নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
" মানিক দা "আপনি প্রশ্ন করেছিলেন;
" জীবনের এই বেলাভূমিতে কেমন আছিস বল "?
উত্তরের হাসিতে যে জীবন ছিল,তা
জীবন থেকে পালিয়ে বেড়ানো জীবনের
এক চিলতে দৃশ্য পট।
জীবন মিথ্যা ছলনার অভিনয়ে -
একটি জীবন যখন বাস্তব নাটক হয়ে উঠে,
জীবনের মঞ্চে তখন আমি
সংলাপ ভুলে যাই।
মঞ্চ থেকে নেমে শ্রোতাদের মাঝে
আমি শ্রোতা হয়ে,
হাসতে গিয়ে আমি হাসি ভুলে যাই।
বার বার ফিরে আসে নত মুখে একটি মুখ,
বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে দেখছি -
জীবন পুড়িয়ে জীবনের
পৃথিবীর সুখ।
জীবনের এই বেলাভূমিতে
ভাল আছি দাদা-
যদিও পান্ডুলিপির বুকে রঙের কাড়াকাড়ি
কালো আর সাদা।
©somewhere in net ltd.