![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
বুভুক্ষু আমি এক;
কত শত বার নরম রোদেলা সকাল খেয়েছি -
তপ্ত দুপুর, পড়ন্ত বিকেল,গোধূলির বুক;
সন্ধ্যা থেকে রাতের অন্ধকার নিয়ন আলো, রাতের শহর।
বিষন্ন সময় ধরে পৃথিবীর দুঃখ গিলে দেখেছি -
আসেনি একটিবার তৃপ্তির উদগার,
বীতশোক দুনিয়া অবাক।
তারপর আরও কত কিছু -
তবু বুভুক্ষু আমি।
মাঝে মাঝে মনে হয় টপ করে পৃথিবী টা গিলে খাই,
হয়ত প্রতিটি মানুষ পারে মন বিস্তার -
একাকাশ মুখ হা করে আজন্ম খুঁজেছি তোমার আকার;
আমার অন্তপুরে কোন এক নারী, জীবিত প্রেমের ক্ষুধা মেটাবার -
বুভুক্ষু আমি;
দেহ আছে মন নিরাকার।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬
সনজিত বলেছেন: ধন্যবাদ স্যার.।।। শুভ সকাল আপনার জন্য
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: সুন্দর।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬
সনজিত বলেছেন: ধন্যবাদ মামুন ভাই, শুভ কামনা আপনার জন্য
৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা লিখেছেন।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
সনজিত বলেছেন: শুভ সকাল নুর ভাই্ , ধন্যবাদ
৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
ইমু সাহেব বলেছেন: বেশ বেশ আপনিতো দেখি সর্বভুক বুভুক্ষু ।।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
সনজিত বলেছেন: ধন্যবাদ ইমু সাহেব,
৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে ।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
সনজিত বলেছেন: শুভ কামনা সাইন বোর্ড ভাই
৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১
সাগর শরীফ বলেছেন: সুন্দর ।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
সনজিত বলেছেন: ধন্যবাদ শরীফ ভাই
৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
নাইম রাজ বলেছেন: ভালো।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
সনজিত বলেছেন: নাইম রাজ ভাই ধন্যবাদ
৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: দারুন লিখেছেন জনাব।
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন হে প্রিয়
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
হাবিব বলেছেন: অসাধারন.....++