নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

থ্রিলার ছবিরই নায়িকা এখন পাওলি

২৪ শে মে, ২০১৩ সকাল ১০:১৯

কলকাতার নির্মাতা গৌতম ঘোষের ছবিতে কাজ করে আলোচনায় এলেও বিক্রম ভাটের 'হেইট স্টোরি'র মাধ্যমে বলিউডের হার্ট বিট বাড়িয়ে দিয়েছিলেন পাওলি দাম। কোনো বাঙ্গালী মেয়ের এতো বেশি খোলামেলা দৃশ্য হিন্দি ভাষীরা এর আগে দেখেননি যা পাওলি দেখিয়েছেন। তিনি এরপর করেছেন বিক্রমের আরেক ছবি 'অঙ্কুকশ অরোরা মার্ডার কেস'। থ্রিলার ফির্মের জগতে ভালই নাম কামিয়েছেন পাওলি। শোনা যাচ্ছে, এই ছবিটাও থ্রিলার। সব মিলিয়ে পাওলির এখন পৌষ মাস চলছে। তবে এ জন্য তাকে বেশ ত্যাগও করতে হয়েছে।

হেইট স্টোরিতে পাওলি নিজেকে এতোটাই আবেদনময়ী হিসেবে উপস্থাপন করেছেন যে তখন অনেকেই চোখ তুলে তাকাতে বাঁধ্য হন তার দিকে। এ বিষয়ে পাওলির সাফ কথা, 'পরিচালক যেভাবে চান, আমি সেভাবেই নিজেকে মেলে ধরি'। আর পাওলি যে খুঁতখুঁতে পরিচালক বিক্রম ভাটের চাহিদা পূরণ করতে পেরেছেন তার প্রমাণ মিলে হেইট স্টোরির পর আরো দু'টো ছবিতে বিক্রম পাওলিকেই চেয়েছেন।

অন্যদিকে, সেই 'হেট স্টোরি'র পর বেশ কয়েকজন পরিচালকই ছুটে আসেন পাওলির কাছে। কিন্তু পাওলি একই চরিত্রে বারবার নিজেকে দেখতে চান না। তাই ফিরিয় দিয়েছেন তাদের।

বিক্রম ভাটের নতুন ছবিটিতে থ্রিলারের গন্ধ পাওয়া গেলেও নায়িকা নিজে থেকে বিশেষ কিছু বলতে রাজি নন। পাওলি বলেন, 'হ্যাঁ, বিক্রম আমাকে তিন নম্বর ছবির জন্য অফার করেছে। তবে চুক্তি সই হওয়ার আগে এর বাইরে আমি আর কিছু বলব না'। জুলাই থেকে ছবির কাজ শুরু হওয়ার কথা।

বিক্রমের এই ছবি ছাড়াও বলিউডের আরও দুটি ছবিতে পাওলিকে দেখা যাবে। এছাড়াও হাতে আছে সুভাষ সিংহলের 'ইয়ারা সিলি সিলি'।অন্যদিকে নিজের ঘর টালিউডও মুখ ফিরিয়ে নেয়নি তার দিক থেকে। এই বছর সব মিলিয়ে আটটা ছবি মুক্তি পেতে চলেছে পাওলির। সুইটহার্ট, হইচই আর অভিশপ্ত নাইটি তো আছেই। একদিনে কমেডি, থ্রিলার, ড্রামা, অ্যাকশন মিলিয়ে কলকাতা-মুম্বাইয়ে পাওলি এখন বেশ ব্যস্ত।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ সকাল ১১:৪৮

একাকী বাংলাদেশি বলেছেন: ৯৬ বার পঠিত। কিন্তু কোন কমেন্ট নাই। এতো আবেদনময়ী'র কপালে এই জুটলো তাহলে?

২| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:০৮

সাবু ছেেল বলেছেন: ভবিষ্যতে IMDB-তে Search করলে যেন জয়া আহসানের নাম আমরা দেখতে পাই;তবে অবশ্যই রসালো Cleavage বের করা অবস্থায় নয়!!

৩| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
অভিশপ্ত নাইটি ! মারাত্মক নাম ||

৪| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: /:)

৫| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.