নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

( ͡° ͜ʖ ͡°) তানভীর রহমান (Ephemeral Eternity)

এফেমেরাল ইটার্নিটি

সাঝঁবাতির রূপকথা

এফেমেরাল ইটার্নিটি › বিস্তারিত পোস্টঃ

উপরওয়ালার ইউএসবি(USB) প্রীতি!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

কাকতালীয় হলেও অবাক হয়ে লক্ষ্য করার মতো ব্যপার। এই ধরুন আপনার হাতটা কোনোভাবে আঁচড়
লেগে ছিলে গেল। দুদিন পর আবার পায়ে ব্যথা পাবেন, তার পরের দিন রিক্সার ধাক্কায় চোট পাবেন, দেখবেন হাটার সময় একাধিক বার হোঁচট খাচ্ছেন!

আবার এমনও সময় যায় যখন অনেক চিন্তা করেও শেষ কবে ব্যথা পেয়েছিলেন মনে করতে পারবেন না।
সুখ-দুঃখে কিংবা পাওয়া-হারানো'র ক্ষেত্রেও একই সূত্র খাটে। কিন্তু কেন?

প্রকৃতি USB (Universal Serial Bus) টেকনোলোজিটা খুব পছন্দ করে। সব কিছু লাইন ধরে শৃঙ্খলাবদ্ধ হয়ে একের পর এক সংঘটিত হবে --সে সম্ভবত এটাই চায়।

আমি ভোতা অনুভূতির ষণ্ড টাইপের লোক। খুব প্রিয় কিছু হারিয়ে গেলেও কষ্ট পাই না। ইচ্ছে হয় "এবার যেন একটু কষ্ট পাই" তবু পাওয়া হয় না।

এই অল্প কদিন আগে প্রিয় মোবাইলটা অনেকদিনের যত্নে জমানো তথ্য-উপাত্য-কন্টাক্ট আর ডাউনলোডস সমেত মেঘনায় ডুবে গেল।
-কষ্ট পেলাম না।
বহুদিনের পুরোনো, অনেক অনেক স্মৃতিমাখা-ছবি, ভিডিও আর গুরুত্বপুর্ণ ফাইলে ভর্তি পেনড্রাইভ টা হুট করে কোথায় হারিয়ে গেল
-কষ্ট পেলাম না।
ল্যাপটপে লিনাক্স মিন্ট ইনষ্টল করতে গিয়ে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে সন্ধ্যা অব্দি যত যত নথী, স্মৃতি, হাসি, কান্না, দুস্প্রাপ্য সব সফটওয়ার তালেতালে (তিলেতিলে না) জমিয়েছিলাম সবই এক নিমিষেই শেষ হয়ে গেল!
খুবই ভিতু মানুষ আমি। গত ছয় বছর ধরে হলুদ একটা ফোল্ডার খুলে দেখার সাহস হয় নি। সাহসের আর প্রয়োজন হবে না -কী বাঁচাটাই না বেঁচে গেলাম…

উপরে থাকা কেউ একজন আমার সাথে খেলায় মেতেছে। প্রমান সে করিয়েই ছাড়বে, আমিও কষ্ট পেতে পারি!

সে কি জানে না, আত্মা যখন হারিয়ে যায়ঃ শরীরটার খাড়া নাক, নুডলসের মত কুঁকড়ানো মায়াবী চুল কিম্বা অদ্ভুত সুন্দর টোল পড়া হাসি ---- সবই তখন নিতান্তই মূল্যহীন আর তুচ্ছ হয়ে যায়!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

আজমান আন্দালিব বলেছেন: ভালো লিখছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: ধন্যবাদ :)

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

গেম চেঞ্জার বলেছেন: আমার ফেভারিট ল্যাপিটাই এক হারামজাদা নিয়া পলাইছে । ঘটনা সেখানেই শেষ হলেই হতো । সব কালেকশন সহ ডেস্কটপের ডাটা ডিস্ক শেষ ।

চিন্তিত হয়েছিলাম কষ্ট পাইনি । অনেকটাই আপনার মতো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: থাকগা কি আর করা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.