নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
যৌবন ছিল চোখে মুখে
ঠোঁট থেকে তীর্থ অভিমুখে,
তবু সমস্ত শরীর তোমাকে না পেয়ে -
কৃত্রিম মন নিয়ে স্ব-শরীরে বেঁচে আছে;
তাকে বুঝি ভালবাসা বলে।
ক্লিষ্ট যৌবন ক্ষুৎপিপাসায়
আদিগ্রন্থ থেকে,
তোমার স্বপক্ষে বার বার হতে চেয়েছিল -
হতে পারেনি একবারও আধুনিক;
প্রস্থান কালে
আজও হলো না জানা,
নারী;
তুমি মানবিক নাকি গাণিতিক।
১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
সনজিত বলেছেন: শুভাশীষ জানবেন প্রিয়।
২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
সনজিত বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়
৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
সনজিত বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়
৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: নারীকে জানার কোনো দরকার নাই। শুধু নিজেকে জানুন- বুঝুন।
১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
সনজিত বলেছেন: আপনি কি পুরুষ? না আপনিও পুরুষ না। সৃষ্টিকর্তা ব্যাতিত যা আছে তা সবই প্রকৃতি, সেটা আমি অথবা আপনিও হতে পারেন।
উনিই একমাত্র পুরুষ- তাই আগে নারীতত্ত্ব জানতে হবে। নিজের বলতে কিছু নাই, এই শহরের(দেহের) যোল জনাই বোম্বাটে- বস।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
নজসু বলেছেন:
দাদা ভাই, স্বয়ং ঈশ্বরও নাকি নারীর মন বুঝতে পারেন নি।
কবিতা যথার্থ হয়েছে।
শুভেচ্ছা জানবেন।