নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈঃশব্দতা...

নভো নীল দীপ্তি

নভো নীল দীপ্তি › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতা…

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:০৮





:আচ্ছা, তোমার কি মনে পড়ে, আমাদের প্রথম কবে দেখা হয়ে ছিল??
:হু,সেই যে শ্যাওলা পরা পাথরটার ওপর তুমি প্রথম পা রেখে নোনা জলের গন্ধ নিযেছিলে,সেই দিন…!

: তারপর..??
:নিস্তদ্ধ দুপুরে পাহাড় আর লেকের সন্ধিক্ষণে তাকিয়ে তুমি যখন লোকারণ্য খুঁজে ছিলে..!

:তারপর কবে…??
:তারপর সম্ভত আমাদের দেখা হয়ে ছিলো,
জাহাজের ডেকে দাড়িয়ে তুমি যখন ভোরের সেই প্রথম আলো ফোটার প্রতীক্ষায় দাড়িয়ে ছিলে..!

:আচ্ছা, তারপর আমাদের আর কি আর কখনো দেখা হয় নি..??
:সম্ভবত হয়ে ছিলো, কিন্তু আমরা জানতেই পারি নি…!

:আবার কবে আমাদের দেখা হবে “নিঃসঙ্গতা”???

:নিশ্চুপ নগরীতে যখন ঝিঝিঁরাও ঘুমিয়ে পরবে.
আর তোমার বুকের বা’পাজঁরের হু হু করা শূন্যতারা আবারো হানা দিবে…!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ২:২৮

কামভাখত কামরূখ বলেছেন: মধ্যরাতের নিশ্চুপ পাতাঝরা বৃক্ষে পাখা ঝাপটে নিঃসঙ্গতা আসে, নীল নীলিমায় চাঁদের চুম্বনে আবার উবে যায় নিজস্ব গন্তব্যে ।

৩১ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৩

নভো নীল দীপ্তি বলেছেন: বাহ!!বেশ ভালো বলেছেন।।

কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ।।

২| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ৩:১৯

নীল আকাশ বলেছেন: কথপোকথন ভাল লেগেছে।

৩১ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৩

নভো নীল দীপ্তি বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো!! ধন্যবাদ পড়ার জন্য।।

৩| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: বেশিরভাগ ছেলেই প্রথম ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার পর ভালোবাসা মানুষকে আঁকড়ে রাখার গুরুত্ব বুঝতে পারে।

৩১ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৪

নভো নীল দীপ্তি বলেছেন: কি জানি...হতে পারে।।

আমি যেহেতু ছেলে মানুষ না তাই এই ব্যাপারে আমার কোন ধারণা নেই।।

তবে,হ্যা, কবিতাটা পড়ার জন্য অন্নেক অন্নেক ধন্যবাদ!!

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

অবলাল রশ্নি বলেছেন: ভালো লেগেছে খুউব

২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

নভো নীল দীপ্তি বলেছেন: অসংখ্য ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.