নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈঃশব্দতা...

নভো নীল দীপ্তি

নভো নীল দীপ্তি › বিস্তারিত পোস্টঃ

দুঃখবিলাস...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩




পড়ন্ত বিকেলের শেষ ছায়াটায়,দেখা এক দুঃখবিলাসীর সাথে;

দুঃখবিলাসীর সে কি ভয়ংকর অসহ্য সব দুঃখবিলাস!!

শিউলি ফোটা ভোরের হিম হিম কুয়াশায় প্রথম শিউলিটা কুড়াতে না পারা নিয়ে দুঃখবিলাস,

মধ্যদুপুরে সন্ধ্যা নামিয়ে খুব কালো করে আসা মেঘবালিকার সাথে ঝুম ঝুমিয়ে শব্দ তুলে হাটতে না পারা নিয়ে দুঃখবিলাস,

সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে তেপান্তরের মাঠ খুজে না পাওয়া নিয়ে দুঃখবিলাস,

বালিকাবেলায় অকারণ ভুল করতে না পারা নিয়ে দুঃখবিলাস,

শুক্লাদ্বাদশীর রাতে বিস্তৃত সেই সমুদ্ররাশির বুকে চাঁদের আলোয় পুড়তে না পারা নিয়ে দুঃখবিলাস,

বৃষ্টির জলে ঝরে যাওয়া শুভ্র কামিনীর সুবাস না নিতে পারা নিয়ে দুঃখবিলাস,

সমুদ্র ছোয়া সেই গেরুয়া রঙের পাহাড়টার বুকে সবুজ বৃক্ষটা ছুঁতে না পারা নিয়ে দুঃখবিলাস,

মধ্যসমুদ্রের বুকে ক্ষণিকের তরে জেগে ওঠা সেই অপরিচিত চর’টার বুকে ঘুরে বেড়াতে না পারা নিয়ে দুঃখবিলাস,

শেষ বিকেলের সুতো কেটে হারিয়ে যাওয়া ঘুড়িটাকে নিয়ে দুঃখবিলাস,

মেঘের আড়ালে উড়ে যাওয়া সেই ক্ষুদ্র উড়োযানের সাথে হারিয়ে যেতে না পারা নিয়ে দুঃখবিলাস,

কাঞ্চনজঙ্ঘার শুভ্র বরফের বুকে প্রথম সূর্য কিরণটা দেখতে না পারা নিয়ে দুঃখবিলাস!!

সে আরও কত কি!!

খুব করে অনুধাবন করিলাম,অকারণ দুঃখবিলাসীতায় বিষাক্ত তার চারপাশ।।

দুঃখবিলাসীতার চশমাটা খুলে তির্যক চোখে তাকালাম তার তরে,

তির্যকতা অক্ষুণ্ণ রেখে, শুধালাম তারে কর্কশ স্বরে,

“এ এক কঠিন ব্যামো,কল্পনাবিলাস”

. #দুঃখবিলাসীবেকবিতা!!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

ওমেরা বলেছেন: দুঃখবিলাসিতায় বিষাক্ত তার চারপাশ তবু খুব ভাল লাগল।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

নভো নীল দীপ্তি বলেছেন: কৃতজ্ঞ ও ধন্যবাদ...

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

নভো নীল দীপ্তি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!!

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এ যেন বিশাল বিলাস যেখানে দুঃখ আর দুঃখে পরিপূর্ণ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

নভো নীল দীপ্তি বলেছেন: দুঃখবোধও জীবনের অনেক বড় প্রাপ্তি,যা সুখগুলোকে চিনতে শেখায়..!!ধন্যবাদ মন্তব্যের জন্য!!

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেন। শুভ কামনা রইল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

নভো নীল দীপ্তি বলেছেন: শুভ কামনা আন্তরিকতার সাথে গৃহীত হল..আপনার জন্যও শুভ কামনা ।।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২

আবু মুহাম্মদ বলেছেন: ভালো লিখেছেন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

নভো নীল দীপ্তি বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা!!

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সময় পেলে একবার আমার ব্লগ ঘুরে আসবেন কিন্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.