নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

( ͡° ͜ʖ ͡°) তানভীর রহমান (Ephemeral Eternity)

এফেমেরাল ইটার্নিটি

সাঝঁবাতির রূপকথা

এফেমেরাল ইটার্নিটি › বিস্তারিত পোস্টঃ

ব্লুটুথ দিয়ে শেয়ার-ইট নিয়ে পরে ব্লুটুথকে ভুলে যাওয়া মানুষ...

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

ব্লুটুথ দিয়ে শেয়ার-ইট নিয়ে পরে ব্লুটুথকে ভুলে যাওয়া মানুষদের আসলে দোষ দেওয়া যায় না।
কেউ ইচ্ছে করে বদলায় না, প্রয়োজনের তাগিদে বদলায়।
ইচ্ছে করে কেউ ভুলেও যায় না, সময়ই ভুলিয়ে দেয়।
সম্পূর্ণ প্রাকৃতিক ব্যপার এগুলো। নইলে মানুষের বাবা-মা-সন্তান মরে গেলে সে স্বাভাবিক ভাবে আর বেঁচে থাকতে পারতো না কখনো।
রঙিন টিভি ঘরে আসার পর এক কালের প্রবল আকর্ষণীয় সাদাকালো টিভিটা কভারে ঢেকে যায়। একটা সময় কভারে ময়লা জমে, পার্টসে মরিচা পড়ে, ফাঙ্গাস জন্মানো স্ক্রীন পাংশু বর্ণের হয়ে যায় একদিন........
তুমি আজ ভাঙ্গাড়ি' দোকানে?
চিন্তা করো না একদম।
এইতো ক'টা দিন পর তোমাকে পুড়িয়ে গলিয়ে নুতন কিছু তৈরি করা হবে। আবার সে ব্যাকুল হবে তোমাকে কেনার জন্য।
নিজেকে বিকিয়ো না কিন্তু সেদিন!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.