![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;---
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি.
কাটাইনু বহু দিন সুখ পরিহরি.
অনিদ্রায, নিরাহারে সঁপি কায়, মনঃ,
মজিনু বিফল তপে অবরেণ্যে বরি;---
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!
স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে---
ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে।
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে।
- মাইকেল মধুসুদন দত্ত আমাদের মতো প্রবাসীদের জন্যে কিছু লিখে গেছেন। যেহেতু নিজে কবিতা লিখতে পারি না - তাই কবিদের দেখলে হিংসা হয়।
ব্লগে আমার পছন্দের কবি মুকুলের সন্মানে এই কবিতটা পোস্ট করা হলো।
২| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২২
রাশেদ বলেছেন: হেডিং দেইখা আতকাইয়া উঠছিলাম, এস্কিমো ভাইও কবি হইয়া গেলো নাকি!!
৩| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২৬
মুকুল বলেছেন: এস্কিমো ভাই, সত্যি লজ্জা পেলাম!!! আমি কারো পছন্দের কবি হতে পারি, এটা কল্পনাতেও আসেনি কখনো!!! শেষের লাইনটুকু মুছে দিন প্লিজ....... (অন্তর থেকে বলছি.. সত্যি লজ্জা পাচ্ছি!)
৪| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩০
ইেলারা বলেছেন: মুকুল দা কে আমার ভাল লাগেনি। টাই ১ ডিলাম
৫| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩১
এস্কিমো বলেছেন: ভয় নাইরে, রাশেদ। সেই বয়সও নাই যে শুরু করবো।
মুকুল - এটা আমার নিজের কথা। আপনি লিখে যান।
৬| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৫
এস্কিমো বলেছেন: ঠিকাছে - ইলোরা, এটা মাইকেলের কবিতা। অসুবিধা নেই।
৭| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৬
এস্কিমো বলেছেন: কেমিকেল - রিল্যাক্স, আপনার রাগ কমে যাবে। মাত্র কয়েকটা বসন্ত পরই।
৮| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৭
মুকুল বলেছেন: ইেলারাকে ধন্যবাদ তার অকপট মন্তব্যের জন্য। ইেলারার কমেন্টে ৫।
৯| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৮
ধারাভাষ্য বলেছেন: ৫।
প্রবাসীদের জন্য মাইকেল এই অসাধারণ কবিতাটি লিখেছেন। বাকিদের জন্যে জীবনানন্দ লিখেছেন -
" ... কোনোদিন রূপহীন প্রবাসের পথে
বাংলার মুখ ভুলে খাঁচার ভিতরে নষ্ট শুকের মতন
কাটাইনি দিন, মাস, বেহুলার খুল্লনার মধুর জগতে
তাদের পায়ের ধুলো মাখা পথে আমি যে বিকায়ে দিছি মন
বাঙালি নারীর কাছে -"
ঃচ
১০| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪০
মুকুল বলেছেন: হা হা হা! ভবিষ্যত বুইঝা আমিও তাই কবিতা ছাইড়া দিছি। ব্লগে যা দিই, আগের লেখা।
@ কেমিক্যাল আলী
১১| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:০৪
নাজিম উদদীন বলেছেন: আজকের প্রেক্ষাপটে কবিতাটি কতটুকু স্বার্থক?
অনেক পরিবর্তন হয়ে গেছে। মাইকেল বিদেশে না খেয়ে, অনিদ্রায় ভূগত।
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে।
পালিলাম আজ্ঞা সুখে..
আপনি করবেন?
১২| ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ১:২৭
এস্কিমো বলেছেন: স্বপ্ন দেখি, সুযোগ পেলেই আজ্ঞা পালনের চেষ্টা করবো। @নাজিম উদ্দীন
১৩| ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ২:০৩
সারওয়ারচৌধুরী বলেছেন: এস্কিমো ভাই
জামাল ভাস্করের ব্লগে 'ধর্মনিরপেক্ষতা কি ধর্মহীনতা' লেখাটি পড়ুন।
আমার অন্যতম প্রিয় কবি মাইকেলের কবিতার জন্য আপনাকে ৫ দাগ মারা হলো।
১৪| ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:৫৭
আহমেদ শারফুদ্দীন বলেছেন: কবিতাটা আমারে উৎসর্গ করলেননা ক্যা ?? >> এস্কিমো ----- ৫
১৫| ০৯ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৯
এস্কিমো বলেছেন: পরেরটা আপনার জন্যে হবে...@আ.শা.
১৬| ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৬
িশপু বলেছেন: মুকুল দা কে আমার ভাল লেগেছে। টাই ৫ ডিলাম
ইলোরাকে ভালো লাগেনি তাই ১ দিলাম তার মন্ত্যব্যে।
মুকুলদার ফিরতি কমেন্টে(যা ইলোরার জন্য ছিল) ৫
দিলাম
১৭| ২২ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৪
রাশেদ বলেছেন: এস্কিমো ভাইয়ের একমাত্র কোবতে। হি হি!
২২ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৭
এস্কিমো বলেছেন: জ্বি না জনাব। এইটা মাইকেল মধুসুদন দত্তের কবিতা।
১৮| ২২ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৯
রাশেদ বলেছেন: জ্বি জানি।
বুঝাইছি এক্মাত্র সম্বল আপনার কোবতে হিসেবে!
১৯| ২২ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১৬
মনের কথা বলেছেন: আমার কথা দেখি সবাই বলে....
২০| ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩২
আইসিস বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২০
কেমিক্যাল আলী বলেছেন: আমিও কবিদের কে সহ্য করতে পারি না, কারন ওরা ললনা লোলুপ