নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
দুরভিসন্ধির রুধিরাপ্লুত মন
পুড়ায় মানচিত্র বুকের ধন;
সমাচ্ছন্ন হৃদয় স্বাধীন ভূখন্ডে দীপিত -
দিকে দিকে রুদ্রবীণার তালে নৃত্যরত কীটানুকীট;
মন্হিত বাংলার বুক পীঠ।
নিরুদ্যম মান্দাসে অগ্নিজলে ভেসে যায়
জীবনের শিকায়েত,
ক্ষিতিপতি বাংলাদেশ কে করুন হেদায়েত।
সংখ্যালগুর নিথর পায়ে নিগড়ের থাবা
কালের বাস্তবতা ;
আর কত দীর্ঘ হবে!
আর কত লাশ আর কত শোক অনুরণন করবে বাংলার বাতাস?
নিঃশ্বাসে পোড়া গন্ধ
কানে তীব্র ভাঙনের ধ্বণি,
ধরা পড়ে যাক মুছে যাক দুঃখ গ্লানি।
অকুন্ঠিতচিত্তে বলে যাই -
জয় হোক মাটি মানবতার
বাংলাদেশ আমাদের পৈর্তৃক অধিকার।
কোথায় যাব?
নেই কোথাও যাবার।
©somewhere in net ltd.