নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈঃশব্দতা...

নভো নীল দীপ্তি

নভো নীল দীপ্তি › বিস্তারিত পোস্টঃ

শিক্ষিত বেকার

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৫



শিক্ষিত বেকার শব্দে গমগমে টক শোর কফির মগটা,

সুশীল সমাজের অন্তর্গত বিশিষ্ট বুদ্ধিজীবী মহলের তাত্ত্বিক ব্যাখায় মধ্যরাতগুলো পেরিয়ে যায়।।

আমি এক শিক্ষিত বেকার!!

নীল কলমের ফলায় ব্যবচ্ছেদ করে শেষ করেছি গত মাসের জব স্যালুউশন,

আট'টা-পাঁচটা লাইব্রেরির একটা সিটের দখল নিয়ে সামান্য একটু আত্মতুষ্টিতে ভুগি,

চাকরি পাতার শিরোনামগুলো গিলে শেষ করেছি গতকালই,

ঘড়ির সেকেন্ডের কাটা'টার সাথে সম্পর্কটা ছিন্ন করেছি বহু আগেই,

তবে মিনিট, ঘন্টা কিংবা মাসটা আমায় মুক্তি দেই নি...

মিছিলের পর মিছিল ফাঁকা বুলিগুলো ঘৃণা করতে শিখে গেছি সেই কবে..

স্বোপার্জিত স্বাধীনতার চরম আকাঙ্খাটা মৃত এক বৃক্ষে পরিণত হয়েছে আজ..

পরাধীনতার নতুন জিঞ্জার নতুন শিকলে প্রতিনিয়ত বন্দী করে আমায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

মাহমুদুর রহমান বলেছেন: আহ!

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩

আকতার আর হোসাইন বলেছেন: ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম....

শাহিন ম্যাথ....

এম পি থ্রি...

প্রফেসর...

ওরাকলরা এখন আমার মাথায়....

বিশ্বের প্রতিটি দেশের রাজধানীর নাম...

মুদ্রান নাম আমার মাথায় যত্ন করে রাখা...

আমি চাকরী করব...

পিতা মাতাকে দু দন্ড সুখ দেব

দেখি সে স্বপ্ন...

দিনবদলের স্বপ্ন দেখি আমি...

দিন তো আর বদল হয় না...

স্বপ্নগুলো পরে থাকে মুখ থুবরে ছেঁড়া কাগজে... স্বপ্নগুকো জমা হয় ডাস্টবিনে...

.....


এই লাইনগুলো যথার্থ..

স্বোপার্জিত স্বাধীনতার চরম আকাঙ্খাটা
মৃত এক বৃক্ষে পরিণত হয়েছে আজ..


পরাধীনতার নতুন জিঞ্জার নতুন শিকলে
প্রতিনিয়ত বন্দী করে আমায়।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬

রাজীব নুর বলেছেন: বেকার থাকা খুব কষ্টের, খুব অপমানের।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

মৃত্যু হবে একদিন বলেছেন: বেকার জীবন অনেক কষ্টের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.