নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
সাঁই - অসুস্থ জনদের মেলা,
কতটুকু পেল আপনার ধন
আপনার নাম ভেঙে পাশাখেলা।
বাশিতে বাশিতে সাধনার ধন
হাওয়াতে ভীষন ধোঁয়া;
সাধনার তরে সাধনের মন
সাধ করে গেল খোয়া।
দল বেধে ডলছে তালু,
পাতা কাটছে কাটারি;পাতা সাজছে
কল্কে আগুনে গিয়ে -
রঙ্গালয়ে লড়ছে জীবন
গান বাজনা নিয়ে।
কে বা ছিল আপনার জন?
গুনী যেজন ছিল গোপন,
পাপী মোরা তিন অধমের হয়নি দরশন;
ভবের মাঝে ভেসে গেলাম
রেখে ভবরসে মন,
ধোঁয়ার মাঝে দুর্দশা
পেলাম নাকো নেই রে দেখা, হাওয়ার মহাজন।
০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯
সনজিত বলেছেন: ধন্যবাদ জনাব
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০২
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!