![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।
লেগুনা, মাইক্রোবাস বা সিএনজি তে উঠলে সাবধান । যেকোন সময় আপনার পেটে পিস্তল ঠেকিয়ে অথবা ফাকা জায়গায় গাড়ি দাড় করিয়ে সর্বস্ব কেড়ে নিতে পারে । অথবা আপনারা যেদিকে যাবেন গাড়ি জোর করে অন্য দিকে নিয়ে যাবে বাধা দিলে সাথে সাথে ছুরিকাঘাত, কিল, ঘুষি আছেই । আপনাকে জিজ্ঞাসা করবে নগদ টাকা আছে কিনা, ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, ডাচ বাংলা মোবাইল একাউন্ট আছে কিনা যদি মিথ্যা বলেন তবে ছিনতাইকারীরা আপনার মেসেজ ইনবক্স খুজে দেখবে পাওয়া গেলে কিল, ঘুষির পর পিন কোড বলে দিতে হবে । বুদ্ধি থাকলে উল্টাভাবে পিন কোড বলবেন । তাহলে টাকা বের হবে না । আপনাকে নিয়ে বিভিন্ন এটিএম বুথ থেকে টাকা তোলার চেষ্টা করতে পারে । আপনি যে মাইক্রোবাস বা সিএনজি তে উঠবেন তার নম্বর পরিচিত কাউকে জানিয়ে রাখবেন ।
বাইরে চলাচলের ক্ষেত্রে সবাইকে এসব বিষয়ে সচেতন হতে বলবেন । অনিরাপদ স্থানে একা যাবেন না আপনি ছেলে কিংবা মেয়ে যাই হন না কেন আগে নিরাপত্তা তারপর অন্যকথা । সন্ত্রাসীরা মানুষ না জানোয়ার টাকা পয়সা ছাড়া কিছু চিনে না । কিছুদিন আগে আমার এক বন্ধু এই অবস্থায় পড়ে টাকা পয়সা, এটিএম কার্ড, হারিয়েছে , সাথে মাইর খেয়েছে অনেকদিন অসুস্থ ছিল । আবার এক পরিচিত আংকেল তার ল্যাপটপ টাকা পয়সা হারিয়েছে নবীনগর হতে লেগুনাতে চড়ে বাসায় ফেরার পথে । ড্রাইভার ও ভেতরে যাত্রীবেশে থেকে তারা এই ছিনতাই করে । কয়েকজনকে ছুরিকাঘাত করে আতংকিত করে এসব করেছে । দিন দিন এরা বেপরোয়া হয়ে যাচ্ছে ।
ঢাকা, সাভার, নবীনগর, না:গঞ্জ সারাদেশে এসব অপকর্ম ঘটে চলেছে ।
এসব থেকে মক্তির জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো দরকার । পুলিশের পক্ষ থেকে বিদেশে যেভাবে ক্রাইম ধরে থাকে সেভাবে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দেশের পুলিশের । পুলিশ সিসি ক্যামেরায় এসব ক্রাইম দেখে তাদের পিছু নিলেই সন্ত্রাসীদের ধরা সম্ভব । আর তানাহলে রেবের ক্রস ফায়ার চালু করা হোক । তাহলে কিছুটা কমতে পারে এসব ক্রাইম ।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১
তারেক বলেছেন: পুলিশরে কইয়া লাভ নাই। এসব লেগুনার চালকরা পুলিশদের আগেই হাত করে রাখে।
পুলিশদের বেতন উপযুক্ত পরিমান না বাড়ালে এদেশে পুলিশ দিয়ো কোন কাজ হবে না।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
স্বস্তি২০১৩ বলেছেন: ্তারেক বলেছেন: পুলিশরে কইয়া লাভ নাই। এসব লেগুনার চালকরা পুলিশদের আগেই হাত করে রাখে।
পুলিশদের বেতন উপযুক্ত পরিমান না বাড়ালে এদেশে পুলিশ দিয়ো কোন কাজ হবে না
সহমত।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
ডরোথী সুমী বলেছেন: একান্ত দরকার না হলে একা সিএনজি তে উঠিনা। উঠলেই সারাক্ষণ আতঙ্কে থাকি।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০
ক্লান্ত দুচোখ বলেছেন: ভাই, লেগুনা আর সিএনজি কথা ঠিক বুঝতে পারলাম না!
একটা লেগুনাতে কমপক্ষে ১০/১২ জন থাকে(গতকাল আমি যেটায় উঠছিলাম তাতে ১৭জন ছিলো! ১২জন ভিতরে আর ৫জন পাদানীতে ঝুইল্যা!), ছিনতাই করার জন্য মনে হয় না ১০জন একসাথে একি লেগুনাতে উঠবে, লস বিজনেস! তার চেয়ে ১০জন মিলে একটা ব্যাংক ডাকাতি করা ভালো!
আর সিএনজি আগের থেকে অনেক সিকিউর, কারন খাচার ভিতরে থাকবেন আপনে একা, ভিতর থেকে গেইট না খুললে বাইরে থেকে গুলি করা ছাড়া আর কোন রাস্তা নাই! আর এই গুলি করার জন্য আপনাকে অবশ্যই ঢাকার বাইরে একেবারে নির্জন এলাকায় নিয়ে যেতে হবে, ততক্ষন নিশ্চয় আপনে খাচার ভিতর চুপচাপ বসে থাকবেন না?
আমি ড্রাইভার সমিতির কেউ না, কাজেই ওদের পক্ষে বলার কিছু নাই,
আর ভাইরে ছিনতাই কারীর হাতে পড়লে তো এ্যারোপ্লেনের ভিতরেও পড়বেন যতই সিকিউরিটি থাকুক! এইটা স্রেফ ভাগ্য...
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
ছাসা ডোনার বলেছেন: হায় হায় এ তো ডেন্জারাজ খবর।সাবধান করার জন্য ধন্যবাদ।