নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈঃশব্দতা...

নভো নীল দীপ্তি

নভো নীল দীপ্তি › বিস্তারিত পোস্টঃ

চোখ..

২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮





জীবনের সমীকরণিক বন্ধ খাতাটা আজ আবারো খুলে বসলাম,
অর্ধকষা সমীকরণিক প্রতিজ্ঞার সমাধান সংক্রান্ত বিড়ম্বনায় আজ আবারো পতিত হলাম।

এই বিড়ম্বনার সূচনা ঠিক কবে থেকে শুরু হয়েছিল,
তার আদ্যোপান্ত পই পই করে হাতড়েও উদ্ধার করতে ব্যর্থ হলাম।

তবে,সম্ভবত তোমাকে আবিষ্কারের বহুদিন আগে যে এই যাবতীয় সমস্যায় মুষরে পরি নি,
তা আমি ঢের বুঝতে পারছি।

কি হতো,যদি এই আবিষ্কারের আগেই আমাদের এই সামষ্ঠিক আনাগোনা বন্ধ হয়ে যেত,
অন্তত আমাকে এত হতবিহ্বল হতে হোত না।।

যে নিষ্প্রভ চক্ষু আলোয় তুমি প্রতিদিনের সূর্যটা দেখো,
সেখানে যে আমার পুরোদস্ত এক দিন।

যে আলোর সায়রে তোমার দ্ব্যর্থহীন প্রতিদিনের চলাচল,
তার কোন খবর তো আমার কাছে কোনদিন পৌছবে না।

তাহলে,আমার এই এক চোখা দৃষ্টিপথের কি কোন মূল্য থাকতে পারে..??

এক চোখ স্বপ্ন প্রতিদিন তোমায় নতুন আঙ্গিকে ঘুম পাড়িয়ে দেয়,
আর আমি এক বুক ইচ্ছে নিয়ে হাত বাড়িয়ে রাখি।

জীবন নামের গোলকধাঁধার কারগারে আমরা যে আজন্ম কয়েদি,
সে কথা জানার পরেও কেনো যে আমার তোমার ঐ দু’চোখে চোখ পরে যায়,তা ভেবে পাই না।

পঙ্কিলতার অর্ধে তোমার সেই চোখগুলোর ভাষা পড়ার ব্যর্থ ইচ্ছাটা,
আমার নিভৃত নীলপদ্ম দীঘির নীল পদ্ম হয়েই না হয় থাকলো।

আজন্ম কৌতুহলী আমি না হয় তোমার আকাশের প্রজাপতিদের অথবা মনফড়িংয়ের সন্ধান এ জগতে নাই বা পেলাম।।

মহাকাব্যের পংক্তিমালায় আমাদের নাম চির অম্লান করার কোন করণীয়ই যে অদো সৃষ্টির দেখা পায় নি।

আমাদের কথা না হয় ডুবেই মরলো সেই ক্ষণজন্মা পঞ্চমী চাঁদের স্বাক্ষী হয়ে।।

তবুও, এই সপ্নিল আবিরের রাতে শব্দের শিকলে বন্দী অবাধ্য কবিতার পংক্তিমালারা যুগান্ত ধরে বয়ে বেড়াবে অস্ফুট সব প্রার্থনাগুলো।

ঘুম ভাঙা কিছু ছন্নছাড়া মেঘ খেয়ালী ছাদ ছুয়েঁ তোমার চোখের সেই ঘুমপরীদের কাছে গল্প শুনিয়ে যাবে বারেবারে।।




মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২১

নভো নীল দীপ্তি বলেছেন: ভালোবাসা জানবেন..

২| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

নভো নীল দীপ্তি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে...

৩| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২১

নভো নীল দীপ্তি বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ...

৪| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

নভো নীল দীপ্তি বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.