![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
আমরা অনেকে হয়তো জানি আবার,
অনেকে জনি না "BANGLADESH" এর অর্থ
কি.??
জেনে নিন "BANGLADESH" এর পূর্ণ অর্থঃ-
B= Blood (রক্তে)
A= Achieve (অর্জিত)
N= Noteworthy (স্মরণীয়)
G= Golden (সোনালী)
L= Land (ভূমি)
A= Admirable (প্রশংসিত)
D= Democratic (গণতান্ত্রিক)
E= Evergreen (চিরসবুজ)
S= Sacred (পবিত্র)
H= Habitation (বাসভূমি)
“BANGLADESH”
এর অর্থ হল-
‘রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি,
প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র বাসভূমি’।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: বাংলাদেশ শব্দটার উৎপত্তি এভাবে বলে মনে করি না , এটা হয়তো পরবর্তীতে এভাবে একটা সুন্দর আভ্রোভিয়েশন করা হয়েছে , যেটা একটু সময় দিলে আপনার নাম দিয়েও করা যাবে । বাংলা আর বাংলার দেশ - সোজা কথায় এটা থেকেই বাংলাদেশ । তবে আভ্রোভিয়েশনটা ভালো লেগেছে ।