নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈঃশব্দতা...

নভো নীল দীপ্তি

নভো নীল দীপ্তি › বিস্তারিত পোস্টঃ

মেঘ পিয়নের ডাকটিকেট....

৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৮




সময় যদি যায় ফুরিয়ে এই অবেলায়,
আসমানী চাঁদ যায় যদি ডুবে আজ;

তারা যদি নিভে যায় এই শুক্লাদ্বাদশীর রাতে,
পথ হারিয়ে দিশেহারা হয় যদি কোন রাত জাগা পাখি;

হাসনাহেনার গন্ধে ভেজা একটি মায়াবী রাত,
পলাতক পংক্তিদের নিরব আনাগোনা হয় যদি আজ বন্ধ,
কনক্রিট মন জুড়ে এই ক্ষণ,
অকারণ আলাপের করে আবেদন,
শহুরে বাতাস জুড়ে আজ সব আলসে রোদেলা দুপুরে লেখা চিঠিটা পেয়ে,
আরো একবার বাড়ি ফিরে এসো;

বাহারি ডাকটিকেট নিয়ে মেঘ পিয়নের চিঠি-পত্রের দায়িত্ব তবে শেষ;

আবারো একটিবার হারাবো বলে,
কোন এক মেঘের দেশে!! আরো একটিবার!


ছবি উৎস: গত বছরের শেষের দিকে রূপালি মেঘের দেশ সিকিমে যাওয়ার সুযোগ হয়েছিল।ছবিতে গ্যাংটক শহরের আমাদের
হোটেলের জানালা দিয়ে তোলা পুরো গ্যাংটক শহরটা।।


মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: ছবি সম্পর্কে বলি- আমাদের বান্দারবান এরকমই।
কবিতা সুন্দর লাগলো।

২| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১০:৩২

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা। 

৩| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম লাইক। করোনার ভয়াল থাবায় দিশেহারা ব্লগার দের লাইক বাটন কাজ করছে না।

৪| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা যেমন সুন্দর হয়েছে, ছবিটাও তেমনি। ছবিটাকে দেখে প্রথমে আমাদের নীলগিরি কিংবা সাজেক এলাকার হতে পারে বলে ভেবেছিলাম।
কবিতায় ভাল লাগা + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.