দ করি না ।

আমি যতটুকু বর্তমান তারচেয়ে ভাল হতে চেষ্টা করি ।

বিপুল কুমার বিশ্বাস

মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।

বিপুল কুমার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

ডেস্কটপের পিছনের ৩.৫ মিমি অডিও জ্যাক ৩ টির কোনটির কি কি কাজ কেউ জানলে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল ।

২৫ শে মে, ২০১৩ সকাল ৮:১৩

ডেস্কটপের পিছনের ৩.৫ মিমি অডিও জ্যাক ৩ টির কোনটির কি কি কাজ কেউ জানলে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল ।

১। স্পিকারে ঠিকভাবে শব্দ আসেছে না ।

২। মাইকে রেকর্ডও হচ্ছে না, আগে হত , এটি রিসেট করার উপায় কী ?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ সকাল ৮:২২

মেহেদী_বিএনসিসি বলেছেন: প্রতিটি জ্যাকের সাথে তার ছবি দেয়া আছে.......তাতেই বুঝতে পারবেন কোনটার কোন কাজ।

২৫ শে মে, ২০১৩ সকাল ৮:৫৮

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে মে, ২০১৩ সকাল ৮:৫৫

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: মাইক্রোফোন, হেডফোনের টা বুঝি পরের টা বুঝি না মানে 3 নম্বরটা বুঝি না ....

৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ৯:১২

স্বপ্নবিলাসী আমি বলেছেন:







ধরেই নিলাম আপনার সাউন্ডকার্ডের পোর্টটা এখানে দেওয়া ছবির মত। তাহলে সবুজ(১) রঙের টা হচ্ছে লাইন আউট পোর্ট। এটাতে স্পিকার কানেক্ট করতে হয়। লালচে গোলাপী(২) হচ্ছে মাইক্রোফোনের জন্য। এখানে মাইক্রোফোন কানেক্ট করতে হয়। এবং নীল(৩) রঙেরটা হচ্ছে "লাইন-ইন" জ্যাক। কোন সিডি প্লেয়ার বা ক্যাসেট প্লেয়ার পিসিতে কানেক্ট করতে এই জ্যাক ব্যবহার করতে হয়। যদিও এই জ্যাকের ব্যবহার তেমন হয়না এখন।




আপনি যদি ঠিকমত সবকিছু কানেক্ট করে থাকেন তো স্পিকার বা মাইক্রোফোনে কোন সমস্যা হবার কথা নয়। তারপরও উইন্ডোজের ভেতরে কিছু সেটিং উলটপালট হবার কারনে সাউন্ডের সমস্যা হতে পারে। সেগুলো চেক করে দেখুন। ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৩৯

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ধন্যবাদ

৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ৯:২৮

বিডি আইডল বলেছেন: ওইগুলা সিপিউর মধ্যে বাতাস ঢুকানোর জন্য রাখা হইছে

২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৩৮

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: প্রোফাইল পিক এর মত বুদ্ধি আপনার ।

পুরাই ফাকা ।
ধন্যবাদ

৫| ২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৫৯

গোবর গণেশ বলেছেন: স্বপ্নবিলাসী আমি যা বলেছেন সেভাবে জ্যাকগুলো লাগালে সবই ঠিকঠাক মত কাজ করার কথা। তবে এই পোর্টগুলো ইচ্ছামত কনফিগারও করা যায়। তাই তার সাথে আমি কিছু জুড়ে দিচ্ছি-

প্রথমেই নিশ্চিত হয়ে নিন আপনি সাউন্ড কার্ডটির যথাযথ ড্রাইভার ইন্সস্টল করেছেন কিনা। ড্রাইভার সাধারণত মাদারবোর্ডের সিডির ভিতরে দেওয়া থাকে। যে অপারেটিং সিস্টেম ইন্সস্টল করেছেন তার জন্য নির্ধারিত ড্রাইভারটিই ইন্সস্টল করতে হবে।

ধরে নিচ্ছি আপনার পিসিতে রিয়েলটেক এর হাই ডেফিনিশন সাউন্ড কার্ড আছে। তাহলে আপনি যখন কোন একটি পোর্টে একটি জ্যাক লাগাবেন তখন আপনার মনিটরে একটি পপ-আপ মেনু আসবে যেখানে আপনি নির্ধারণ করে দিতে পারবেন এটি কি কাজ করবে। যেমন ধরুন আপনি স্পিকারের জ্যাক লাগিয়েছেন, আর পপ আপ মেনুতে নির্ধারণ করে দিলেন মাইক ইন, তাহলে কিন্তু আপনার স্পিকারে কোন সাউন্ড আসবে না। সিলেক্ট করতে হবে লাইন আউট। আবার ধরুন আপনি মাইক্রোফোন লাগিয়েছেন আর সিলেক্ট করলেন লাইন আউট, তাহলে কিন্তু মাইক্রোফোন কাজ করবে না। আপনাকে সিলেক্ট করতে হবে মাইক ইন।

এর পরেও অনেক সময় মাইক্রোফোনে কাজ করেনা বা অডিও লেভেল খুব কম থাকে। সে জন্য সাউন্ড ড্রাইভারের সাথে যে সফটওয়্যারটি ইন্সস্টল হয় সেটি রান করান আর ওখানে মাইক্রোফোন সিলেক্ট করুন ও ভলিউম লেভেল হাই করে দিন।

আশা করি কাজ হবে।

৬| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:০০

গোবর গণেশ বলেছেন: স্বপ্নবিলাসী আমি যা বলেছেন সেভাবে জ্যাকগুলো লাগালে সবই ঠিকঠাক মত কাজ করার কথা। তবে এই পোর্টগুলো ইচ্ছামত কনফিগারও করা যায়। তাই তার সাথে আমি কিছু জুড়ে দিচ্ছি-

প্রথমেই নিশ্চিত হয়ে নিন আপনি সাউন্ড কার্ডটির যথাযথ ড্রাইভার ইন্সস্টল করেছেন কিনা। ড্রাইভার সাধারণত মাদারবোর্ডের সিডির ভিতরে দেওয়া থাকে। যে অপারেটিং সিস্টেম ইন্সস্টল করেছেন তার জন্য নির্ধারিত ড্রাইভারটিই ইন্সস্টল করতে হবে।

ধরে নিচ্ছি আপনার পিসিতে রিয়েলটেক এর হাই ডেফিনিশন সাউন্ড কার্ড আছে। তাহলে আপনি যখন কোন একটি পোর্টে একটি জ্যাক লাগাবেন তখন আপনার মনিটরে একটি পপ-আপ মেনু আসবে যেখানে আপনি নির্ধারণ করে দিতে পারবেন এটি কি কাজ করবে। যেমন ধরুন আপনি স্পিকারের জ্যাক লাগিয়েছেন, আর পপ আপ মেনুতে নির্ধারণ করে দিলেন মাইক ইন, তাহলে কিন্তু আপনার স্পিকারে কোন সাউন্ড আসবে না। সিলেক্ট করতে হবে লাইন আউট। আবার ধরুন আপনি মাইক্রোফোন লাগিয়েছেন আর সিলেক্ট করলেন লাইন আউট, তাহলে কিন্তু মাইক্রোফোন কাজ করবে না। আপনাকে সিলেক্ট করতে হবে মাইক ইন।

এর পরেও অনেক সময় মাইক্রোফোনে কাজ করেনা বা অডিও লেভেল খুব কম থাকে। সে জন্য সাউন্ড ড্রাইভারের সাথে যে সফটওয়্যারটি ইন্সস্টল হয় সেটি রান করান আর ওখানে মাইক্রোফোন সিলেক্ট করুন ও ভলিউম লেভেল হাই করে দিন।

আশা করি কাজ হবে।

২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৩০

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: Thank u

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.