নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
যদি কেউ আসে তাই দুয়ার খুলেছি,
কেউ আসে না;
কান্না সাক্ষী এলোমেলো বাতাস..
দিয়ে গেছে কত দিন কেউ আসবে তার পূর্বাভাস।
তবু আসেনি।
আমি আর অপেক্ষা করিনা,
মেঘের মত নিরন্তর ছুটেছি বলাকা মন নিয়ে...
যদি কোন দিন খোলা মাঠে তাকে পাই
ভিজিয়ে দেব;
সমস্ত ভালবাসা দিয়ে।
জানি না কখনও কোনদিন যদি কেউ দুয়ারে কড়া নাড়ে,
কেউ আসেনি তবু যদি কেউ আসে;
তাই আমার বাম পাশে তার জন্য ভালবাসা...
একটা পৃথিবী হয়ে আছে।
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০
সনজিত বলেছেন: আমি তার জন্য সহস্র কটি বছর অপেক্ষায় থাকবো জনাব.।
তবুও সে যদি আসে।
ভালোবাসা জানবেন প্রিয়।।
২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭
বিজন রয় বলেছেন: বুকের বামপাশে বললে আরো গভীর হতো।
+++
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৫
সনজিত বলেছেন: আপনাদের অনুপ্রেরণা থাকলে সংশোধন করে নেব প্রিয়।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: ধৈর্য ধরেন আসবে।
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৫
সনজিত বলেছেন: আমি তার জন্য সহস্র কটি বছর অপেক্ষায় থাকবো জনাব
৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪০
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। আমার ভাল লেগেছে।
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১
সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয়
৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কেউ আসবেই।
বুকের বাম পাশটা ভালো থাকুক।
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সনজিত বলেছেন: সবারই ভাল থাকুক
৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধৈর্য রাখুন জনাব। দোয়া আছে আপনার সাথে।
০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সনজিত বলেছেন: আপনাদের অনুপ্রেরণা
৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪
সনজিত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮
নজসু বলেছেন: সবুরে মেওয়া ফলে কবি।
ধৈর্য্যহারা হলে চলবে?
বামপাশে তার জন্য ভালোবাসা একটা পৃথিবী হয়ে আছে।
অসাধারণ লাগলো।